আজকের আলোচনার বিষয়: সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর
১. ‘সংবাদ প্রভাকর‘ – এর সম্পাদক ছিলেন—
ক. ভবানীচরণ
খ. ঈশ্বর
গ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
ঘ. মার্শম্যান
২. ‘বামাবোধিনী ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
ক. সুকুমার দত্ত
খ. উমেশচন্দ্র দত্ত
গ. দেবকুমার দত্ত গুপ্ত
ঘ. সন্তোষকুমার দত্ত
৩. বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়—
ক. সোমপ্রকাশ
খ. সমাচার দর্পণ
গ. বেঙ্গল গেজেট
ঘ. দিগদর্শন
৪. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা ‘ – র সম্পাদক ছিলেন—
ক. ভোলানাথ মুখোপাধ্যায়
খ. দীনবন্ধু মিত্র
গ. হরিনাথ চট্টোপাধ্যায়
ঘ. হরিনাথ মজুমদার
৫. জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়—
ক. ১৮০০ খ্রিস্টাব্দে
খ. ১৮১৩ খ্রিস্টাব্দে
গ. ১৮২৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৩ খ্রিস্টাব্দে
৬. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন—
ক. রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. কেশবচন্দ্র সেন
ঘ. আনন্দমোহন বসু
৭. ১৮৯৩ খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়—
ক. ইংল্যান্ডে
খ. ফ্রান্সে
গ. মার্কিন যুক্তরাষ্ট্রে
ঘ. জার্মানিতে
৮. কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন?
ক. রবার্ট মে
খ. ওয়ার্ড
গ. উইলিয়াম কেরি
ঘ. মার্শম্যান
৯. ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম
ক. শাস্তিসুধা ঘোষ
খ. কল্পনা মিত্র
গ. প্রিয়ংবদা দেবী
ঘ. চন্দ্ৰমুখী বসু
১০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য –
ক. আশুতোষ মুখোপাধ্যায়
খ. উমাপ্রসাদ মুখোপাধ্যায়
গ. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
ঘ. গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়
১১. ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল –
ক. সমাচার দর্পণ
খ. পার্থেনন
গ. সম্বাদ কৌমুদী
ঘ. মিরাৎ – উল – আখবার
১২. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম এম.ডি. উপাধি প্রাপক –
ক. মধুসূদন গুপ্ত
খ. নীলরতন সরকার
গ. ডা . মহেন্দ্রলাল সরকার
ঘ. চন্দ্রকুমার দে
১৩. রামমোহন রায় কার কাছ থেকে ‘ রাজা ’ উপাধি পেয়েছিলেন?
ক. দ্বিতীয় বাহাদুর শাহ
খ. সম্রাট ফারুকশিয়ার
গ. জাহান্দার শাহ
ঘ. দ্বিতীয় আকবর
১৪. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়—
ক. 1872
খ. 1878
গ. 1876
ঘ. 1894
১৫. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন—
ক. লর্ড কার্জন
খ. লর্ড ক্যানিং
গ. লর্ড লিটন
ঘ. লর্ড নথক
১৬. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন—
ক. লর্ড নর্থক
খ. লর্ড কার্জন
গ. লর্ড ওয়েলেসলি
ঘ. ওয়ারেন হেস্টিংস
১৭. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়—
ক. বোম্বাই বিশ্ববিদ্যালয়
খ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
গ. বেনারস বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
১৮. গ্রাম বার্ত্তা প্রকাশিকা প্রকাশিত হতো—
ক. কলকাতা
খ. ঢাকা
গ. নদিয়া
ঘ. কুষ্টিয়া থেকে
১৯. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে—
ক. বাংলায়
খ. দিল্লিতে
গ. মাদ্রাজে
ঘ. বোম্বাইয়ে
২০. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল—
ক. 1878
খ. 1892
গ. 1882
ঘ. 1902
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক‘ বলা হয়?
উত্তর : ঊনবিংশ শতককে ।
২. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন?
উত্তর : উইলিয়াম জোন্স (১৭৮৪ খ্রিস্টাব্দে ) ।
৩. মেকলে কে ছিলেন?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক – এর সচিব এবং ‘ মেকলে মিনিটস ’ – এর প্রবর্তক ছিলেন ।
৪. চার্লস উড কে ছিলেন?
উত্তর : বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ।
৫. কোন গভর্নর জেনারেল এর আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক – এর সময়ে ।
৬. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ডেভিড হেয়ার ।
৭. কে ‘ স্ত্রীশিক্ষা বিধায়ক ‘ নামক পুস্তিকা প্রকাশ করেন?
উত্তর : রাধাকান্ত দেব ( ১৮২২ খ্রিস্টাব্দে ) ।
৮. কে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন?
উত্তর : চার্লস উড তাঁর ডেসপ্যাচ বা নির্দেশনামার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন ।
৯. হিন্দু কলেজ যাঁরা প্রতিষ্ঠা করেন তাঁদের নাম উল্লেখ করো ।
উত্তর : স্যার হাইড ইস্ট , বৈদ্যনাথ মুখোপাধ্যায় , রাধাকান্ত দেব ।
১০. হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কী?
উত্তর : প্রেসিডেন্সি কলেজ ।
১১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কী?
উত্তর : ‘ দিগ্দর্শন ’ ।
১২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?
উত্তর : ‘ সমাচার দর্পণ ‘ ।
১৩. ‘সম্বাদ কৌমুদী’র সম্পাদনা কে শুরু করেন?
উত্তর : রামমোহন রায় ।
১৪. বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়?
উত্তর : 1863 খ্রিস্টাব্দে ।
১৫. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : লর্ড ওয়েলেসলি ।
১৬. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : 1800 খ্রিস্টাব্দে ।
১৭. শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : 1818 খ্রিস্টাব্দে ।
১৮. ‘হুতুম পাচার নকশা‘ কার লেখা ?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ ।
১৯. কত খ্রিস্টাব্দে ‘মেকলে মিনিট ’ পেশ করা হয়?
উত্তর : 1835 খ্রিস্টাব্দে ।
২০. অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : রামমোহন রায় , 1815 খ্রিস্টাব্দে ।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল?
উত্তর : বামাবোধিনী পত্রিকার প্রধান গুরুত্ব ছিল- এই পত্রিকা নারী জনমত গঠনের ব্যবস্থা করে দেয় । এটি নারীজাতির চিন্তাভাবনাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে। পাশাপাশি নারীদের নিজস্ব লেখনীর মাধ্যমে তাদের মতামত প্রকাশের সুযোগ করে দেয়।
২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সমকালীন বাংলার কীরূপ সামাজিক চিত্র পাওয়া যায়?
উত্তর : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সমকালীন বাংলা সামাজিক শোষণ, সাধারণ মানুষের ওপর সরকার ও পুলিশের অত্যাচার, নীল চাষীদের উপর শোষণ ও অত্যাচার, দরিদ্র শ্রেণীর ওপর অত্যাচার, দরিদ্রদের দুরাবস্থা প্রভৃতি চিত্র পাওয়া যায় ।
৩. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার কি কি বিষয় আলোচনা প্রকাশিত হত?
উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় নীলকর, জমিদার ও মহাজনদের অত্যাচার, এর বিবরণ সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিপ্লবীদের শপথ ও বীরত্বগাথা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা প্রকাশিত হত ।
৪. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের কোন ভাগে কিসের জন্য রয়েছে?
উত্তর: হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের প্রথম ভাগে কলকাতার সড়ক পার্বণ বারোয়ারি পুজো ছেলে ধরা ক্রিশ্চানে হুজুগ, সাতপেয়ে গরু, দরিয়াই ঘোড়া লখনৌ এর বাদশা এবং দ্বিতীয় ভাগের রথ, দুর্গোৎসব রামলীলা প্রভৃতির আলোচনা রয়েছে।
৫. প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী দ্বন্দ্ব কি?
উত্তর: ভারতে প্রাচ্য না প্রাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্ন কে কেন্দ্র করে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর শাসনকালে জনশিক্ষা কমিটির সদস্যরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে যায়। একদল প্রাচ্য পদ্ধতিতে এবং অপর দল পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষে মত দেন। দুটি দলের এই দ্বন্দ্ব প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী দ্বন্দ্ব নামে পরিচিত।
৬. কে, কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ প্রশাসনে চাকরিরত যুবকদের প্রাচ্যবিদ্যা বিষয়ক জ্ঞান দান করা।
৭. উডের ডেসপ্যাচ কি?
উত্তর: বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত।
উডের ডেসপ্যাচয়ে যেসব সুপারিশ করা হয় সেগুলি হল –
i) একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন,
ii) কলকাতা, মুম্বাই, মাদ্রাজের একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
iii) শিক্ষক-শিক্ষা ব্যবস্থা প্রচলন,
iv) উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি,
v) স্ত্রী/নারী শিক্ষার প্রসার প্রভৃতি।
৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত কয়টি বালিকা বিদ্যালয়ের উল্লেখ করো ।
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৮৪৯ খ্রিস্টাব্দে ড্রিংক ওয়াটার বেথুন এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় এবং নদীয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় প্রতিষ্ঠা ৩৫টি বালিকা বিদ্যালয় ।
৯. আধুনিক শিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভূমিকা কি ছিল?
উত্তর: বাংলা তথা ভারতে আধুনিক শিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-
ক) দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রথম উচ্চশিক্ষার ক্ষেত্রে আধুনিক পাশ্চাত্য শিক্ষা দান শুরু করে।
খ) ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশ্ববিদ্যালয় একদা উচ্চ শিক্ষার প্রসার নিয়ন্ত্রণ করত।
গ) ভারতীয় শিক্ষা, বিজ্ঞান, রাষ্ট্রনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ে এখানে উন্নত শিক্ষাদান করা হত ।
১০. উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো ?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু এসব প্রতিষ্ঠান পাঠক্রম ও গঠন রীতিতে কোন সামঞ্জস্য ছিল না। এই পরিস্থিতিতে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত।
- সুপারিশ: উডের ডেসপ্যাচ এর সুপারিশ করা হয় সেগুলি হল-
- সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি শ্রেণীবিভাজন।
- দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা।
- কলকাতা, মুম্বাই, মাদ্রাজ একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
- একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন।
- উচ্চশিক্ষা সর্বোচ্চ কর্তা হিসেবে দিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন পথ সৃষ্টি।
- শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু।
- সাধারণ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার।
- উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি।
- স্ত্রী শিক্ষার প্রসার বৃদ্ধি প্রভৃতি।
মহাসনদ: উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ এর উপর ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই জন্য এই নির্দেশ নামা কে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বা মহাসনদ বলা হয় ।
রচনাধর্মী প্রশ্নের উত্তর
১. “হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমাজব্যবস্থার কোন কোন্ দিক প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করাে। গ্রামবার্তা প্রকাশিকা’র বিভিন্ন দিক চিহ্নিত করাে।
২. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
৩. শিক্ষা বিস্তারে ড্রিংক ওয়াটার বেথুন এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো ।
৪. বাংলা নবজাগরণের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
৫. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৬. নব্যবঙ্গ বাজান বেঙ্গল কাদের বলা হয় ? উনিশ শতকে বাংলার ইতিহাসে নববঙ্গদের অবদান উল্লেখ করো।
৭. প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
৮. হুতােম প্যাঁচার নকশা’তে কলকাতা নগরীর কোন ছবি পাওয়া যায়? ‘নীলদর্পণ’ নাটকের তাৎপর্য কী ?
৯. নীলদর্পণ’ নাটকের বিষয় ও তার গুরুত্ব আলােচনা করাে।
১০. কাঙাল হরিনাথের ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’র বৈশিষ্ট্য ও অবদান লেখাে।
১১. প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কী? মেকলে মিনিট কী?
অথবা, উনিশ শতকে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ‘প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব’ কেন ঘটে? এর পরিণতি কী হয়?
১২. বাংলায় সরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষাবিস্তার কীভাবে হয়েছিল? এর ফলাফল বিশ্লেষণ করাে।
১৩. পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বিটন-এর ভূমিকা আলােচনা করাে।
১৪. শিক্ষার প্রসারে রামমােহন রায় ও রাধাকান্ত দেবের উদ্যোগ সংক্ষেপে লেখাে।
►► উচ্চ মাধ্যমিক: ইতিহাস সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post