ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq : ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অনেক পরে রাশিয়াতে শিল্প বিপ্লব ঘটে। রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব ঘটার অন্যতম কারণগুলো হলো জার সরকারের অযোগ্যতা, সীমাহীন দূর্নীতি, শোষণ পুঁজির স্বল্পতা ও শিল্পায়নে অনীহা। জার সরকারের শাসনামলে রাশিয়ার এরূপ সমস্যার কারণে অনেক দেরিতে শিল্পায়ন ঘটে।
ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল?
ক. ইংল্যান্ডে
খ. হল্যান্ডে
গ. ফ্রান্সে
ঘ. জার্মানিতে
২. ‘মিউল’ যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়—
i. লৌহপোত
ii. ওয়াটার ফ্রেম
iii. স্পিনিং জেনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
করপাড়া গ্রামের হাসমত আলী তার জমিতে পানি সরবরাহের জন্য বাঁশ দিয়ে একটি বাঁশকল তৈরি করেন। এর সাহায্যে হাত বা পা দিয়ে চাপ দিয়ে পানি উত্তোলন করে জমিতে সেচ দিয়ে ফসল ফলাতে লাগলেন। এ পদ্ধতি দেখে গ্রামের সকল লোক খুশি হলেন। অতঃপর তারাও বাঁশকল তৈরি করে সহজ পদ্ধতিতে সেচ দিয়ে ফসল ফলাতে লাগলেন।
৩. উদ্দীপকে হাসমত আলীর মতো তোমার পাঠ্যবইয়ে কে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন?
ক. আব্রাহাম ডাবরী
খ. জোসিয়া ওয়েজউড
গ. জেমস ওয়াট
গ. এডমান্ড কার্করাইট
8. উক্ত যন্ত্রটি ব্যবহৃত হয়—
i. বয়ন শিল্পে
ii. বিজলিচালিত তাঁতে
iii. মিহি সুতি কাপড় তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়?
ক. ইংল্যান্ড
খ. আমেরিকা
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
৬. John Kay কে ছিলেন?
ক. বিজ্ঞানী
খ. একজন বিপ্লবী
গ. একজন দার্শনিক
ঘ৷ একজন তাঁতি
৭. উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?
ক. জন কে
খ. জেমস হারগ্রিভস
গ. স্টিফেনসন
ঘ. রিচার্ড আর্করাইট
৮. জেমস হারগ্রিভস কত সালে সুতাকাটা জেনি আবিষ্কার করেন?
ক. ১৭৫৫ সালে
খ. ১৭৬০ সালে
গ. ১৭৬৪ সালে
ঘ. ১৭৬৮ সালে
৯. রিচার্ড আকরাইট এবং এডমান্ড কাটবাইটের পাওয়ার লুম কত সালে আবিষ্কার করেন?
ক. ১৭৮৫ সালে
খ. ১৭৬০ সালে
গ. ১৭৬৪ সালে
ঘ. ১৭৬৮ সালে
১০. জেমস ওয়াট প্রথম ব্রাম্পচালিত ইঞ্জিন কত সালে আবিষ্কার করেন?
ক. ১৭৫৫ সালে
খ. ১৭৬০ সালে
গ. ১৭৬৯ সালে
ঘ. ১৭৬৮ সালে
১১. যন্ত্রচালিত রেল ইঞ্জিনের আবিষ্কারক কে ছিলেন?
ক. রবার্ট ফুলটন
খ. টেলফোর্ড
গ. স্টিফেনসন
ঘ. ম্যাকাডাম
১২. স্টিফেনসন কত সালে যন্ত্রচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
ক. ১৮২৫ সালে
খ. ১৮৬০ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৮৬৮ সালে
১৩. হানফ্রি ড্যান্ডি খনি থেকে খনিজ সম্পদ উত্তোলনের যন্ত্র কত সালে আবিষ্কার করেন?
ক. ১৮২৫ সালে
খ. ১৮১৫ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৮৬৮ সালে
১৪. বেঞ্জামিন হেন্সম্যান এবং হেনরিকট কত সালে ইস্পাত গলানোর পদ্ধতি উদ্ভাবন করেন?
ক. ১৮২৫ সালে
খ. ১৭১৫ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৭৮৪ সালে
১৫. মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. দ্বিতীয় আলেকজান্ডার
খ. নেপোলিয়ন বোনাপার্ট
গ. ষোড়শ লুই
ঘ. দ্বিতীয় নিকোলাস
১৬. শিল্প বিপ্লব শ্রমিকদের জীবনে সৃষ্টি করেছিল
i. দুর্দশা
ii. শোষণ
iii. আনন্দ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. শিল্প বিপ্লবের কারণ-
i. যান্ত্রিক আবিষ্কার
ii. কারখানায় উৎপাদন বৃদ্ধি
iii. অধিক শ্রমের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. শিল্প বিপ্লব ইংল্যান্ডে সম্ভব করেছিল—
i. পুঁজিবাদী অর্থনীতির বিকাশ
ii. ধনিক শ্রেণির উদ্ভব
iii. দাসত্বপ্রথার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে কোন শ্রেণির বিকাশ ঘটেছিল-
i. পুঁজিপতি শ্রেণির
ii. রাজনীতিবিদ বুর্জোয়াশ্রেণির
iii. সাহিত্যিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৫৭ খ্রিস্টাব্দে পরিণত হয়েছিল-
i. বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. গরিবদের সেবামূলক প্রতিষ্ঠানে
iii. যৌথমূলধনী কোম্পানিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. কোনো সমাজে উৎপাদনের ক্ষেত্রে কী পরিবর্তন দেখা গেলে শিল্পবিপ্লব ঘটছে বলা যাবে?
i. কুটির শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত পুঁজিবাদী শিল্পের বিকাশ
ii. উৎপাদনের জন্য নতুন যন্ত্রপাতির উদ্ভাবন
iii. কৃষি ব্যবস্থার অবলুপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. মধ্যযুগে ব্রিটেনে জমির উর্বরতা রক্ষার জন্য কৃষকেরা কী ব্যবস্থা অবলম্বন করত?
ক. পর্যায়ক্রমিক ব্যবস্থা
খ. আধুনিক চাষ পদ্ধতির প্রয়োগ
গ. প্রকৃতির ওপর নির্ভরশীলতা
ঘ. তিনক্ষেতী ব্যবস্থা
২৩. বাণিজ্যিক পুঁজিবাদের অবসানে কিসের সূত্রপাত হয়?
ক. বলশেভিক বিপ্লব
খ. সামন্তবাদ
গ. যন্ত্রযুগ
ঘ. শিল্পবিপ্লব
২৪. সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায়ে কৃষির উন্নয়ন ঘটে কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. স্পেনে
গ. জার্মানিতে
ঘ. রাশিয়ায়
• নিচের উদ্দীপকটি পড় এবং ২৫, ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
কাঁচপুরের অদূরে ভুলতা গ্রামটি বর্তমানে একটি সমৃদ্ধ গ্রাম। এটি বাংলাদেশের বস্ত্রশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। এ গ্রামের প্রতিটি বাড়ির প্রায় প্রতিটি ঘরে তাঁতযন্ত আছে। প্রতিটি বাড়িই বলতে গেলে ছোট একটি বন্ধ তৈরির কারখানা। অথচ বাংলাদেশের স্বাধীনতার পূর্বেও এ গ্রামের প্রতিটি পরিবার শুধুমাত্র কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। স্বাধীনতার পর থেকে অনেকটা নীরবে এ গ্রামে এরকম একটি বিপ্লব ঘটে যায়।
২৫. উদ্দীপকের ঘটনার সাথে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে ঘটে যাওয়া কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
ক. ম্যানর প্রথা
খ. সামন্ত প্রথা
গ. শিল্পবিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব
২৬. উদ্দীপকের মতো ইংল্যান্ডেও বস্ত্রশিল্পের মাধ্যমেই সূচনা ঘটে—
ক. যন্ত্রশিল্পের
খ. শিল্পবিপ্লবের
গ. বহির্বাণিজ্যের
ঘ. ভারি শিল্পের
২৭. ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত হওয়ার কারণ সম্পর্কে যা বলা যায় তা হলো-
i. ইংল্যান্ডের সমকালীন রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সামাজিক গতিশীলতা
iii. প্রাকৃতিক সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. তোমার মতে কোনটির আবিষ্কার না হলে শিল্প বিপ্লব বেশি অগ্রসর হতো না বলেই মনে হয়?
ক. বাষ্প শক্তি
খ. আণবিক শক্তি
গ. খনিজ তেল
ঘ. কয়লা
২৯. কোন ক্ষেত্রে ইংল্যান্ডের তুলনায় বেলজিয়ামের অগ্রগতি ছিল অধিক?
ক. বয়ন শিল্প
খ. রেলপথের সম্প্রসারণ
গ. ইস্পাত শিল্প
ঘ. আধুনিক কৃষিব্যবস্থা
৩০. শিল্প বিপ্লবের অন্যতম কুফল কোনটিকে বলা যায়?
i. শহরের জনসংখ্যা বৃদ্ধির ফলে গৃহ ও অন্যান্য সমস্যার উদ্ভব
ii. বেকার সমস্যার সৃষ্টি হয়
iii. দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শতকে আরম্ভ হয়?
ক. চতুৰ্দশ
খ. পঞ্চদশ
গ. সপ্তদশ
ঘ. অষ্টাদশ
৩২. ইংল্যান্ডে সর্বপ্রথম কোন শিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়?
ক. কুটির শিল্পে
খ. লৌহ শিল্পে
গ. বয়ন শিল্পে
ঘ. মৃৎ শিল্পে
৩৩. স্পিনিং জেনি কী ধরনের যন্ত্র?
ক. সুতা কাটার যন্ত্র
খ. কাপড় ছাপাবার যন্ত্র
গ. কাপড় ধোলাইয়ের যন্ত্র
ঘ. লোহা গলানোর যন্ত্র
৩৪. শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কোথায়?
ক. ফ্রান্সে
খ. ইতালিতে
গ. মার্কিন যুক্তরাষ্ট্রে
ঘ. ইংল্যান্ডে
৩৫. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
ক. স্টিফেন্সন
খ. জেমস ওয়াট
গ. হামফ্রে ডেভি
ঘ. জেমস ব্রিন্ডল
৩৬. শিল্প বিপ্লব শব্দটি কথাটি প্রথম কে ব্যবহার করেন?
ক. জেরোম অ্যাডলফ ব্লাংঙ্কি
খ. মহামতি ভলতেয়ার
গ. আরনল্ড টয়েনবি
ঘ. ভিক্টর হুগো
৩৭. শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
ক. কৃষি ও ম্যানর প্রথানির্ভর
খ. শিল্পনির্ভর
গ. যন্ত্রনির্ভর
ঘ. বাণিজ্যনির্ভর
৩৮. কোনটিকে আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার ভিত্তিপ্রস্তরস্বরূপ বলা হয়?
ক. ফরাসি বিপ্লবকে
খ. শিল্প বিপ্লবকে
গ. কৃষি বিপ্লবকে
ঘ. রুশ বিপ্লবকে
৩৯. ইংল্যান্ডের প্রথম নেভিগেশন অ্যাক্টের বিষয়বস্তু কী ছিল?
ক. পণ্য রপ্তানি
খ. পণ্যমূল্য নির্ধারণ
গ. পণ্য বাজারজাতকরণ
ঘ. পণ্য আমদানি
৪০. এরিক হবসবাম-এর মতে, ইংল্যান্ডে কত সালে শিল্প বিপ্লবের সূত্রপাত হয়।
ক. ১৭০৫ সালে
খ. ১৭৮০ সালে
গ. ১৭০৯ সালে
ঘ. ১৭০৮ সালে
৪১. কত সালে ইংল্যান্ডে স্টিম বোট আবিষ্কার হয়?
ক. ১৮০৫ সালে
খ. ১৮০৭ সালে
গ. ১৮০৯ সালে
ঘ. ১৮০৮ সালে
৪২. কে যন্ত্রচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
ক. জন কে
খ. ম্যাকডম স্টিফেনসন
গ. টেলকোড
ঘ. জর্জ স্টিফেন্সন
৪৩. ক্যালকুলেটর কে আবিষ্কার করেন?
ক. জন কে
খ. ম্যাকডম স্টিফেনসন
গ. চার্লস ব্যাবেজ
ঘ. জর্জ স্টিফেন্সন
৪৪. পনেরো শতকে ইউরোপীয়দের দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানমনস্কতার জন্ম হয় কিসের প্রভাবে?
ক. শিল্পকলার উন্নয়নের
খ. কৃষি বিপ্লবের
গ. শিল্প বিপ্লবের
ঘ. রেনেসাঁর
৪৫. ‘ব্রিটেন নব নব ধারণার মুক্ত প্রকাশ মঞ্চ হিসেবে চিহ্নিত হয়ে আছে’ —উক্তিটি কার?
ক. আইজাক নিউটনের
খ. রবার্ট বোয়েল
গ. নিউকোমেনের
ঘ. জেরোম অ্যাডলফ ব্লাংকির
৪৬. সামন্ত ও ভূমিদাসপ্রথা সর্বপ্রথম কোন দেশ থেকে বিলোপ হয়?
ক. জার্মানি
খ. ইতালি
গ. ব্রিটেন
ঘ. ফ্রান্স
৪৭. কত সালে জন কে (John Kay) প্রথম কলের মাকু আবিষ্কার করেন?
ক. ১৭৩৩ সালে
খ. ১৭৩০ সালে
গ. ১৭৩৯ সালে
ঘ. ১৭৩৮ সালে
৪৮. কত সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়?
ক. ১৭৬৫ সালে
খ. ১৭৮০ সালে
গ. ১৭০৯ সালে
ঘ. ১৭০৮ সালে
৪৯. ফ্রান্সে শিল্প বিপ্লব বিকাশের অন্যতম বাধা কী ছিল?
ক. সমাজতন্ত্র
খ. রাজতন্ত্র
গ. পুঁজিবাদ
ঘ. ধনিকতন্ত্র
৫০. শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদের উদ্ভব হলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়?
ক. ক্ষুদ্র উদ্যোক্তারা
খ. বৃহৎ উদ্যোক্তারা
গ. লগ্নিকারী প্রতিষ্ঠান
ঘ. বৃহৎ শিল্প প্রতিষ্ঠান
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post