ইতিহাস ২য় পত্র ৫ম অধ্যায় : প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলন প্রকৃত অর্থে ইউরোপের শান্তি আনতে পারেনি। জার্মানির ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়া ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোকে সামনে রেখে আরেকটি বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে তারা। ইতিহাস জয়ীর পক্ষে, পরাজিত শক্তির ক্ষেত্রে সবকিছু হয় নেতিবাচক এ কথাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে সর্বপ্রথম মহাসত্য।
বিশেষ করে প্রচলিত ইতিহাসে জার্মান নেতা হিটলার এবং তার মিত্র ইতালি ও জার্মানির ভূমিকাকে যেভাবে উপস্থাপন করা হয় সেখানে মূল ঘটনা অনেকটাই বাদ পড়ে যায়। পরস্পর আক্রমণ প্রতি আক্রমণের প্রচলিত রীতি বাদ দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিছক একটি ঐতিহাসিক ঘটনা। এক্ষেত্রে প্রচলিত ঐতিহাসিক কাহিনীগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে অক্ষশক্তি ও জার্মান নেতা হিটলারের পৈশাচিক রুদ্রমূর্তি নানা ঘটনার ঘনঘটায় বার বার উপস্থাপন করা হয়েছে। এসব ঘটনার প্রায় প্রতিটিই পরিস্থিতি বিচারে অর্ধসত্য এবং অনেক ক্ষেত্রে অসত্যও বটে।
তাই প্রচলিত ইতিহাসের এ বর্ণনাগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক আলোচনায় পুনঃপাঠ ও তার কার্যকারণ সম্পর্কভিত্তিক আলোচনা করা জরুরি। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে বিশ্বজুড়ে এমন কিছু ঘটনা ঘটে যা নতুন করে আরেকটি যুদ্ধে জড়াতে প্রণোদিত করে বিশ্বনেতাদের। বিশেষ করে জার্মানির জন্য অপমানজনক ভার্সাই চুক্তির পাশাপাশি প্যারিস শান্তি সম্মেলনের ব্যর্থতা আরেকটি যুদ্ধের পথ করে দেয়।
দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা যেতে পারে গ্রেট ডিপ্রেশন তথা মহামন্দাকেও। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও কারণ বোঝার ক্ষেত্রে দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীর ইউরোপের ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ।
ইতিহাস ২য় পত্র ৫ম অধ্যায়
১. রাজনৈতিক অস্থিতিশীলতায় জাফর আহম্মেদসহ দেশের সবাই রীতিমত অতিষ্ঠ হয়ে ওঠে। আরও অনেকের মতো জাফর সাহেব নিজেও চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত ছিলেন। তবে তিনি অলস সময় না কাটিয়ে বেকার যুবকদের নিয়ে নতুন আদর্শকে পুঁজি করে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু তার দলের রাজনৈতিক কর্মকাণ্ড সামরিক সরকার ও অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ক্ষমতার নিচে চাপা পড়ে যায়।
ক. উনিশ শতকের শেষদিকে ইতালিতে কী ধরনের অবস্থা বিরাজ করছিল?
খ. হিটলারের মানবিক বৈশিষ্ট্য বুঝিয়ে লেখ।
গ. জাফর সাহেবের রাজনৈতিক দলটিকে সুপ্রতিষ্ঠিত করতে কী ধরনের কৌশল অবলম্বন করা আবশ্যক ছিল? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জাফর সাহেবের রাজনৈতিক দলটির অগ্রযাত্রার অনুকূল পরিবেশ দেশে বিরাজমান ছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।
২. সরিষাবাড়ি গ্রামের ইউপি নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। মনির হোসেনের হৃদয়কাড়া ভাষণ শু সরিষাবাড়ির অধিবাসীদেরকে অন্যান্য গ্রামবাসীদের জন্য আদর্শ হিসেবে মন্তব্য করলে তার দলের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পায় এবং নির্বাচনে জয়লাভ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
ক. উনিশ শতকের শেষদিকে সৃষ্ট অরাজকতার হাত থেকে ইতালিকে কে উদ্ধার করেছিল?
খ. মপার বলতে কী বোঝ?
গ. মনির সাহেবের উত্থাপনের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব জার্মানির কোন দলের উত্থানের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর জনপ্রিয়তা অর্জনে মনির হোসেনের সম্মোহনী ভাষণের মতো এডলফ হিটলারের ভাষণ যথেষ্ট ছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।
৩. পারিবারিকভাবে সোলায়মান হোসেন রাজনৈতিক আদর্শে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন সংসদ সদস্য। বাবার রাজনৈতিক আদর্শ এবং সুনাম সোলায়মান হোসেনকে উদ্বুদ্ধ করেছে। রাজনীতিবিদ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে। কিন্তু এলাকার মানুষদের সাথে সম্পর্কগত দূরত্ব ও রাজনৈতিক প্রতিভার অভাব থাকায় তিনি অনেক চেষ্টার পরও জনগণের প্রত্যাশিত নেতা হতে পারলেন না।
ক. উনিশ শতকের শেষদিকে ইতালিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের নেতার নাম কী?
খ. নাৎসিবাদ বলতে কী বোঝ?
গ. সোলায়মান হোসেনের সঙ্গে জার্মানির নাৎসি দলের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদের পার্থক্য কী? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত বৈসাদৃশ্য সোলায়মান হোসেনের জন্য ক্ষমতা দখলের পথে অন্তরায়? তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. শরিফ সাহেব সাংসদ হওয়ার পর বছরের বেশিরভাগ সময় রাজধানীতেই অতিবাহিত করেন। আর নিজ এলাকায় যাওয়ার পূর্বে সেখানকার দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামত ও রাস্তার পাশের গাছগুলোতে রং করান। এমনকি রাস্তার দু পাশ দিয়ে ফুলের তোড়া হাতে নিয়ে লোকজনকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। এলাকার কেউ তার বিরোধিতা করলে তাকে চরম শাস্তি প্রদান করতে তিনি কুণ্ঠাবোধ করেন না। তিনি মনে করেন তার এসব আচরণের নেতিবাচক প্রভাব থাকলেও তা রাজনৈতিক চর্চার একটি অংশ।
ক. বেনিতো মুসোলিনী প্রবর্তিত মতবাদের নাম কী?
খ. নাৎসিদলের স্লোগানগুলো উল্লেখ কর।
গ. শরিফ সাহেবের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে জার্মানির হিটলারের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. শরিফ সাহেবের রাজনৈতিক চর্চা একটি অশুভ ধারার রাজনীতি— তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. শরিফ সাহেব সাংসদ হওয়ার পর বছরের বেশিরভাগ সময় রাজধানীতেই অতিবাহিত করেন। আর নিজ এলাকায় যাওয়ার পূর্বে সেখানকার দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামত ও রাস্তার পাশের গাছগুলোতে রং করান। এমনকি রাস্তার দু পাশ দিয়ে ফুলের তোড়া হাতে নিয়ে লোকজনকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। এলাকার কেউ তার বিরোধিতা করলে তাকে চরম শাস্তি প্রদান করতে তিনি কুণ্ঠাবোধ করেন না। তিনি মনে করেন তার এসব আচরণের নেতিবাচক প্রভাব থাকলেও তা রাজনৈতিক চর্চার একটি অংশ।
ক. বেনিতো মুসোলিনী প্রবর্তিত মতবাদের নাম কী?
খ. নাৎসিদলের স্লোগানগুলো উল্লেখ কর।
গ. শরিফ সাহেবের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে জার্মানির হিটলারের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. শরিফ সাহেবের রাজনৈতিক চর্চা একটি অশুভ ধারার রাজনীতি— তোমার মতামত বিশ্লেষণ কর।
৬. রাভেন্না পেপার মিলে দেলোয়ারের নেতৃত্বে শ্রমিক আন্দোলন বেশ শক্তিশালী হয়ে উঠে। এক পর্যায়ে উৎপাদন বন্ধ হয়ে গেলে একদিকে মালিকের লোকসান হয় এবং অন্যদিকে শ্রমিকদের বেতন বকেয়া হয়। এতে আন্দোলন আরও চাঙ্গা হয়। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীর নামক এক শ্রমিক বেশকিছু শ্রমিককে উৎপাদন শুরু করার গুরুত্ব বোঝাতে সক্ষম হয় এবং সংঘবদ্ধভাবে দেলোয়ারের লোকদের ওপর শক্তিপ্রয়োগ করে তাদেরকে কাজে ফিরতে বাধ্য করে।
ক. জার্মানি জাতির চরম দুর্দশা অবসানের জন্য কে রাজনৈতিক দল গঠন করে?
খ. ১৯২০ সালে হিটলার যে কর্মসূচি ঘোষণা করেছিল তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রাভেন্না পেপার মিলের অরাজকতা আমাদেরকে ইতালির কোন সময়কার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. শ্রমিক অসন্তোষ ছিল জাহাঙ্গীরের ‘নেতা হিসেবে উত্থানের উপযুক্ত সময়- তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. তুহিনের মামা শহিদ আহমেদ এক কানাডিয়ান লেখকের বই পড়ছিলেন বেশ আগ্রহ নিয়ে। লেখক বইটি রচনা করেছিলেন দীর্ঘ । ৯ বছর (১৯২০-১৯২৯ সাল) সময় ধরে। বইটির বিশেষত্ব হলো এর প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে খুব চমৎকারভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
ক. কত সালের মহামন্দা বিশ্বের বিভিন্ন দেশে দুরবস্থার সৃষ্টি করেছিল?
খ. হিটলার তাঁর ব্যক্তিগত গুণাবলির জন্যই নাৎসি দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন – উক্তিটি ব্যাখ্যা কর।
গ. তুহিনের মামা শহিদ আহমেদের আচরণে উদ্দীপকের লেখক কী ধরনের প্রভাব রাখতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত প্রভাব তোমার দেশের রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক? তোমার মতামত বিশ্লেষণ কর।
৮. যুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনীতি এবং ব্যাপক অর্থনৈতিক ও সামরিক শক্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ যখন সরকারি শাসন বিরোধী মনোভাব পোষণ করছে তখন সোরাব আলী নিজের দলের অবস্থান ভালো করতে ব্যস্ত হয়ে পড়লেন। সরকারের বিপক্ষে থেকে যদিও তার নিজের কাজের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব ছিল তথাপি তিনি চেষ্টার কোনো ত্রুটি করলেন না।
ক. প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ শোচনীয় পরাজয়বরণ করে?
খ. নাৎসি দলে জার্মানির জনগণ কেন যোগদান শুরু করেছিল?
গ. সোরাব আলীর দলের অগ্রযাত্রায় সহায়ক উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ কিছু পরিস্থিতি নির্ণয় কর।
ঘ. সোরাব আলীর জন্য উক্ত পরিস্থিতিগুলো হতে পারে সুবর্ণ সময় -উক্তির ক্ষেত্রে তোমার মতামত দাও।
৯. উদ্ভ্রান্ত চিন্তাচেতনা পোষণ করায় হামিদ আহমদকে পদচ্যুত করে সামরিক বিভাগ। তার পরিবারের কাছ থেকে শুনতে পাওয়া যায়— ইদানীং তিনি বাঙালিরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যুদ্ধই বাঙালিদের জীবনের ব্রত হওয়া বাঞ্ছনীয়, আন্তর্জাতিকতার বিরোধিতা প্রভৃতি ধ্যানধারণায় নিজেকে আবদ্ধ রেখেছেন।
ক. ১৯৩০ সালে ইটালি ও জার্মানিতে কারা ক্ষমতা দখল করেছিল?
খ. ১৯২৯ সালের মহামন্দা কীভাবে হিটলারের উত্থানে সাহায্য করেছিল?
গ. হামিদ আহমদের মাঝে কোনো মতাদর্শ পরিলক্ষিত হচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ. হামিদ আহমদকে পদচ্যুতিকরণ ছিল যুক্তিসংগত তোমার মতামত বিশ্লেষণ কর।
১০. মিঠা খালের আধিপত্য নিয়ে শতরূপা গ্রাম ও শ্যামনগর গ্রামের মাঝে সংঘর্ষ হলে সমস্যা সমাধানে এগিয়ে আসে প্রশাসন। দীর্ঘকাল মিঠা খালের সাথে শতরূপা গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন জড়িত। কিন্তু প্রশাসনের কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা শ্যামনগর গ্রামের কাছ থেকে ঘুষ গ্রহণ করে তাদেরকে মিঠা খালের ওপর আধিপত্য বিস্তারের বৈধতা স্বীকার করে নথিপত্র জমা দেয় অফিসে। এতে শতরূপা গ্রামবাসীর অর্থনৈতিক জীবনে নেমে আসে মারাত্মক বিপর্যয়।
ক. সমগ্র ইউরোপ কয়টি যুদ্ধ শিবিরে বিভক্ত হয়ে যায়?
খ. হিটলারকে জার্মান রাজনীতিবিদদের সাথে তুলনা করা হয় না কেন?
গ. মিঠা খাল হাতছাড়া হওয়াতে শতরূপা গ্রামবাসীর চিন্তাচেতনায় কী পরিবর্তন ঘটবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ঘটনা এক ব্যাপক সংঘর্ষের ইঙ্গিত বহন করে -তোমার মতামত বিশ্লেষণ কর।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ৫ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post