ইতিহাস ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় : জাতিসংঘ বিশ্বের স্বাধীন জাতিসমূহের সংগঠন। ১৯৪৫ সালে ৫১ টি রাষ্ট্র কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ একটি বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এর সদস্য রাষ্ট্রসমূহের অধিকার এবং বাধ্যবাধকতা এর সনদে অর্ন্তভূক্ত রয়েছে। জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন এবং এটি অধি-রাষ্ট্রীক বা কোনো বিশ্ব সরকার নয়।
জাতিসংঘ সনদের প্রধান দিকগুলো হলো: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ এবং এতদুদ্দেশ্যে শান্তিভঙ্গের হুমকি নিবারণ ও দুরীকরণের জন্য, এবং আক্রমণ অথবা অন্যান্য শান্তিভঙ্গকর কার্যকলাপ দমনের জন্য কার্যকর যৌথ কর্মপন্থা গ্রহণ, এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার ও আন্তর্জাতিক বিরোধ বা আইনের নীতির সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান; বিভিন্ন জাতির মধ্যে সমঅধিকার ও আত্মনিয়ন্ত্রণ নীতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রসার এবং বিশ্বশান্তি দৃঢ় করার জন্য অন্যান্য উপযুক্ত কর্মপন্থা গ্রহণ; অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা মানবিক বিষয়ে আন্তর্জাতিক সমস্যাসমূহের সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিকাশ সাধন এবং মানবিক অধিকার ও জাতিগোষ্ঠি, স্ত্রী-পুরুষ, ভাষা বা ধর্ম র্নির্বশেষে সকলের মৌল অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উৎসাহ দান। আর এই বিষয়গুলো নিয়ে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে জাতিসংঘ।
ইতিহাস ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায়
১. রাজু, রনি ও মনি তিনবন্ধু। এলাকায় তাদের যথেষ্ট প্রভাব। যেকোনো বিরোধের উদ্ভব হলে সমাধানের জন্য তাদের ডাক পড়ে। এলাকায় বিরোধ ও রক্তপাত বন্ধ করার জন্য তারা একটি সংগঠন তৈরির উদ্যোগ নেন। তাদের এ মহতী উদ্যোগ দীর্ঘ প্রক্রিয়ায় সমাপ্ত হয়। সৃষ্টি হয় বিশাল স্বেচ্ছাসেবী সংস্থা। দেশের গণ্ডি পেরিয়ে আজ তা বিশ্বসংগঠনে পরিণত হয়েছে।
ক. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত?
খ. উগ্রজাতীয়তাবাদ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তিন বন্ধুর কর্মকাণ্ডে কোন সংস্থাটির উদ্ভব হয়েছে? উক্ত সংস্থাটি গঠনের পটভূমি উল্লেখ কর।
ঘ. বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির সফলতা ব্যর্থতা উল্লেখ কর।
২. বাংলাদেশ ১৯৪৭ সালে ওআইসির সদস্যপদ লাভ করে। প্রথম থেকেই ওআইসির সদস্য হিসেবে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে বাংলাদেশও ওআইসি। ও তার সদস্য দেশগুলোর কাছ থেকে বিভিন্ন সহযেগিতা পাচ্ছে। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হলো ওআইসি। এর সদস্য সংখ্যা ৫৭। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। এর প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যকার ঐক্য ও সংহতি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সারা পৃথিবীর মুসলমানদের কল্যাণে কাজ করা।
ক. IMF এর পূর্ণরূপ কী?
খ. ভেটো ক্ষমতা কী?
গ. উদ্দীপকের উল্লিখিত সংস্থা ছাড়াও বাংলাদেশ ১৯৪৭ সালে আর কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্থাটি বিশ্বশান্তি রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে? বিশ্লেষণ কর।
৩. ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করা, মানবাধিকার রক্ষা, প্রত্যেক রাষ্ট্র অপর রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা রক্ষার আন্তরিক হওয়া ইত্যাদি উদ্দেশ্য নিয়ে একটি বিশ্বসংস্থা গঠিত হয়।
ক. ফ্যাসিবাদের জনক কে?
খ. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লিখ।
গ. উদ্দীপকে সংস্থা তোমার পাঠ্যবইয়ের সংস্থার সাথে মিল করে ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বশান্তি রক্ষায় সংস্থাটির সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা কর।
৪. জেলার প্রভাবশালী দু নেতা আখতারুজ্জামান ও জহিরউদ্দিন ভিন্ন দলের মতাদর্শে থাকলেও এলাকার মানুষের শান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে জেলার আরও কিছু ভিন্ন মতাদর্শী দলের নেতা উপস্থিত হয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন- রাজনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও নিরাপত্তা বিষয় বিঘ্নিত করবে না। বৈঠক পরবর্তী সময়ে উক্ত জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের অংশগ্রহণে ‘ডিআইবি’ নামক একটি স্বেচ্ছাসেবী সমিতি গঠন করা হয়।
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন সংগঠনটির অকাল মৃত্যু ঘটে?
খ. জাতিসংঘের প্রস্তাবনার বক্তব্য বুঝিয়ে লেখ।
গ. আখতারুজ্জামান ও জহিরউদ্দিনের শান্তিমুখী পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কোন দুই বিশ্বনেতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় উদ্দীপকের ‘ডিআইবি’ নামক সমিতির প্রতিষ্ঠা এক ঐতিহাসিক পদক্ষেপ- তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. শুভনগর ইউনিয়নে সাতটি গ্রামের মানুষ বিভিন্ন সমস্যায় মানবেতর জীবনযাপন করছে বহুদিন ধরে। এক গ্রামের মানুষ অন্য আর এক গ্রামের ওপর বলপূর্বক যে আধিপত্য বিস্তার করছে তা এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় গ্রামের হালিম মেম্বার এরূপ অরাজকতার অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি আনতে খুবই তৎপর কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না।
ক. উইনস্টন চার্চিল ও রুজভেল্ট কোন রণতরীতে গোপন বৈঠক করেছিল?
খ. আটলান্টিক সনদে ঘোষিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর যুদ্ধের লক্ষ্য বুঝিয়ে লেখ।
গ. হালিম মেম্বারের তৎপরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আটলান্টা সনদের লক্ষ্য কীভাবে সমাধান এনে দিতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত সমাধান পন্থা শুভনগর ইউনিয়নের সাতটি গ্রামের মাঝে ঐক্যকে সুদৃঢ় করতে সহায়ক? তোমার মতামত বিশ্লেষণ কর।
৬. উসমান সাহেব একজন বিশিষ্ট নাগরিক। দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার সমাধান খুঁজতে তিনি বিখ্যাত তিনটি সম্মেলন নিয়ে গবেষণা শুরু করেছেন। এ সম্মেলন তিনটির প্রথমটি আটলান্টিক সম্মেলন, দ্বিতীয়টি ইয়ান্টা সম্মেলন এবং তৃতীয়টি পটাসডাম সম্মেলন।
ক. কত সালে চার্চিল ও রুজভেল্টের মধ্যে গোপন বৈঠক সংঘটিত হয়?
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের নেতারা কেন ইয়াল্টায় সমবেত হন?
গ. উসমান সাহেবের গবেষণা কীভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করবে? ব্যাখ্যা কর।
ঘ. উসমান সাহেবের গবেষণার মাঝে নিহিত আছে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য- তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. শালিখা উপজেলার নূর-উল চেয়ারম্যান নিজ এলাকার সকল ধর্মের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বেশকিছু কর্মকাণ্ড পরিচালনা করছেন। বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। সৎ মানুষ হিসেবে সুখ্যাতি থাকায় পার্শ্ববর্তী বুনাগাতি ইউনিয়নের বিভিন্ন বিবাদ মেটানোর জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও তার কাছে ছুটে আসে মীমাংসার আশায়।
ক. চার্চিল ও রুজভেল্টের মধ্যে সংঘটিত বৈঠক কী নামে পরিচিত?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. নূর-উল চেয়ারম্যান বুনাগাতি ইউনিয়নে যে কর্মকাণ্ড পরিচালনা করেন তা জাতিসংঘের কোন ধরনের কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিশেষ সহায়ক? তোমার মতামত বিশ্লেষণ কর।
৮. ‘ক’ ও ‘খ’ রাষ্ট্র দুটির সীমান্তবর্তী নদীর মোহনায় নতুন একটি দ্বীপ জেগে উঠলে উভয় দেশই এর মালিকানা দাবি করে। দ্বীপটির মালিকানার দ্বন্দ্বে দেশ দুটির মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হয়। তখন ‘ক’ দেশটি জাতিসংঘের মাধ্যমে এর সমাধান চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
ক. জাতিসংঘ ‘ঘোষণাপত্র’ কত সালে স্বাক্ষরিত হয়?
খ. প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বিরাট ফাটলের কারণ ব্যাখ্যা কর।
গ. ‘ক’ দেশটি জাতিসংঘের কোন সংস্থার নিকট সমস্যাটি উপস্থাপন করবে? বর্ণনা কর।
ঘ. ‘জাতিসংঘের উক্ত সংস্থাটির কাজ হলো আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা’ -তোমার মতামত বিশ্লেষণ কর।
৯. আতাহার হোসেন নিজ পরিবারে স্ত্রী ও কন্যাদ্বয়ের প্রাপ্ত অধিকার সংরক্ষণ করে চলেন সর্বদা। তিনি সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের ব্যাপারে বিশেষ খেয়াল রাখেন। আর তাই বাড়িতে নলকূপ স্থাপন করেছেন বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য। তার পরিবারে যে পারিবারিক লাইব্রেরিটি রয়েছে তা অনেক অতিথিকেই অবাক করে দেয়। তাছাড়া সন্তানদের উপযুক্ত বয়সে প্রয়োজনীয় টিকা প্রদান তার সচেতনতার পরিচয় বহন করে।
ক. কোন দেশগুলো সর্বপ্রথম ‘জাতিসংঘ ঘোষণাপত্রে’ স্বাক্ষর করে?
খ. ‘পটাসডাম সম্মেলনে বাহ্যিক মতৈক্যের আড়ালে লুকিয়েছিল ব্রিটেন মার্কিন জোট বনাম রাশিয়ার গভীর মতানৈক্য’ ফ্লেমিং-এর এ উক্তিটি ব্যাখ্যা কর।
গ. আতাহার হোসেনের কার্যকলাপ জাতিসংঘের কোন কাজগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি তার কার্যাবলির মাঝে পরিতৃপ্তির আভাস পাও? তোমার মতামত বিশ্লেষণ কর।
১০. বহুদিন ধরে গোরিপুর ও দোহার ইউনিয়নের মধ্যে বিরোধ লেগেই আছে। বিরোধ নিরসনে দু চেয়ারম্যান শান্তিচুক্তি করলেও তাতে অবস্থার তেমন উন্নতি হয় নি। সবশেষে তারা এ সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা পরিষদের দ্বারস্থ হন। জেলা পরিষদ তাদের এ বিরোধের একটা সুন্দর মীমাংসা দান করেন।
ক. জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
খ. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কেন?
গ. উদ্দীপকের জেলা পরিষদের ভূমিকার সাথে জাতিসংঘের কোন শাখার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে নিরাপত্তা প্রতিষ্ঠায় উক্ত শাখার ভূমিকা মূল্যায়ন কর।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post