ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায় : আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় স্নায়ুযুদ্ধ বা ঠাণ্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে এর শুরু হয়েছিল এবং এর শেষ হয় সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে সে সময়কার আন্তর্জাতিক নেতৃবৃন্দ এবং নেতৃস্থানীয় সামরিক ব্যক্তিরা প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। তখন সরাসরি কোনো যুদ্ধ হয়নি তবে এক রকম যুদ্ধের মহড়া চলতে থাকে।
রাষ্ট্র বিজ্ঞানের পরিভাষায় একে স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয়। রণাঙ্গনে কোন যুদ্ধ না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ আরেকটি যুদ্ধ ঘটার আশঙ্কায় তটস্থ ছিল পুরো বিশ্বের মানুষ। এক অর্থে তখনকার তৎকালীন বিশ্ব দুটি পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় দুভাগ হয়ে গিয়েছিল । এ বিভাজনের মূলমন্ত্র হিসেবে মনে করা যেতে পারে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের দ্বন্দ্ব। পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গুলোর নেতৃত্ব দিত সোভিয়েত ইউনিয়ন।
তাদের অনুসরণকারী দেশগুলোর মধ্যে এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছিল। সোভিয়েত ইউনিয়ন তখন বিশ্বের নানা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ শুরু করে। এই একই পথে মার্কিন যুক্তরাষ্ট্রও পা বাড়ালে ভয়াবহ এক যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যায় বিশ্ব।ও সমাজতান্তিক বিশ্বের দ্বন্দ্ব
ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায়
১. তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে হানিফ সাহেব অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইলেও রবিউল হাসান শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুটি দলে বিভক্ত হয়ে। পড়েন এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে একে অপরের বদলির জন্য জোর প্রচেষ্টা শুরু করেন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে যখন তাদের অনুগত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা একে অপরকে অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
ক. কোন দুটি শিবিরের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি করে?
খ. Coldwar বা স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝায়?
গ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে সৃষ্ট উত্তেজনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কোন দুটি বৃহৎ রাষ্ট্রের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. হানিফ সাহেব ও রবিউল হাসানের মাঝে যুদ্ধ না হলেও যুদ্ধের কৌশল পরিলক্ষিত– তোমার মতামত বিশ্লেষণ কর।
২. লোপা ও নিপা দু বোন বাবা-মা মারা যাওয়ার পর জমিসংক্রান্ত বিষয়সহ বেশকিছু ব্যাপারে পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। লোপা ধর্মীয় কর্মকাণ্ড বেশি করে পালন করত ও আশেপাশের মানুষের সাথে তেমন মেলামেশা করত না। অন্যদিকে নিপা ছিল মিশুক ও আধুনিক মনোভাবসম্পন্ন এক নারী। তাই আচরণগত দিক দিয়েও দুই বোন ছিল দুই মেরুবাসী।
ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের যবনিকাপাত কখন ঘটে?
খ. স্নায়ুযুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।
গ. লোপা ও নিপার প্রত্যাশা কীভাবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের নিকটবর্তী হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর লোপা ও নিপার মাঝে আদর্শগত ভিন্নতা রয়েছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
৩. কবির সাহেবের কৃষি খামারটির নিজস্ব শ্রমিকদল এবং নিরাপত্তা বাহিনী আছে। তিনি তার বাহিনীর সাহায্যে পার্শ্ববর্তী অন্যান্য খামারের দখল নেওয়ার চেষ্টা করলে আনোয়ার ও সাইদুরের নেতৃত্বে ভিন্ন মতাবলম্বী দুইপক্ষ একত্রিত হয়ে কবিরের খামার আক্রমণ করে দখল করে। নেয়। সাইদুর ও আনোয়ার সাহেব কবিরের খামারের মাঝে একটি দীর্ঘ দেয়াল তুলে দিয়ে দুপাশে দুজন ভোগদখল করা শুরু করেন। দীর্ঘদিন পর এ দেয়াল অপসারিত হয় এবং কবিরের খামারটি একত্রিত হয়।
ক. ন্যাটো ও ওয়ারশ প্যাক্ট-এর মধ্যকার উত্তেজনাকর অবস্থাকে সোভিয়েত ইউনিয়ন কী নামে অভিহিত করেছে?
খ. স্নায়ুযুদ্ধের আদর্শগত কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী কোন ঘটনার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর কবির সাহেবের আগ্রাসী ভূমিকাই তার খামারটি বিভক্তির মূল কারণ? তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. হাকিমপুর ইউনিয়নের আব্দুর রশীদ ও নারদা ইউনিয়নের জহিরুল ইসলাম পরস্পরকে অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে একই সাথে কাজ করবে এ শর্তে একটি চুক্তি সম্পাদন করে গতবছর। কিন্তু এ বছরের শুরুতেই হাকিমপুর ইউনিয়নের কিছু বখাটে ছেলে নারদা ইউনিয়নের কয়েকটি দোকানে হামলা চালায় ও কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে কোনো মীমাংসা না হতেই ঐ ইউনিয়নের বেশকিছু লোক নারদা গ্রামে কুৎসা রটনা করে সামাজিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করে। এতে উক্ত নেতাদ্বয়ের পরস্পরের প্রতি সন্দেহ এক পর্যায়ে ক্ষোভে পরিণত হয়।
ক. ন্যাটো ও ওয়ারশ প্যাক্ট-এর মধ্যকার উত্তেজনাকর অবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কি নামে অভিহিত করে?
খ. মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কঠোর নীতি গ্রহণ করে’।— কথাটি বুঝিয়ে লেখ।
গ. আব্দুর রশিদ ও জহিরুল ইসলামের শান্তিপূর্ণ সহাবস্থান কীভাবে বিঘ্নিত হলো? উদ্দীপকের বর্ণনার আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর হাকিমপুর ইউনিয়ন ও নারদা ইউনিয়নের লোকেরা আদর্শগত প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ ছিল? তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. লতিফউদ্দিন এলাকার মানুষের সমস্যা সমবায় ভিত্তিতে সমাধান ও তাদেরকে একই আদর্শ নিয়মনীতির প্রতি ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান বিত্তশালী লোকমান হাসান। তিনি প্রত্যেক পরিবারকে স্বাধীনভাবে জীবনযাপনের তাগিদ দেন ও তাদেরকে অর্থনৈতিক মুক্তির ব্যাপারে সাহায্যের আশ্বাস দেন এবং একটি সমিতি গঠন করেন। এসব পরিবারের স্বাধীন জীবনযাপন নিশ্চিত করতে লতিফ সাহেবের সমিতির পাল্টা ব্যবস্থা হিসেবে একটি প্রতিরোধ কমিটি গঠন করেন লোকমান সাহেব।
ক. ইংরেজি ঐতিহাসিক টয়েনবি বর্তমান আন্তর্জাতিক রাজনীতিকে কী নামে অভিহিত করেন?
খ. স্নায়ুযুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
গ. লোকমান হাসান কীভাবে লতিফউদ্দিনের সমিতিকে অবরোধ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. লোকমান হাসানের উদ্যোগের মাঝে লতিফউদ্দিনের আদর্শকে প্রতিরোধ করার নীতি নিহিত ছিল- তোমার মতামত বিশ্লেষণ কর।
৬. করিমগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়নের প্রভাবশালী ৪টি ও ৬টি ইউনিয়ন মিলে আলাদাভাবে দুটি জোট গঠন করে। এ দুটি জোট পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংঘর্ষের মুখোমুখি হয়। এমতাবস্থায় বাদবাকি ১২টি ইউনিয়ন, যারা অপেক্ষাকৃত দুর্বল, তারা এ দুটি পক্ষের কোনটিতেই না যাওয়ার শর্তে একটি নতুন জোট গঠন করে। নতুন জোট স্বাধীনভাবে কাজ করার দৃঢ় সংকল্প করে।
ক. প্রকৃত অর্থে দাঁতাত-এর পর্যায় শুরু হয় কবে?
খ. স্নায়ুযুদ্ধের পর্যায়গুলো ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ১২টি ইউনিয়নের নতুন জোট স্নায়ুযুদ্ধকালীন কোন জোটটির কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর নতুন এ জোটটি কার্যকর ভূমিকা পালন করতে সচেষ্ট হবে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. পূর্বে নোহালি গ্রাম ও চড়ুইভাতি গ্রামের লোকদের মাঝে সংঘর্ষ, হানাহানি লেগেই থাকত। তৌকিরের মতো নোহালি গ্রামের অনেকেই শিল্পের উন্নয়নে বেশি সময় দেওয়ায় এবং চড়ুইভাতি গ্রামের চেয়ারম্যান শিরিন আক্তার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বেশ কিছু চুক্তি মেনে চললে দু গ্রামের মাঝে উত্তেজনা প্রশমিত হয়। সংঘর্ষের পরিবর্তে অর্থনৈতিক উন্নয়নমূলক প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে ওঠে দু গ্রামবাসী।
ক. স্নায়ুযুদ্ধের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. ন্যাটো বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের তৌকির ও শিরিন আক্তার কীভাবে দু গ্রামের মাঝে সাংঘর্ষিক মনোভাব প্রশমন করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর নোহালি ও চড়ুইভাতি গ্রামের সাংঘর্ষিক পরিবেশ দূরীকরণ একটি চাঞ্চল্যকর ঘটনা তোমার মতামত বিশ্লেষণ কর।
৮. আব্দুল কুদ্দুস নিজ জমিতে হায়দার আলীর সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী তুলা চাষ শুরু করেন। এতে সামসুল হক অত্যন্ত রাগান্বিত হন এবং কুদ্দস কৃষককে শাস্তি দিতে লোক পাঠান। কারণ হায়দার আলীর সাথে কারও মিত্রতা হোক এটা তিনি মেনে নিতে পারেন না। খবরটি শুনে হায়দার আলীও আব্দুল কুদ্দুসকে রক্ষা করতে লোক পাঠান। অবশেষে হায়দার আলী ও সামসুল হক উভয়ে বন্ধুত্ব স্থাপনের জন্য উদ্যোগী হলে পরিস্থিতি স্থিতিশীল হয়।
ক. সোভিয়েত ইউনিয়ন শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি কত সালে ঘোষণা করে?
খ. ট্রুম্যানের নীতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের আব্দুল কুদ্দুসের সঙ্কটময় অবস্থা কীভাবে দূর হলো? ব্যাখ্যা কর।
ঘ. হায়দার আলী ও সামসুল হকের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান কেবল তাদের দুইজনকে নয় বরং সম্পূর্ণ গ্রামবাসীর শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব করেছে- তোমার মতামত বিশ্লেষণ কর।
৯. যমুনা নদীর তীরবর্তী সালেমপুর ও মকসুদপুর চিরপ্রতিদ্বন্দ্বী দুটি গ্রাম। সালেমপুর গ্রামের নেতৃবৃন্দ চরের জমিকে ব্যক্তিমালিকানায় রাখতে চান অথচ মকসুদপুরের নেতারা চান সমবায় খামারের মাধ্যমে চর শাসন করতে। এরূপ বিরোধের প্রেক্ষাপটে, সালেমপুরের অধিবাসীরা পার্শ্ববর্তী সমমনা কয়েকটি গ্রামকে নিয়ে একটি লাঠিয়াল বাহিনী গঠন করে। পাল্টা ব্যবস্থা হিসেবে মকসুদপুর গ্রামবাসীও অনুরূপ বাহিনী গঠনের চেষ্টা চালায়।
ক. সোভিয়েত নেতা ক্রুশ্চেভ কত সালে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন?
খ. মার্শাল পরিকল্পনা ব্যাখ্যা কর।
গ. সালেমপুর গ্রামবাসীর গঠিত লাঠিয়াল বাহিনীর সাথে স্নায়ুযুদ্ধকালীন কোন সামরিক জোট গঠনের মিল দেখা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর পাল্টাপাল্টি লাঠিয়াল বাহিনী গঠনের ফলে এলাকায় ক্ষমতার ভারসাম্য ফিরে আসবে? মতামত দাও।
১০. বিভিন্ন বিষয় নিয়ে সোফিয়া ও তানজিনার মাঝে প্রায় মারামারি ভাব বিরাজ করত সর্বদা। এটি দেখে হোস্টেলের গাইড। ম্যাডাম লাইজু আক্তার দুজনকে দুটি পৃথক রুমে সিট পরিবর্তন করেন। এতে তাদের মাঝে বিরোধের অবসান হলেও সোফিয়া বান্ধবীদের মাধ্যমে তানজিনার গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করত। আর তানজিনা নতুন রুমের মেয়েদের কাছ থেকে ইন্টারনেটে আউট সোর্সিং-এর কাজ শিখে বেশ ভালোই আয় করতে শুরু করে। এতে প্রশান্তির ক্ষেত্রে দুজনেই বেশ ভালো থাকে।
ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোন ক্ষেত্রে সংগ্রাম পরিস্ফুট হয়?
খ. স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের উল্লেখযোগ্য ঘটনা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সোফিয়া ও তানজিনার রুম পরিবর্তনের পর তাদের মাঝে কী প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর দ্বন্দ্ব-সংঘাত সোফিয়াকে একটু বেশি ভাবিয়েছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post