ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায় mcq : Coldwar বা স্নায়ুযুদ্ধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা দুটি বিরোধী মতাদর্শগত দ্বন্দ্ব থেকে উদ্ভূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি পরস্পর বিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই ঠাণ্ডা স্নায়ুযুদ্ধ বা Coldwar বলে অভিহিত করা হয়। মূলত ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ সাধারণত এ ধরনের সম্পর্ককে স্নায়ুযুদ্ধ বলে।
কাজেই ঠাণ্ডা লড়াই ছিল দু জোটের মধ্যে এমন একটি যুদ্ধংদেহী সম্পর্ক, যে সম্পর্ক যুদ্ধ সৃষ্টি করেনি, কিন্তু যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে পেরেছিল। অনেকে ঠাণ্ডা লড়াই বলতে পরাশক্তিগুলোর মাঝে পরস্পরবিরোধী রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে নির্দেশ করেছে। স্নায়ুযুদ্ধ হলো এমনই এক অবস্থা যা সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক রাষ্ট্রজোট গঠনের দুটি শিবিরে প্রতিদ্বন্দ্বী পরিবেশ বিরাজ করে।
ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. Cold War শব্দের বাংলা কী?
ক. গৃহযুদ্ধ
খ. হিম লড়াই
গ. ঠান্ডা আবহাওয়া
ঘ. স্নায়ুযুদ্ধ
২. স্নায়ুযুদ্ধের কারণ ছিল-
i. সমাজতন্ত্র প্রসারের ভীতি
ii. ইরান সমস্যা
iii. কমিউনিস্ট ভীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
শফিক ও সাদ্দাম দুই ভাই। তারা দুজনেই শারীরিক ও আর্থিকভাবে শক্তিশালী। মাঝে মাঝে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। কোনো এক সময় তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় কিন্তু যুদ্ধের পর্যায়ে পৌঁছে না। তাদের দুই ভাইয়ের দুপক্ষে অন্যান্য ভাইয়েরা যোগ দিয়ে এ দ্বন্দ্বের মাত্রা বৃদ্ধি করে। কখনো কখনো এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগও আনে।
৩. উদ্দীপকে শফিক ও সাদ্দামের মতো তোমার পাঠ্যবইয়ে কোন দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছে?
ক. আমেরিকা ও ফ্রান্স
খ. সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা
গ. সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স
ঘ. আমেরিকা ও যুক্তরাজ্য
৪. উক্ত রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব অবসানের কারণ-
i. মানসিক পরিবর্তন
ii. আঞ্চলিকতাবাদ
iii. অস্ত্র নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. পুঁজিবাদ বলতে বোঝায়-
ক. সম্পদের ব্যক্তিগত মালিকানা
খ. সামাজিক মালিকানা
গ. সরকারি মালিকানা
ঘ. কোনোটি নয়
৬. পুঁজিবাদ পুঞ্জীভূত হয়-
ক. শোষণের মাধ্যমে
খ. অতিরিক্ত কৃচ্ছতায়
গ. দানের মাধ্যমে
ঘ. অতিরিক্ত বিনিয়োগে
৭. পুঁজিবাদী ব্যবস্থায় প্রধান দর্শন-
ক. অধিক মুনাফা
খ. অধিক দান
গ. অধিক সঞ্চয়
ঘ. জনকল্যাণ
৮. সমাজতন্ত্র বলতে বোঝায়-
ক সম্পদের সামাজিক মালিকানা
খ. সম্পদের ব্যক্তি মালিকানা
গ. সম্পদে ঈশ্বরের মালিকানা
ঘ. কোনোটাই নিয়
৯. সমাজতন্ত্রের জনক কে?
ক. কার্ল মার্কস
খ. রিকার্ডো
গ. এডাম স্মিথ
ঘ. কেইনস
১০. পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়-
ক. রাশিয়ায়
খ. ইংল্যান্ডে
গ. আমেরিকায়
ঘ. সৌদি আরব
১১. স্নায়ুযুদ্ধ বলতে বোঝায়-
ক. ধর্মীয় যুদ্ধ
খ. সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে আদর্শগত লড়াই
গ. রাশিয়া ও তুরস্কের মধ্যে দ্বন্দ্ব
ঘ. রাশিয়া ও জার্মানির মধ্যে দ্বন্দ্ব
১২. স্নায়ুযুদ্ধ হলো-
ক. যুদ্ধ নয় যুদ্ধের মতো অবস্থা
খ. যুদ্ধ নয়
গ. যুদ্ধ
ঘ. কোনোটি নয়
১৩. স্নায়ুযুদ্ধের সময় আন্তর্জাতিক সংকট হিসেবে দেখা দিয়েছিল-
ক. রুশ-জার্মান যুদ্ধ
খ. কোরিয়া যুদ্ধ
গ. রুশ-আমেরিকান যুদ্ধ
ঘ. রুশ-ইা যুদ্ধ
১৪. স্নায়ুযুদ্ধের জনক ছিলেন-
ক. স্ট্যালিন
খ. চার্চিল
গ. রুজভেল্ট
ঘ. লেনিন
১৫. স্নায়ুযুদ্ধকালীন জার্মান সংকট দেখা দিয়েছিল-
ক. বার্লিন প্রাচীরকে কেন্দ্র করে
খ. জার্মানির ক্ষতিপূরণ নিয়ে
গ. আমেরিকার আগ্রাসন নিয়ে
ঘ. জার্মানিতে গণভোট নিয়ে
১৬. ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়েছিল-
ক. স্নায়ুযুদ্ধকালীন সময়
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে
গ. প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে
ঘ. কোনোটিই নয়
১৭. ন্যাটো গঠিত হয়েছিল-
i. পুঁজিবাদী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে
ii. রাশিয়াকে আক্রমণের জন্য
iii. বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. স্নায়ুযুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ছিল-
i. আমেরিকা
ii. ইংল্যান্ড
iii. অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. কিউবা সংকট সৃষ্টি করেছিল-
i. পারমাণবিক যুদ্ধ
ii. স্নায়ুযুদ্ধ
iii. নৌযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. সহাবস্থানের সমার্থক শব্দ-
i. দাঁতাত
ii. শান্তি
iii. অশান্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. স্নায়ুযুদ্ধের অবসান হয়েছিল-
i. স্ট্যালিনের সময়
ii. ক্রুশ্চেভের সময়
iii. গর্বাচেভের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iii
ঘ. i, ii ও iii
২২. স্নায়ুযুদ্ধকে কেউ কেউ কী বলে আখ্যায়িত করেন?
ক. অ-সামরিক বিরোধ
খ. পারমাণবিক যুদ্ধ
গ. মতাদর্শগত বিরোধ
ঘ. ক ও খ উভয়ই
২৩. বার্নার্ড বারুচের ভাষণ লেখক কে ছিলেন?
ক. ফাংকেল
খ. সোপ
গ. ওয়াল্টার লিপম্যান
ঘ. চার্চিল
২৪. তোমার মতে মানুষকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়?
i. এক প্রকার কৃত্রিম যুদ্ধ চাপ
ii. যুদ্ধহীন যুদ্ধ
iii. সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক বিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. ‘পুঁজিবাদের প্রতি বিরোধিতা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধকে প্রসারিত করা হয়েছে।’ -এটি কার অভিমত?
ক. বাবুচের ভাষণ লেখক সোপ
খ. স্টানটান গ্রিফি
গ. কূটনীতিক বোলেন
ঘ. ওয়াল্টার লিপম্যান
২৬. কোন সময়কে স্নায়ুযুদ্ধকালীন কাল হিসেবে উল্লেখ করা যায়?
ক. প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কে
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিংশ শতাব্দীর ছয়ের দশক পর্যন্ত
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত
ঘ. অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত
২৭. স্নায়ুযুদ্ধ উদ্ভবের জন্য কাকে দায়ী করা যায়?
ক. সোভিয়েত ইউনিয়ন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. ব্রিটেন ও ফ্রান্স
ঘ. এককভাবে কাউকে দায়ী করা যায় না
২৮. স্নায়ুযুদ্ধ অবসানে কার ভূমিকা অধিকতর ইতিবাচক ছিল বলে তুমি মনে কর?
ক. মার্কিন প্রেসিডেন্ট কেনেডি
খ. সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভ
গ. ব্রিটিশ প্রধানমন্ত্রী খ্যাচার
ঘ. কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো
• নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ থেকে ৩১নং প্রশ্নের উত্তর দাও :
বিষখালী নদীতে জেগে ওঠা একটি চরের মালিকানা দাবি নিয়ে বিষখালী নদীর দু তীরের বামনা এবং বেতাগী উপজেলার বাসিন্দাদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। উভয় উপজেলাই চরের মালিকানা দাবি করে সভাসমাবেশ করতে থাকে এবং বক্তৃতা বিবৃতি দিতে থাকে। দুই উপজেলার বাসিন্দাদের মাঝে একটি যুদ্ধংদেহী অবস্থার সৃষ্টি হলেও কোনোরকম সংঘর্ষের ঘটনা ঘটে না। পরবর্তীতে জেগে ওঠা চরটিকে সরকারি খাস সম্পত্তিতে পরিণত করা হলে উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে।
২৯. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কোন অবস্থার সাদৃশ্য আছে?
ক. দুই কোরিয়ার যুদ্ধ
খ. সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই
গ. পাকিস্তান-ভারত যুদ্ধ, ১৯৬৫
ঘ. ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দ্বন্দ্ব
৩০. যেসব কারণ সোভিয়েত-মার্কিন সম্পর্কে ফাটল সৃষ্টি করে সেগুলোর মধ্যে অন্যতম হলো-
i. ১৯৪৫-৪৭ সালে সংঘটিত তুরস্কের ঘটনাবলি
ii. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পারমাণবিক বোমার বিস্ফোরণ
iii. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরান থেকে সেনা প্রত্যাহার নিয়ে মিত্রশক্তির মধ্যে বিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. উদ্দীপকে উল্লিখিত উত্তেজনাকর পরিস্থিতি অবসানের সাথে বিংশ শতাব্দীর বিশ্বের কোন অবস্থার সাথে তুলনা করা যায়?
ক. স্নায়ুযুদ্ধের অবসান
খ. প্রথম বিশ্বযুদ্ধের অবসান
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান
ঘ. নিরস্ত্রীকরণ চুক্তি সম্পাদন
৩২. ‘স্নায়ুযুদ্ধ’ শব্দটির সর্বপ্রথম প্রয়োগকারী কে?
ক. অধ্যাপক ফ্রাংকেল
খ. ফুলটন
গ. অধ্যাপক ফ্রিডম্যান
ঘ. বার্নল্ড বারুচ
৩৩. কত সালে স্নায়ুযুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়?
ক. ১৯৪০
খ. ১৯৪২
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৬
৩৪. মিসর স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পরিণত হওয়ার কারণ কী?
ক. মিসর-ইসরাইল যুদ্ধ
খ. সুয়েজ সংকট
গ. মিষর ব্রিটেন বিরোধ
ঘ. আরব জাতীয়তাবাদ
৩৫. ‘স্নায়ুযুদ্ধের মাধ্যমে সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শগত প্রতিবন্ধকতার পরিস্থিতিকে বোঝানো হয়’- উক্তিটি কার?
ক. ওয়াল্টার রেমন্ড
খ. এম. সুমারি
গ. ম্যাকলিসন
ঘ. অনসন
৩৬. স্নায়ুযুদ্ধকে এক কথায় কীভাবে ব্যাখ্যা করা যায়?
ক. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক বিশ্বের যুদ্ধে
খ. প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত ও বিজিত শক্তির সংঘাত
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত ও বিজিত শক্তির সংঘাত
ঘ. ফ্যাসিবাদ ও সমাজতন্ত্রের দ্বন্দ্ব
৩৭. ইউরোপে স্নায়ুযুদ্ধের কেন্দ্রস্থল দেশ ছিল কোনটি?
ক. রাশিয়া
খ. ব্রিটেন
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. জার্মান
৩৮. ফুলটন বক্তৃতা প্রদান করে কে?
ক. চার্চিল
খ. স্ট্যালিন
গ. ম্যান
ঘ. রুজভেল্ট
৩৯. ‘ন্যাটো’ মূলত কোন ধরনের দেশগুলোর প্রতিনিধিত্ব করে?
ক. উদারতাবাদী
খ. পুঁজিবাদী
গ. সাম্যবাদী
ঘ. ফ্যাসিবাদী
৪০. NATO গঠন করে কোন দেশ?
ক. জাপান
খ. রাশিয়া
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. চীন
৪১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হন?
ক. রুজভেল্ট
খ. ট্রুম্যান
গ. চার্চিল
ঘ. এটলি
৪২. কত সালে বার্লিন অবরোধ করা হয়?
ক. ১৯৪০
খ. ১৯৪২
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৮
৪৩. উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯০২
গ. ১৯৭৪
ঘ. ১৯৪৬
৪৪. কত সালে SEATO- চুক্তি সম্পাদিত হয়?
ক. ১৯৪০
খ. ১৯৪২
গ. ১৯৫৪
ঘ. ১৯৪৬
৪৫. কত সালে ইয়াল্টা সম্মেলন হয়?
ক. ১৯৪৯
খ. ১৯৪২
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
৪৬. কত সালে জেনেভা সম্মেলন হয়?
ক. ১৯৪০
খ. ১৯৫৫
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৬
৪৭. কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়?
ক. ১৯৪০
খ. ১৯৫৯
গ. ১৯৪২
ঘ. ১৯৪৬
৪৮. স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘটনাসমূহের অন্তর্ভুক্ত-
i. সুয়েজ সংকট
ii. ওয়ারস গঠন
iii. জেনেভা সম্মেলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. স্নায়ুযুদ্ধ উদ্ভবের কারণ হলো-
i. মারণাস্ত্রের প্রসার
ii. তুর্কি বিদ্ৰোহ
iii. ফুলটন ভাষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের সাথে চরম মতবিরোধ সৃষ্টি হয়-
i. যুক্তরাষ্ট্রের
ii. ব্রিটেনের
iii. ফ্রান্সের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ৭ম অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post