ইতিহাস ২য় পত্র ৯ম অধ্যায় : ইংরেজরা ১৮২০ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় তাদের বসতির সূচনা করে। ইংরেজরা এবং অন্যান্য ইউরোপীয়রা দক্ষিণ আফ্রিকায় স্থানীয় কৃষ্ণাঙ্গদের সাথে পৃথক করতে যে নীতি গ্রহণ করে তার ফলেই গড়ে ওঠে বর্ণবাদ। ১৯৪৮ সালে ন্যাশনাল পার্টি দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে বর্ণবাদ আফ্রিকার সরকারি নীতিতে পরিণত হয়। ১৯৫৯ সালে এ সরকার কৃষ্ণাঙ্গদের জন্য পৃথক পৃথক বাস্থানের আইন পাস করে। সরকার শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করে। এভাবে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের উদ্ভব ঘটে।
ইতিহাস ২য় পত্র ৯ম অধ্যায়
১. পাঁচশত একর পাহাড়ি এলাকা জুড়ে লুৎফর সাহেবের চা বাগান। সেখানে বাঙালি অফিসার ও স্থানীয় আদিবাসী মানুষ কাজ করছে বিভিন্ন শিফট অনুযায়ী চব্বিশ ঘণ্টা। লুৎফর সাহেব নিজে বাঙালি হওয়ায় কোম্পানির বাঙালি অফিসার ও শ্রমিক শ্রেণি স্থানীয় আদিবাসীদের চেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য সম্পূর্ণ পৃথক নীতিমালা প্রণয়ন করতে একটি কমিটি গঠন করেছেন।
ক. কত সালে ইংরেজরা দক্ষিণ আফ্রিকায় বসতির সূচনা করে?
খ. দক্ষিণ অফ্রিকায় বর্ণবাদের উদ্ভবের কারণ ব্যাখ্যা কর।
গ. লুৎফর সাহেব কীরূপ আইন প্রণয়ন করলে উদ্দীপকের চা বাগানে বাঙালি ও আদিবাসীদের মাঝে প্রণীত নীতিমালার ভিত্তিকে মজবুত করবে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর লুৎফর সাহেবের নীতিমালা অধিক বিভেদ সৃষ্টিতে সহায়ক? তোমার মতামত বিশ্লেষণ কর।
২. শ্যামপুরে বিভিন্ন কারখানা স্থাপিত হয়ে তা আজ একটি শিল্পপ্রধান অঞ্চলে পরিণত হয়েছে। উক্ত অঞ্চলে অন্যান্যদের মত শিল্পপতি আফসার উদ্দিনও স্থানীয় অধিবাসীদেরকে নিচু জাতি হিসেবে গণ্য করতেন। তাই তাদের জন্য পৃথক স্থানে বসবাসের স্থান নির্ধারণে একমত পোষণ করতেন। বৈষম্যমূলক এসব নীতির বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করার অধিকার স্থানীয়দের ছিল না। এমনকি স্থানীয় এসব শ্রমিকশ্রেণি শিল্প সমিতির নির্বাচনে ভোটাধিকার থেকেও বঞ্চিত হতো। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা শিল্প প্রতিষ্ঠানগুলোতে কেবল শ্রমিক হিসেবেই কাজের সুযোগ লাভ করত।
ক. কত সালে দক্ষিণ আফ্রিকায় সোনার খনি আবিষ্কৃত হয়?
খ. বর্ণবাদ বলতে কী বোঝ?
গ. শ্যামপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি আমাদেরকে দক্ষিণ আফ্রিকার কোন অবস্থার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. তোমার কি মনে হয় উদ্দীপকের শিল্পাঞ্চলের স্থানীয় অধিবাসিগণ কোনোভাবেই যেন বহিরাগতদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে সেই লক্ষ্যেই আফসার উদ্দিনের মতো শিল্পপতিগণ বিভিন্ন বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছেন? তোমার মতামত বিশ্লেষণ কর।
৩. শওকত আলী অনেক চেষ্টার পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্র রাজনীতির ক্ষেত্রে অস্ত্রের ব্যবহার ও খারাপ মনোভাবসম্পন্ন ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণ রোধ করতে সমর্থ হন। আর এতে সুষ্ঠু রাজনৈতিক চর্চার পথ সুগম হয়। অতঃপর শওকত আলী গ্রামে ফিরে আঞ্চলিক রাজনীতির দৃশ্যপটেও আনেন ইতিবাচক পরিবর্তন যেন ধ্বংসাত্মক কার্যাবলি ছাড়াই মানুষ দাবি আদায়ের চূড়ান্ত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হয়।
ক. কত সালে দক্ষিণ আফ্রিকায় হীরার খনি আবিষ্কৃত হয়?
খ. দক্ষিণ আফ্রিকার সরকার বর্ণবাদ সংক্রান্ত যে সাতটি আইন প্রণয়ন করেন, তা উল্লেখ কর।
গ. শওকত আলীর রাজনৈতিক কার্যাবলি আমাদেরকে সর্ব ভারতীয় কোন নেতার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. তোমার কি মনে হয় শওকত আলী প্রকৃত অর্থেই মহান আত্মার যুগপুরুষ ছিলেন? তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. ফুলকলি বিশ্ববিদ্যালয়ের মূলধারা জনগোষ্ঠী ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। আবাসিক হল, খাবারের মান, লাইব্রেরি সুবিধা ইত্যাদি ক্ষেত্রে আদিবাসীরা চরম বৈষম্যের শিকার হলেও তারা শক্ত কোনো প্রতিবাদ করতে পারে না। আদিবাসীরা পাহাড়ি, সমতল ইত্যাদি শ্রেণিতে বিভক্ত থাকায় তাদেরকে নির্যাতন করা আরও সহজ হয়। অবশেষে জিং ওয়েবাও সকল আদিবাসীকে ঐক্যবদ্ধ করে দাবি আদায়ের সংগ্রামে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন।
ক. কোন ধরনের দ্রব্যের আবিষ্কার দক্ষিণ আফ্রিকাকে শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
খ. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবস্থা ব্যাখ্যা কর।
গ. জিং ওয়েবাওয়ের অনুসৃত কৌশলের মধ্যে বর্ণবাদ বিরোধী কোন ভারতীয় নেতার প্রভাব লক্ষ করা যায়? বর্ণনা কর।
ঘ. উক্ত ভারতীয় বর্ণবাদ বিরোধী নেতার আন্দোলন, আদিবাসী শিক্ষার্থীদের দাবি আদায়ে কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. নাসরিন সুলতানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংঘবন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেন ক্যাম্পাসে নারীর ওপর পুরুষের বৈষম্যমূলক আচরণের প্রতিকার হয়। কিন্তু এক পর্যায়ে ছাত্রীরা সহিংসতার পথ বেছে নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাসরিন সুলতানাকে এক বছরের জন্য বহিষ্কার ও পুলিশের কাছে সোপর্দ করে। থানায় আটক অবস্থায়ও তিনি ছাত্রীদের তীব্র আন্দোলন গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
ক. দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
খ. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের জাতিগত কারণ ব্যাখ্যা কর।
গ. নাসরিন সুলতানা দাবি আদায়ের ক্ষেত্রে আমেরিকার বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং-এর সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর নাসরিন সুলতানার রাজনৈতিক আদর্শ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীদের জন্য অনুসরণীয়? তোমার মতামত বিশ্লেষণ কর।
৬. নোমান সাহেব তার এলাকার মানুষের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আঞ্চলিক বৈষম্যের প্রতিবাদে তার আহুত এ আন্দোলনে সকল মানুষ অংশগ্রহণ করে। নোমান সাহেব সরকারি বাসে তার অঞ্চলের মানুষের প্রতি বৈষম্যমূলক ব্যবস্থার জন্য তা বর্জন করতে বললে সবাই তা বর্জন করে। দীর্ঘদিন এরূপ বর্জন চলতে থাকায় সরকারি বাস কোম্পানি ক্ষতির সম্মুখীন হলে সরকার আলোচনার আহ্বান জানায়। অপরদিকে, সরকারি বাসের বৈষম্যমূলক এ ব্যবস্থাকে সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করে।
ক. ইংরেজরা কোন ক্ষেত্রে শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে?
খ. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের ধর্মীয় কারণ ব্যাখ্যা কর।
গ. নোমান সাহেবের আন্দোলনের ধারা আমাদেরকে বর্ণবাদবিরোধী কোন মার্কিন নেতার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. ‘সরকার বাধ্য হয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চালায়’ -উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. ডোমপাড়ার লোকেরা ছিল পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জনসাধারণ। মিলনের বাবা ডোম হলেও মিলনকে গোপনে দূরবর্তী এক স্কুলে পড়ালেখা শেখান। মিলন কলেজে পড়াকালীন ডোমপাড়ার লোকদের নাগরিক অধিকার আদায়ে আন্দোলন শুরু করলে তাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করে এবং নিয়মশৃঙ্খলা ভঙ্গের দোষে তাকে দশ মাস জেলখানায় আটক থাকতে হয়। কিন্তু জেল থেকে মুক্তি পায় দীর্ঘ দশ বছর পর এবং সে বছরই মিলন ডোমপাড়ার লোকদের ভোটে পৌরসভার কমিশনার নির্বাচিত হয়।
ক. দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন কোন ধরনের নীতি অনুসরণ করে?
খ. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর?
গ. প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে মিলনের সাথে দক্ষিণ আফ্রিকার কোন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. মিলনের মুক্তিতে উদ্দীপকের পৌরসভার ইতিহাস নতুনভাবে রচিত হওয়ার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে- তোমার মতামত বিশ্লেষণ কর।
৮. হাবিবুর সাহেবের পরিবারের সবাই দেখতে বেশ ফর্সা। তাই তিনি কালো রঙের মানুষদের তাচ্ছিল্যের চোখে দেখতেন এবং ছেলেমেয়েদের কখনো কালো রঙের মানুষের সাথে মিশতে দিতেন না। এমনকি সন্তানদের বিয়ে দিতেও তিনি ফর্সা রঙের পাত্রপাত্রী খোঁজ করতেন। অন্যদিকে জামান আহমদের ছেলেমেয়ে খুবই ফর্সা ও সুন্দর দেখতে হলেও কালো-শ্যামলা সব রঙের মানুষের সাথেই মেলামেশার সুযোগ পেত।
ক. কোন সময় দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের চরম রূপ লক্ষ করা যায়?
খ. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের রাজনৈতিক কারণ ব্যাখ্যা কর।
গ. হাবিবুল সাহেব ও জামান সাহেব যদি পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাস করতেন তবে কোন পরিবারের বিরুদ্ধে ডেসমন্ড টুটোর আন্দোলন পরিচালিত হতো? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত আন্দোলন ইতিবাচক সমর্থন লাভ করত? তোমার মতামত বিশ্লেষণ কর।
৯. গ্রামের উচ্চবংশীয় পরিবারগুলো কীভাবে নিম্নবংশীয় পরিবারগুলোর ওপর অত্যাচার, নির্যাতন এবং ঘৃণাভরে দৃষ্টি নিক্ষেপ করছে তা দেখতে দেখতে বড় হয়েছে হালিম আলী ও অনুপ দাস। তারা দু বন্ধু এর বিরুদ্ধে সোচ্চার হয় এবং গ্রামের নীচু বংশীয় পরিবারগুলোর সদস্যদেরকে আন্দোলনে আহ্বান করে। ছেলেরা তীব্র আন্দোলন, কমিটি গঠন, বিপ্লবী শাখা পরিচালনা করলেও মেয়েরা থেকে যায় ঘরের চার দেয়ালের মাঝে।
ক. কোন দল ক্ষমতা গ্রহণের পর বর্ণবাদ আফ্রিকার সরকারি নীতিতে পরিণত হয়?
খ. দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের আন্দোলন কেন কার্যকর হয়ে ওঠেনি?
গ. হালিম আলী ও অনুপ দাসের আহ্বানে সাড়া দিতে গ্রামের মেয়েদের কী করণীয়? ব্যাখ্যা কর।
ঘ. তোমার কি মনে হয় হালিম আলী ও অনুপ দাসের প্রচেষ্টা গ্রামটির উচ্চবংশীয় লোকদের মানসিক পরিবর্তনে সহায়ক হবে? তোমার মতামত বিশ্লেষণ কর।
১০. ছোট্ট গ্রামটিতে দুধসাগর নামক একটিই পুকুর ছিল। সেখানে সবাই গোসল ও পানি ব্যবহারের সুযোগ পেলেও তমাল বাবু উচ্চ বংশীয় হওয়ায় তার পরিবারের সদস্যরা পুকুরে থাকা অবস্থায় কেউ পুকুরের পানি স্পর্শ পর্যন্ত করতে পারত না। বিষয়টি গ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ অপছন্দ করলেও কখনো কোনো প্রতিবাদ করেননি।
ক. কত সালে শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হয়?
খ. গান্ধীজির জীবনে তাঁর বর্ণবৈষম্য আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. তমাল বাবুর বর্ণবিদ্বেষভাব দূর করতে গ্রামের প্রভাবশালী ব্যক্তিবর্গের কী করণীয়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত করণীয় বিষয়গুলো গ্রামে ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে? তোমার মতামত বিশ্লেষণ কর।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইতিহাস ২য় পত্র ইতিহাস ২য় পত্র ৯মঅধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post