শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জনপদ কাকে বলে?
উত্তর: প্রাচীন কালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলোর সমষ্টিকে জনপদ বলে।
২. সপ্তম শতকের পর বাংলায় কতটি জনপদ ছিল?
উত্তর: সপ্তম শতকের পর বাংলায় ৩টি জনপদ ছিল।
৩. কোন অঞ্চলটি আর্দ্র নিম্নভূমি?
উত্তর: সমতট অঞ্চলটি আর্দ্র নিম্নভূমি।
৪. সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে?
উত্তর: সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় পাণিনির গ্রন্থে।
৫. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল।
৬. ইৎসিং কোন দেশের ভ্রমণকারী?
উত্তর: ইৎসিং চীন দেশের ভ্রমণকারী।
৭. গৌড় অন্যান্য জনপদ থেকে আলাদা- উক্তিটি কার?
উত্তর: গৌড় অন্যান্য জনপদ থেকে আলাদা- উক্তিটি করেছেন বরাহ মিহির।
৮. কর্ণসুবর্ণ কোথায় অবস্থিত?
উত্তর: কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।
৯. কোন রাজাদের আমলে গৌড়ের বেশ পরিচিতি ছিল?
উত্তর: পাল রাজাদের আমলে গৌড়ের বেশ পরিচিতি ছিল।
১০. কোন যুগের শুরুতে মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো?
উত্তর: মুসলমান যুগের শুরুতে মালদহ জেলার লক্ষণাবতী গৌড় নামে অভিহিত হতো।
১১. বঙ্গ হচ্ছে পুন্ড্র, তাম্রলিপ্ত ও সুক্ষের সংলগ্ন দেশ-এটা কোন উৎস হতে জানা যায়?
উত্তর: বঙ্গ হচ্ছে পুন্ড্র, তাম্রলিপ্ত ও সুক্ষের সংলগ্ন দেশ- এটা মহাভারত থেকে জানা যায়।
১২. কোন নদীর মাঝের অঞ্চলকে বঙ্গ বলা হতো?
উত্তর: গঙ্গা ও ভাগীরথীর মাঝের অঞ্চলকে বঙ্গ বলা হতো।
১৩. সিলেটের আগের নাম কী ছিল?
উত্তর: সিলেটের আগের নাম ছিল শ্রীহট্ট।
১৪. শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর: শালবন বিহার কুমিল্লা জেলায় অবস্থিত।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post