আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইতিহাস ৫ম পত্র সাজেশন বিষয়: ইউরোপের ইতিহাস (১৪৫৩- ১৭৮৯ খ্রিষ্টাব্দ) বিষয় কোড: ১৩১৫০১।
ডিগ্রি ইতিহাস ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।
২. কনস্টান্টিনোপলের পতন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: কনস্টান্টিনোপলের পতন হয় 1453 খ্রিস্টাব্দে।
৩. সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লব শুরু হয়?
উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়।
৪. কোথায় প্রথম রেনেসাঁ শুরু হয়?
উত্তর: ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়।
৫. মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উত্তর: মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৬. “পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে।”-এ তত্ত্বটি কে দিয়েছিলেন?
উত্তর: “পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।”- এ তথ্যটি দিয়েছিলেন গ্যালিলিও।
৭. মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: মার্কোপোলো ইতালি নাবিক ছিলেন।
৮. আমেরিকা আবিষ্কার করেন কে?
উত্তর: আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস।
৯. আমেরিগো ভেসপুচি কে ছিলেন?
উত্তর: আমেরিকা ভেসপুচি ছিলেন একজন ইতালি ও নাবিক।
১০. ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে?
উত্তর: ওয়াইক্লিফইকে সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়।
১১. জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে?
উত্তর: জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক ছিলেন মার্টিন লুথার।
১২. ইন্টেলিজেন্স কী?
উত্তর: ইন্ডালজেন্স হলো পাপমুক্তির ছাড়পত্র।
১৩. প্রটেস্ট্যান্ট ধর্ম কে প্রবর্তন করেন?
উত্তর: প্রটেস্ট্যান্ট ধর্ম মত মার্টিন লুথার প্রবর্তন করেন।
১৪. অগবসার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: অগবসার্গের সন্ধি 1555 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
১৫. জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন ইগ্নেশিয়াস লায়লা।
১৬. ট্রেন্টের ধর্ম সভা কে আহবান করেন?
উত্তর: ট্রেন্টের ধর্মসভা সম্রাট পঞ্চম চার্লস আহবান করেন।
১৭. ইনকুইজিশন নামক বিচারালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইনকুইজিশন নামক বিচারালয় প্রতিষ্ঠা করেন দ্বিতীয় ফিলিপ।
১৮. পঞ্চম চার্লস কে ছিলেন?
উত্তর: পঞ্চম চার্লস ছিলেন রোমান সম্রাট ও স্থানীয় শাসক।
১৯. কোন দেশের অধিবাসীদের ডাস বলা হত?
উত্তর: নেদারল্যান্ডসের অধিবাসীদের ডাস বলা হত।
২০. হল্যান্ড স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে?
উত্তর: হল্যান্ড স্বাধীনতা লাভ করে 1648 খ্রিস্টাব্দে।
২১. কারা হুগোনো নামে পরিচিত?
উত্তর: ফ্রান্সের প্রটেস্ট্যান্ট পন্থীরা হুগোনো নামে পরিচিত।
২২. ফ্রান্সের বুরবোঁ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফ্রান্সের বুরবোঁ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চতুর্থ হেনরি।
২৩. সেন্ট জার্মেইনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: সেন্ট জার্মেইনের সন্ধি ১৫৭০ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
২৪. কার্ডিনাল রিশল্যু কে ছিলেন?
উত্তর: রিসেন্টলি ছিলেন সতেরো শতকের ইউরোপের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ কূটনীতিবিদ এবং ত্রয়োদশ লুই এর প্রধানমন্ত্রী।
২৫. ‘ফরাসি’ একাডেমি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফরাসি একাডেমিক কার্ডিনাল রিশল্যু প্রতিষ্ঠা করেন।
২৬. প্রিভি কাউন্সিল কী?
উত্তর: প্রিভি কাউন্সিল হলো চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়।
২৭. কোন চুক্তি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল?
উত্তর: অগবসার্গের চুক্তি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল।
২৮.প্রুথের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: প্রুথের সন্ধি 1711 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
২৯. মির কী?
উত্তর: মীর এক ধরনের গ্রাম্য সমিতি, যা পুলিশ ও বিচারের কাজ পরিচালনা করত।
৩০. উষ্ণ জলনীতি কে গ্রহণ করেন?
উত্তর: উষ্ণ জলনীতি গ্রহণ করেন পিকচার দি গ্রেট।
৩১. আজব বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: আজব বন্দর কৃষ্ণ সাগর অবস্থিত।
৩২. কুচুক কাইনারজির সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: কুচুক কাইনারজির সন্ধি 1774 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
৩৩. সম্রাট দ্বিতীয় যোসেফ কোন দেশের রাজা ছিলেন?
উত্তর: সম্রাট দ্বিতীয় যোসেফ অস্ট্রিয়ার রাজা ছিলেন।
৩৪. রাইসউইকের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: রাইসউইকের সন্ধি 1697 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
৩৫. কূটনৈতিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সম্পন্ন হয়?
উত্তর: কূটনৈতিক বিপ্লব 1776 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কী বুঝ?
২. মার্কেটাইলবাদ সম্পর্কে যা জান লেখ।
৩. রেনেসাঁর প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর?
৪. ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল?
৫. ইতালির যুদ্ধের কারণ কী ছিল?
৬. পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী ভৌগোলিক আবিষ্কারের কারণ কী ছিল?
৭. পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে ভৌগোলিক আবিষ্কারের ফলাফল কী ছিল?
৮. ধর্ম সংস্কার আন্দোলনের কারণ উল্লেখ কর।
৯. ইন্ডিয়ান জেন্টস কী? ব্যাখ্যা কর।
১০. প্রতিসংস্কার আন্দোলন কী?
ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৭৮৯ pdf download
১১. জেসুইট সংঘর্ষের কাজ কী ছিল?
১২. পঞ্চম চার্লসের সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
১৩. দ্বিতীয় ফিলিপের সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
১৪. ওলন্দাজদের স্বাধীনতা যুদ্ধের কারণগুলো লেখ।
১৫. ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
১৬. অর্থনৈতিক সমস্যা সমাধানে চতুর্থ হেনরি পদক্ষেপসমূহ লেখ।
১৭. ” রিশল্যু স্বদেশে ছিলেন একজন ক্যাথলিক এবং বিদেশে প্রোটেস্ট্যান্ট।”- তুমি কি একথা স্বীকার কর?
১৮. গ্র্যান্ড মেনার্ক হিসেবে চতুর্দশ লুইয়ের মূল্যায়ন কর।
১৯. ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ সংক্ষেপে লেখ।
২০. ওয়েস্টফেলিয়া সন্ধির গুরুত্ব আলোচনা কর।
২১. সুইডেনের স্বাধীনতার কারণ উল্লেখ কর।
২২. মহামতি বিচার সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
২৩. উষ্ণ জলনীতি সম্পর্কে যা জান লেখ।
২৪. প্রথম ফ্রেডারিকের পরিচয় দাও।
২৫. স্পেনের উত্তরাধিকার যুদ্ধ ফলাফল সংক্ষেপে আলোচনা কর।
২৬. অস্ট্রিয়ার উত্তর দিকের যুদ্ধের কারণসমূহ উল্লেখ কর।
২৭. আইলা- স্যাপেলের সন্ধি সম্পর্কে লেখ।
২৮. সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণগুলো লেখ।
২৯. সন্ত্রাসের রাজত্ব কী?
৩০. ডাইরেক্টরি শাসন কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বৃটেনের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
২. রেনেসাঁর কারণ ও ফলাফল আলোচনা কর।
৩. ইতালি ও যুদ্ধের কারণ সমূহ বর্ণনা কর।
৪. ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর।
৫. স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের অভ্যন্তরীণ নীতি আলোচনা কর।
৬. ধর্মসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
৭. নেদারল্যান্ডসের বিদ্রোহের কারণসমূহ আলোচনা কর।
৮. ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন কর।
৯. ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে রিশল্যুর অবদান আলোচনা কর।
১০. চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
১১. ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১২. ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিয়া সন্ধি গুরুত্ব মূল্যায়ন কর।
১৩. সুইডিশ স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও।
১৪. রাশিয়ার আধুনিকীকরণ প্রচেষ্টায় মহামতি বিচারের কৃতিত্ব নিরূপণ কর।
১৫. প্রুশিয়ার মহামতি ফ্রেডারিকের কৃতিত্ব আলোচনা কর।
১৬. জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় যোসেফের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. স্পেনের উত্তরাধিকার যুদ্ধ কারণসমূহ আলোচনা কর।
১৮. 1748 খ্রিস্টাব্দের আইলা- স্যাপেলের শান্তিচুক্তি আলোচনা কর।
১৯. পোল্যান্ড ব্যবচ্ছেদের কারণগুলো বর্ণনা কর।
২০. 1789 সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
২১. ফরাসি বিপ্লবের 1758 আন্তর্জাতিক প্রভাব সম্বন্ধে আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি ইতিহাস ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post