শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বুলগাকপুর অর্থ কী?
উত্তর: বুলগাকপুর অর্থ বিদ্রোহের নগরী।
২. বাংলায় প্রথম নৌবাহিনী কে গড়ে তোলেন?
উত্তর: বাংলায় প্রথম নৌবাহিনী ইওজ খলজি গড়ে তোলেন।
৩. প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ।
৪. বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
উত্তর: বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ।
৫. শাহ-ই বাঙালি উপাধি কার?
উত্তর: শাহ-ই বাঙালি উপাধি ইলিয়াস শাহের।
৬. হুমায়ুন কোন স্থানকে জান্নাতাবাদ নামকরণ করেন?
উত্তর: হুমায়ুন গৌড়কে জান্নাতাবাদ নামকরণ করেন।
৭. বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
উত্তর: বাংলায় হাবসি শাসন ৬ বছর স্থায়ী ছিল।
৮. রাজা গণেশ কোন অঞ্চলের জমিদার ছিলেন?
উত্তর: রাজা গণেশ দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের জমিদার ছিলেন।
৯. বার ভূঁইয়া কারা?
উত্তর: বাংলার স্বাধীন জমিদারদের বার ভূঁইয়া বলা হতো।
১০. প্রথমদিকে বার ভুঁইয়াদের নেতা কে ছিলেন?
উত্তর: প্রথমদিকে বার ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান।
১১. কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন?
উত্তর: ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
১২. বাংলার রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
উত্তর: বাংলার রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখেন ইসলাম খান।
১৩. দাসদের কী বলা হতো?
উত্তর: দাসদের মামলুক বলা হতো।
১৪. বখতিয়ার খলজি কোথায় রাজধানী স্থাপন করেন?
উত্তর: বখতিয়ার খলজি লক্ষণাবতীতে রাজধানী স্থাপন করেন।
১৫. বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?
উত্তর: বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খলজি।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post