আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন বিষয়: ইসলামের ইতিহাস, ১২৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত (দক্ষিণ এশীয়া স্পেন ব্যতীত)। বিষয় কোড ১৩১৫০৩
ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জাজিরাতুল আরব এর অর্থ কী?
উত্তর: জাজিরাতুল আরব এর অর্থ হল আরব উপদ্বীপ।
২. কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
৩. কুসীদ প্রথা কী?
উত্তর: কুসীদ প্রথা হল সুদ প্রথা।
৪. কাকে আরবের ‘শেক্সপিয়র’ বলা হয়?
উত্তর: ইমরুল কায়েসকে আরবের ‘শেক্সপিয়র’ বলা হয়।
৫. হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হিলফুল ফুজুল হযরত মোহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।
৬. মিরাজ অর্থ কী?
উত্তর: মিরাজ অর্থ হল উর্ধ্বগমন।
৭. আল আকাবার কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: আল কাবায় তিনটি শপথ অনুষ্ঠিত হয়েছিল।
৮. মদিনা সনদ কত খ্রিস্টাব্দে প্রণীত হয়?
উত্তর:মদীনার সনদ 624 খ্রিস্টাব্দে প্রণীত হয়।
৯. মদিনা সনদের ধারা কয়টি?
উত্তর: মদিনা সনদের ধারা 47 টি।
১০. রিদ্দা শব্দের অর্থ কী?
উত্তর: রিদ্দা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা বা ফিরে আসা।
১১. মুসাইলামা কে ছিলেন?
উত্তর: মুসাইলামা ছিলেন একজন ভন্ড নবী।
১২. মজলিস উস শুরা কে প্রবর্তন করেন?
উত্তর: মজলিস উস শুরা খলিফা হযরত ওমর (রা.) করেন।
১৩. খারাজ কী?
উত্তর: খাড়াজ ছিল ভূমিকর।
১৪. সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কে?
উত্তর: সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন মুয়াবিয়া।
১৫. ‘সাইয়েদুল শুহাদা’ কার উপাধি?
উত্তর: ‘সাইয়েদুল শুহাদা’ হোসেন (রা.) এর উপাধি।
১৬. সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন খলিফা আব্দুল মালিক।
১৭. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন?
উত্তর: আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন।
১৮. ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়?
উত্তর: ইসলামের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ কে বলা হয়।
১৯. উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন?
উত্তর: উমাইয়া বংশের শেষ করেছিলেন দ্বিতীয় মারওয়ান।
২০. আব্বাস ঈদের প্রথম রাজধানীর নাম কী?
উত্তর: আব্বাস সিদ্দিক প্রথম রাজধানীর নাম হল কুফা।
২১. বায়তুল হিকমা কী?
উত্তর: বায়তুল হিকমা হলো জ্ঞান-বিজ্ঞান চর্চা কেন্দ্র।
২২. ‘বায়তুল হিকমা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘বায়তুল হিকমা’ খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।
২৩. জালালি পঞ্চিকা প্রবর্তন করেন কোন শাসক?
উত্তর:জালালী বর্ষপঞ্জিকা সেলজুক শাসক মালিক শাহ তৈরি করেন।
২৪. সিয়াসতনামা বইয়ের রচয়িতা কে?
উত্তর:সিয়াসতনামা বইয়ের রচয়িতা নিজামুল মুলক।
২৫. হানাফী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হানাফী মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা (রহ.)।
২৬. খারিজি কারা?
উত্তর: 657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধের হযরত আলীর দল পরিত্যাগ করে যে 12 হাজার মুসলমান এক নতুন দল গঠন করে তাদেরকে সাধারণত খারিজি নামে অভিহিত করা হয়।
২৭. খারিজি শব্দের অর্থ কী?
উত্তর: খারিজি শব্দের অর্থ ভিন্নমত পোষণকারী, ভিন্ন মতাবলম্বী, দলত্যাগী ইত্যাদি।
২৮. খারিজী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: খারিজী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আব্দুল ইবনে ওয়াহাব।
২৯. ‘মুতাজিলা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মুতাজিলা’ শব্দের অর্থ দল ত্যাগকারী।
৩০. ‘ইতাজ্বালা আন্না’ অর্থ কী?
উত্তর: ‘ইতাজালা আন্না’ অর্থ সে আমাদের দল পরিত্যাগ করেছে।
৩১. ক্রুসেড কী?
উত্তর: জেরুজালেমের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রাচ্যের মুসলমানদের সাথে ইউরোপের খ্রিস্টানদের যে যুদ্ধ সংঘটিত হয় তাই ক্রুসেড নামে পরিচিত।
৩২. ক্রুসেড শব্দের অর্থ কী?
উত্তর: ক্রুসেড শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রাচীন আরব উপদ্বীপের ভৌগলিক অবস্থান বর্ণনা দাও।
২. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?
৩. প্রাক ইসলামী আরব সংস্কৃতিতে ওকাজ মেলার গুরুত্ব কী?
৪. হযরত খাদিজা (রা.) সম্পর্কে সংক্ষেপে লেখ।
৫. হিলফুল ফুজুলের কর্মসূচি আলোচনা কর।
৬. হিজরতের পাঁচটি কারণ উল্লেখ কর।
৭. হুদায়বিয়ার সন্ধির শর্তসমূহ উল্লেখ কর।
৮. স্বধর্মত্যাগী আন্দোলন কী?
৯. দুমাতুল জান্দালের সালিশ সম্পর্কে আলোচনা কর।
১০. বাগদাদ নগরী প্রতিষ্ঠাতা সম্পর্কে একটি টীকা লেখ।
১১. হালাকু খান সম্পর্কে যা জান লেখ।
১২. শিয়া সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ।
১৩. খারিজি কারা?
১৪. ক্রুসেড সম্পর্কে যা জান লেখ।
১৫. জেরুজালেম সম্পর্কে যা জান লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. প্রাক ইসলামী যুগে আরবদের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
২. মদিনা সনদের শর্তাবলী পর্যালোচনা কর।
৩. বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৪. ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর (রা.) এর মূল্যায়ন কর।
৫. হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
৬. উমাইয়া শাসন শুদৃঢ়ীকরণের আব্দুল মালিকের অবদান মূল্যায়ন কর।
৭. খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।
৮. আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।
৯. আব্বাসী বংশের পতনের কারণগুলো আলোচনা কর।
১০. “আজত উদ দৌলা কেবল শ্রেষ্ঠ বুয়াইয়াই ছিলেন না, তার সময়ে সবচেয়ে উজ্জ্বল শাসক ছিলেন।”- উক্তিটি বিশ্লেষণ কর।
১১. সেলজুকদের উত্থান ও পতনের ইতিহাস লেখ।
১২. শিয়া কারা? শিয়াদের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
১৩. খারিজীদের মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
১৪. ক্রুসেড বলতে কী বুঝায়? ক্রুসেডের কারণসমূহ আলোচনা কর।
১৫. ক্রুসেড কী? ক্রুসেডের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি ইতিহাস ৬ষ্ঠ পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post