শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. “বারদুয়ারী মসজিদ”-এর অপর নাম কী?
উত্তর: বারদুয়ারী মসজিদের অপর নাম সোনা মসজিদ।
২. পান্ডুয়ার একলাখী মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তর: সুলতান জালালউদ্দীনের শাসন আমলে পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়।
৩. পাঁচটি দরগাহ ও পাঁচটি মসজিদ কার কবরের অতি নিকট?
উত্তর: পাঁচটি দরগাহ ও পাঁচটি মসজিদ গিয়াসউদ্দিন আযম শাহের কবরের অতি নিকট।
৪. “আদিনা মসজিদ” কার আমলে নির্মিত হয়?
উত্তর: সুলতান সিকান্দার শাহের আমলে আদিনা মসজিদ নির্মিত হয়।
৫. কার আমলে বেগমবাজার মসজিদ নির্মাণ হয়?
উত্তর: মুর্শিদ কুলী খানের আমলে বেগম বাজার মসজিদ নির্মিত হয়।
৬. কত সালে শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন?
উত্তর: ১৬৭৬ সালে শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন।
৭. কত সালে শায়েস্তা খান ছোট কাটরা নির্মাণ করেন?
উত্তর: ১৬৬৩ সালে শায়েস্তা খান ছোট কাটরা নির্মাণ করেন।
৮. লালবাগের শাহী মসজিদ কার আমলে তৈরি হয়?
উত্তর: সুবাদার শাহজাদা আজমের আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়।
৯. বাবা আদমের মসজিদ নির্মিত হয় কত সালে?
উত্তর: ১৪৮৩ সালে বাবা আদমের মসজিদ নির্মিত হয়।
১০. মুসলমান শাসনামলে বাংলার সর্বত্র অসংখ্য কী নির্মিত হয়েছিল?
উত্তর: মুসলমান শাসনামলে বাংলার সর্বত্র অসংখ্য মসজিদ নির্মিত হয়েছিল।
১১. মুঘল আমলে শিক্ষার দ্বার কাদের জন্য উন্মুক্ত ছিল?
উত্তর: মুঘল আমলে শিক্ষার দ্বার হিন্দু-মুসলমান সকলের জন্য উন্মুক্ত ছিল।
১২. মুসলমান যুগে কোন প্রতিবেশীর সাথে বাংলার রাজনৈতিক সম্পর্ক ছিল?
উত্তর: মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সাথে বাংলার রাজনৈতিক সম্পর্ক ছিল।
১৩. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কী গড়ে উঠেছিল?
উত্তর: মধ্যযুগে বাঙলার মুসলমান সমাজে অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল।
১৪. বাংলা রামায়ণের প্রথম রচয়িতা কে?
উত্তর: বাংলা রামায়ণের প্রথম রচয়িতা কৃত্তিবাস।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post