শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘অন্ধকূপ হত্যা’ মিথ্যা কাহিনী প্রচার করে কে?
উত্তর: ‘অন্ধকূপ হত্যা’ মিথ্যা কাহিনী প্রচার করে হলওয়েল।
২. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক?
উত্তর: ভাস্কো-ডা-গামা পর্তুগালের নাগরিক ।
৩. ভাস্কো-ডা-গামা কত খ্রিষ্টাব্দে এ উপমহাদেশে আগমন করেন?
উত্তর: ভাস্কো-ডা-গামা ১৪৯৮ খ্রিষ্টাব্দে এ উপমহাদেশে আগমন করেন।
৪. ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে এসে হাজির হন?
উত্তর: ভাস্কো-ডা-গামা ভারতের কালিকট বন্দরে এসে হাজির হন।
৫. ওলন্দাজরা কত খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন?
উত্তর: ওলন্দাজরা ১৬০২ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন।
৬. পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন শওকত জঙ্গ।
৭. কত খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ হয়?
উত্তর: ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল।
৮. কত খ্রিষ্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল?
উত্তর: ১৭৬৪ খ্রিষ্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল|
৯. মীরকাশিম কেমন নবাব ছিলেন?
উত্তর: মীর কাশিম স্বাধীনচেতা নবাব ছিলেন।
১০. কত খ্রিষ্টাব্দে মীরকাশিমের মৃত্যু হয়?
উত্তর: ১৭৭৭ খ্রিষ্টাব্দে মীর কাশিমের মৃত্যু হয়।
১১. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর ১৭৭০ খ্রিষ্টাব্দে হয়েছিল।
১২. পলাশীর যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
শিক্ষার্থীরা, ওপরে ইতিহাস ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post