আজকের বিষয়: অনার্স অর্থনীতি ২য় বর্ষ ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি pdf download
ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি pdf download
বিষয় কোড : ২২২২০১
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. প্রান্তিক উপযোগ কি?
উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
২. MRS বলতে কী বুঝ?
উত্তর : দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্প হার বলে।
৩. নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
৪. মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর : অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন।
৫. রিজ লাইন বলতে কী বুঝ?
উত্তর : সমউৎপাদন মানচিত্রে শূন্য প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে রিজ লাইন বলে।
৬. সুযোগ ব্যয় কাকে বলে?
উত্তর : কোন দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।
৭. বাজেট সমীকরণটি লিখ।
উত্তর : PxX + PyY = M
৮. পরিবর্তক প্রভাব কী?
উত্তর : প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয় তাই হলো পরিবর্তক প্রভাব।
৯. গণদ্ৰব্য বলতে কী বুঝ?
উত্তর : প্রতিদ্বন্দ্বিতা নেই এমন সব দ্রব্য যখন সবার ভোগের জন্য উন্মুক্ত, তাদেরকে গণদ্রব্য বলে।
১০. দ্বি-পাক্ষিক একচেটিয়া ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কত জন?
উত্তর : দ্বি-পাক্ষিক একচেটিয়া ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এক জন।
১১. সামগ্রিক ভারসাম্য কি?
উত্তর : অর্থনীতির বিভিন্ন খাতের অসংখ্য দ্রব্য ও উপকরণের সমষ্টি চাহিদা ও যোগানের সমতা সাপেক্ষে। সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধানের যে পদ্ধতির অধীনে করা হয় তাকে সামগ্রিক ভারসাম্য বলে।
১২. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি?
উত্তর : ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে ততই ঐ পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।
১৩. প্রান্তিক কারিগরি বিকল্পন হার (MRTS) কাকে বলে?
উত্তর : উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটির নিয়োগ যে হারে কমাতে হয় তাকে উপাদান দুইটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে।
১৪. সম্প্রসারণ পথ কি?
উত্তর : বিভিন্ন সমব্যয় রেখা ও সম-উৎপাদন রেখার স্পর্শক বিন্দুসমূহ নিয়ে গঠিত সঞ্চার পথকে সম্প্রসারণ পথ বলে।
১৫. শিল্প কি?
উত্তর : একটি পণ্য উৎপাদনে যতগুলো প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টি হলো শিল্প।
১৬. ISO – Cline কি?
উত্তর : যে রেখার বিভিন্ন বিন্দু দু’টি উপকরণ ব্যবহারে উৎপাদনকারীর নিকট সমান নির্দেশ করে তাকে Iso – Cline বলে।
১৭. কল্যাণমূলক অর্থনীতি কি?
উত্তর : সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে আলোচনা করা হয় তাকেই কল্যাণমূলক অর্থনীতি বলে।
১৮. ব্লিস বিন্দু কি?
উত্তর : যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয়, সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে।
১৯. ২×২×২ মডলের অর্থ কি?
উত্তর : কোনো অর্থনীতিতে দুটি পণ্য, দুজন ভোক্তা এবং দুটি উপকরণের সমন্বয়ে ভারসাম্য বিশ্লেষণকে ২×২×২ মডেল বলে।
২০. উপাদান-উৎপাদন বিশ্লেষণের প্রবর্তক কে?
উত্তর : উপাদান-উৎপাদন বিশ্লেষণের প্রবর্তক Wassily Leontief.
২১. শ্রম কী?
উত্তর : উৎপাদন কাজে নিয়োজিত মানুষের কায়িক ও মানসিক সব পরিশ্রমকেই শ্রম বলে।
২২. শ্রমের যোগান রেখা কেমন হয়?
উত্তর : শ্রমের যোগান রেখা পশ্চাৎদিকে বাঁকানো হয়।
২৩. উৎপাদন সম্প্রসারণ পথ কাকে বলে?
উত্তর : চাহিদা বাড়ার সাথে সাথে উৎপাদন যে হারে বাড়ে তাকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে।
২৪. অয়েলারের তত্ত্বটি কি?
উত্তর : অয়েলার তত্ত্ব অনুযায়ী যদি স্থির মাত্রাগত উৎপাদন বিরাজ করে, তবে বিভিন্ন উপকরণের নিজ নিজ প্রান্তিক উৎপাদনশীলতাকে উপকরণের পরিমাণ দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায়, তা মোট উৎপাদনের সমান হয়। এটিই অয়েলারের তত্ত্বের মূলকথা।
২৫. নিমজ্জমান খরচ কি?
উত্তর : উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় উৎপাদন বন্ধ করে দিলেও তোলা যায় না তাকে নিমজ্জিত ব্যয় বলে।
২৬. উপযোগ কি?
উত্তর : কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
২৭. একচেটিয়া গড় আয়, প্রান্তিক আয় ও স্থিতিস্থাপকতা এর মধ্যে সম্পর্ক কি?
উত্তর : এদের মধ্যে সম্পর্ক পরস্পর সমান।
২৮. বাজার কি?
উত্তর : ভারসাম্য উৎপাদন কম এবং দ্রব্যের বাজার দাম বেশি হওয়ার কারণে ভোক্তার এবং উপাদকের উদ্বৃত্তের যে নিট ক্ষতি হয় তাকে মৃতভার ক্ষতি বলে।
২৯. VMP কি?
উত্তর : প্রান্তিক বস্তুগত উৎপাদনকে সংশ্লিষ্ট দ্রব্যের একক প্রতি দাম বা গড় আয় দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায়। তাকে প্রান্তিক মূল্য উৎপাদন বা VMP বলে।
৩০. শ্রম শোষণ কি?
উত্তর : একটি দ্রব্যের উৎপাদন প্রক্রিয়াকে শ্রমিক যে পরিমাণ মূল্য সংযোজন করে শ্রমিককে যদি তার চেয়ে কম মজুরী প্রদান করা হয় তাহলে তাকে শ্রম শোষণ বলে।
৩১. ভারসাম্য কি?
উত্তর : ভারসাম্য বলতে এমন একটি অবস্থা বুঝায় যেখানে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে সমতা বিরাজ করে।
৩২. কবওয়েব মডেল কি?
উত্তর : পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় পণ্যের চাহিদা ও সময় ব্যবধান সাপেক্ষে পণ্যের যোগানভিত্তিক মূল্য ও পরিমাণের উঠানামা সম্পর্কে যে ব্যাখ্যা পাওয়া যায়। তাকে কব-ওয়েব মডেল বলে।
৩৩. আংশিক ভারসাম্যের প্রবক্তা কে?
উত্তর : আংশিক ভারসাম্যের প্রবক্তা অধ্যাপক মার্শাল।
৩৪. আংশিক ভারসাম্যের বৈশিষ্ট্য লিখ।
উত্তর : আংশিক ভারসাম্যের বৈশিষ্ট্য হলো- ১. সীমিত তথ্য ও ২. একক বাজার।
৩৫. V. Pareto কোন দেশের অর্থনীতিবিদ?
উত্তর : V. Pareto ইতালির অর্থনীতিবিদ।
৩৬. কল্যাণের ক্ষেত্রে ক্ষতিপূরণ নীতির প্রবক্তা কারা?
উত্তর : কল্যাণের ক্ষেত্রে ক্ষতিপূরণ নীতির প্রবক্তা অধ্যাপক মার্শাল ও প্যারেটো।
৩৭. বাহ্যিকতা বলতে কি বুঝো?
উত্তর : বাহ্যিক অর্থনৈতিক সুবিধা ও অসুবিধার সমন্বিত রূপকে বাহ্যিকতা বলে।
৩৮. উপাদান বাজার কি?
উত্তর : যে বাজারে উপাদানের ক্রয়-বিক্রয় হয়ে থাকে তাকে উপাদান বাজার বলে।
৩৯. প্রান্তিক জমি কি?
উত্তর : যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান তাকে প্রান্তিক জমি বলে।
৪০. খাজনা তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : খাজনা তত্ত্বের প্রবর্তক অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো।
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর।
২. দাম ভোগ রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
৩. পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য দেখাও।
৪. স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন?
৫. স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য দেখাও।
৬. সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো লিখ।
৭. প্যারেটো কাম্যতার অনির্ণেয়তা বলতে কী বুঝ?
৮. শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখার ব্যাখ্যা দাও।
৯. ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত ব্যাখ্যা কর।
১০. সমাজকল্যাণ অপেক্ষক কি?
১১. সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর।
১২. মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ ব্যাখ্যা কর।
১৩. একচেটিয়া বাজারের উদ্ভবের কারণগুলো কি কি?
১৪. পূর্ণপ্রতিযোগিতার অধীনে একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
১৫. বাহ্যিকতা কি? ব্যাখ্যা কর।
১৬. দাম ও প্রান্তি উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৭. C.E.S. উৎপাদন অপেক্ষকটি একমাত্রার সমজাতীয়— প্রমাণ কর।
১৮. অভ্যন্তরীণ ও বাহ্যিক মিতব্যয়িতার মধ্যে পার্থক্য দেখাও।
১৯. স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও ফার্ম কেন উৎপাদন চারিয়ে যায়?
২০. নিম খাজনার ধারণাটি ব্যাখা কর।
২১. শ্রমের পশ্চাৎমূখী যোগান রেখার ব্যাখ্যা দাও।
২২. পেরোটোর কাম্যতার অনির্নেয়তা বলতে কি বুঝ?
২৩. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কি?
২৪. ক্ষতি স্বীকার করেও ফার্ম কেন স্বল্পকালে উৎপাদন কাজ পরিচালনা করে?
২৫. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের অর্থনৈতিক যৌক্তিকতা কি?
২৬. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অংকন কর।
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অংকন কর।
২৭. একচেটিয়া বাজার কি?
অথবা, একচেটিয়া বাজার কাকে বলে?
২৮. একচেটিয়া বাজারে AR এবং MR রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয় কেন?
২৯. সাধারণ একচেটিয়া ও বৈষম্যমূলক একচেটিয়ার পার্থক্য নির্ণয় কর।
৩০. দেখাও যে, একচেটিয়া কারবারির যোগান রেখা নেই।
অথবা, একচেটিয়া বাজারে যোগান রেখা অনুপস্থিত কেন?
অথবা, একচেটিয়া কারবারির যোগান রেখা নেই কেন?
৩১. দাম বৈষম্যকরণ বলতে কি বোঝায়?
অথবা, দাম বৈষম্যকরণ কি?
৩২. একচেটিয়ায় নিট কল্যাণহ্রাস পায়- ব্যাখ্যা কর।
৩৩. অভ্যন্তরীণ ও বাহ্যিক মিতব্যয়িতার মধ্যে পার্থক্য দেখাও।
৩৪. প্রমাণ কর যে, পূর্ণপ্রতিযোগিতায় দাম, গড় আয় ও প্রান্তিক আয় সমান হয়।
৩৫. কখন বৈষম্যমূলক দামনীতি লাভজনক?
৩৬. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
৩৭. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কী?
৩৮. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের ধর্মগুলো উল্লেখ কর।
৩৯. পূর্ণ প্রতিযোগী ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
৪০. ফার্মকে “দামগ্রহীতা” বলা হয় কেন?
গ বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. পছন্দ প্রকাশ তত্ত্ব কী? পছন্দ প্রকাশ তত্ত্বের দুর্বল স্বতঃসিদ্ধ ও সবল স্বতঃসিদ্ধ ধারণা দুটি ব্যাখ্যা কর।
২. মাত্রাগত উৎপাদন কী?
৩. চিত্রের সাহায্যে বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা কর।
৪. দেখাও যে, দাস প্রভাব = বিকল্প প্রভাব + আয় প্রভাব।
৫. একচেটিয়া বাজারে ফার্মের স্বাভাবিক ও অস্বাভাবিক মুনাফা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৬. মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
৭. শ্রমিকসংঘের মজুরি বৃদ্ধির ক্ষমতা নির্ধারণকারী বিষয়সমূহ ব্যাখ্যা কর। ব্যাখ্যা কর।
৮. পূর্ণ-প্রতিযোগিতার অধীনে প্যারেটো কাম্যতা ব্যাখ্যা কর।
৯. সামগ্রিক ভারসাম্যের ওয়ালরাস ক্যাসেল মডেল ব্যাখ্যা কর।
১০. পূর্ণপ্রতিযোগিতার অধীনে একটি ফার্মের অস্বাভাবিক মুনাফা ও লোকসান পরিস্থিতি ব্যাখ্যা কর।
১১. পূর্ণপ্রতিযোগিতা ও অপূর্ণপ্রতিযোগিতার বাজারের পার্থক্য লিখ।
১২. মোট উৎপাদন (TP), গড় উৎপাদন (AP) ও প্রান্তিক উৎপাদন (MP) এর মধ্যে সম্পর্ক দেখাও।
১৩. দেখাও যে উৎপাদনকারীর কোন উৎপাদন স্তরে উৎপাদন করা যুক্তিযুক্ত?
১৪. দেখাও যে, একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণপ্রতিযোগিতার বাজারের সম্পদের ব্যবহারের দক্ষতা বেশি।
১৫. প্যারেটো কাম্যতা কি? ইহার প্রান্তিক শর্তাবলি ব্যাখ্যা কর।
১৬. কব-ডগলাস উৎপাদন অপেক্ষক কি? ইহার বৈশিষ্ট্য লিখ।
১৭. পূর্ণপ্রতিযোগিতার অধীনে একটি শিল্পের ভারসাম্য ব্যাখ্যা কর।
১৮. এঞ্জেল রেখা কি? আয় ভোগ রেখা ও এঞ্জেল রেখার মধ্যে পার্থক্য লিখ ।
১৯. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য দেখাও।
২০. আয় ভোগরেখা থেকে কিভাবে এঞ্জেল রেখা পাওয়া যায়?
২১. রীজ লাইন কি?
২২. একজন উৎপাদনকারী দুটি রীজ লাইনের মধ্যবর্তী স্থানে উৎপাদন নির্ধারণ করে কেন?
২৩. স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়?
২৪. বদ্ধ ও মুক্ত উপাদান-উৎপাদন মডেলের পার্থক্য নির্দেশ কর।
২৫. একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
২৬. সমালোচনাসহ মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
২৭. অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উৎপাদন-উৎপাদন মডেল কি?
২৮. হকিন্স-সাইমন শর্তটি ব্যাখ্যা কর।
২৯. মার্শালীয় ও ওয়ালরাসীয় ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৩০. কখন মার্শালীয় ও ওয়ালারাসীয় বিশ্লেষণে ভারসাম্য স্থায়ী হয়?
৩১. প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৩২. ওয়ালরাস ক্যাসেলের (২×২×২) মডেলটি ব্যাখ্যা কর।
৩৩. মোট উৎপাদন (TP), গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদন (MP) এর সংজ্ঞা দাও।
৩৪. উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৩৫. পূর্ণপ্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য অবস্থার পার্থক্য ব্যাখ্যা কর।
৩৬. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ক্রমবর্ধমান খরচ অবস্থায় শিল্পের দীর্ঘমেয়াদি যোগান রেখা অঙ্কন কর।
৩৭. উপকরণ বাজারে মনোপসনি ও পণ্য বাজারে পূর্ণপ্রতিযোগিতা অবস্থায় দাম ও পরিমাণ নির্ধারণ কর।
৩৮. প্রথম ও দ্বিতীয় মাত্রার দাম বৈষম্যকরণ ব্যাখ্যা কর।
৩৯. বাইলেটারেল মনোপলি ও মনোপসনি বাজারের মধ্যে পার্থক্য কী?
৪০. কী কী কারণে একচেটিয়া কারবারের উৎপত্তি ঘটে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে অর্থনীতি ৩য় বর্ষ ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি pdf download সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও। কোর্সটিকায় আমরা অর্থনীতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post