কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া শুরু হয়েছে। আজকে ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এই সাজেশন অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাবে বলে আমরা আশাবাদী।
কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়ের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি। ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২২০১। এখানে, ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমার পেয়ে যাবে।
ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মিতব্যয়িতার অসামঞ্জস্যতা কী?
উত্তর: এডাম স্মিথ উপযোগ ও দামের সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে বলেন, যে দ্রব্যের উপযোগ বেশি সে দ্রব্যের দাম বেশি আর যে দ্রব্যের উপযোগ কম সে দ্রব্যের দাম কম হবে। কিন্তু তার এ বক্তব্য হিরা ও পানির ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। মূলত এভাবেই মিতব্যয়িতার অসামঞ্জস্যতা সৃষ্টি হয়।
২. অর্থের চাহিদা বলতে কী বুঝায়?
উত্তর: অর্থ বিনিময়ের মাধ্যম ও মূল্যের ভান্ডার হিসেবে কাজ করে। ফলে মানুষ অর্থ হাতে ধরে রাখতে চায়। এ ধরে রাখার প্রবণতাই অর্থের চাহিদা বুঝায়।
৩. AS রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়?
উত্তর: ক্লাসিক্যাল ধারণা মতে দামস্তরের পরিবর্তন সত্ত্বেও সামগ্রিক যোগান থাকে বলে AS রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়।
৪. সামগ্রিক চাহিদা রেখা কখন ভূমি অক্ষের সমান্তরাল হয়?
উত্তর: দামস্তর স্থির অবস্থায় সামগ্রিক চাহিদা (AD) রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়।
৫. দ্বৈত গণনাজনিত সমস্যা কী?
উত্তর: জাতীয় আয় গণনার সময় একই পণ্য দুবার বা তার চেয়ে বেশি সংখ্যক বার গণনার অন্তর্ভুক্ত করা হলে যে হিসাবগত জাতীয় আয় পাওয়া যাবে তা প্রকৃত জাতীয় আয় অপেক্ষা অনেক বেশি হবে। এ জাতীয় সমস্যাকে দ্বৈত গণনাজনিত সমস্যা বুঝায়। ৪০৯
৬. বিনিয়োগ গুণক কী?
উত্তর: বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বিনিয়োগ গুণক বলে। বিনিয়োগ গুণক K = জাতীয় আয়ের পরিবর্তন/বিনিয়োগের পরিবর্তন
৭. অর্থ গুণক কী?
উত্তর: সাধারণ কথায় অর্থ বা মুদ্রা গুণক বলতে অর্থের যোগান এবং আর্থিক ভিত্তি বা শক্তিশালী মুদ্রার অনুপাত বুঝায়।
৮. নিয়োগ গুণক কী?
উত্তর: প্রাথমিক নিয়োগের পরিবর্তনের ফলে মোট নিয়োগের পরিবর্তনের হারকে নিয়োগ গুণক বলে।
৯. ত্বরণ কাকে বলে?
উত্তর: ভোগের পরিবর্তনের কারণে কীভাবে বিনিয়োগের পরিবর্তন হয় তা প্রকাশ করাকে ত্বরণ বলে।
১০. স্বল্পমেয়াদি ভোগ অপেক্ষক, C = a + by এর পরিমিতি a ও b কী নির্দেশ করে?
উত্তর: C = a + by স্বল্পকালীন ভোগ অপেক্ষকে ‘a’ স্বয়ম্ভূত ভোগ এবং ‘b’ প্ররোচিত ভোগ নির্দেশ করে।
১১. MPC-এর মান 01 (এক) বলতে কী বুঝায়?
উত্তর: MPC এর মান ০১ (এক) বলতে বুঝায় আয়ের সবটুকু অংশই ভোগের ক্ষেত্রে ব্যয় হয়ে যায়। মানুষ তার আয়ের একটি অংশ ভোগ করে এবং একটি অংশ সঞ্চয় করে। MPC এর মান এক এর সমান হলে কোনো সঞ্চয় থাকে না।
১২. গড় ভোগ প্রবণতা (APC) কাকে বলে?
অথবা, গড় ভোগ প্রবণতা (APC) কী?
উত্তর: আমরা জানি, অর্থাৎ মোট ভোগবাজে APC = (Delta*C)/(Delta*Y) পরিবর্তনকে মোট আয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে APC পাওয়া যায়। তাই বলা যায় ভোগ ও আয়ের আনুপাতিক পরিবর্তনকে গড় ভোগ প্রবণতা (APC) বলে।
১৩. অস্থায়ী আয় কী?
উত্তর: অস্থায়ী আয় বলতে অপ্রত্যাশিত আয়কে বুঝায়। অস্থায় আয় হলো পরিমাপকৃত আয় ও স্থায়ী আয়ের ব্যবধান।
১৪. র্যাচেট প্রভাব কী?
অথবা, র্যাচেট ইফেক্ট কী?
উত্তর: সাধারণত আয় কমে গেলেও কোনো পরিবার পূর্বের ভোগ অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। ভোগের ক্ষেত্রে মানুষের এরূপ আচরণকে র্যাচেট প্রভাব বলে।
১৫. IRR এর পূর্ণরূপ কী?
উত্তর: IRR এর পূর্ণরূপ হলো Internal Rate of Return.
১৬. ত্বরণ বলতে কী বুঝায়?
উত্তর: ভোগব্যয় বাড়লে প্ররোচিত বিনিয়োগ বাড়ে। এই দুইয়ের অনুপাতকে ত্বরণ সহগ বলে।
১৭. অর্থ বাজার কী?
উত্তর: যে বাজার ঋণদাতা এবং ঋণগ্রহীতাদের মধ্যে সংযোগ তৈরি করে তাকে অর্থ বাজার বলা হয়।
১৮. সর্বাধিক তরল সম্পদ কী?
উত্তর: সর্বাধিক তরল সম্পদ অর্থ।
১৯. শক্তিশালী মুদ্রা কী?
উত্তর: কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালু সকল কাগজের নোট ও ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বিভিন্ন ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলে।
২০. অর্থের চাহিদা বলতে কী বুঝায়?
উত্তর: অর্থ বিনিময়ের মাধ্যম ও মূল্যের ভান্ডার হিসেবে কাজ করে। ফলে মানুষ অর্থ হাতে ধরে রাখতে চায়। এই ধরে রাখার প্রবণতাকে অর্থের চাহিদা বুঝায়।
২১. ফিশারের সমীকরণের V এবং ক্যামব্রিজ সমীকরণের K এর মধ্যে কীরূপ সম্পর্ক?
উত্তর: ফিশারের সমীকরণের V এবং ক্যামব্রিজ সমীকরণের K এর মধ্যে একে অপরের বিপরীত সম্পর্ক বিদ্যমান।
২২. অর্থের প্রচলন গতি কী?
অথবা, অর্থের লেনদেন গতি বা প্রচলন গতি কী?
উত্তর: এক একক অর্থ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার। হয় তাকে অর্থের প্রচলন গতি বলে।
২৩. অর্থ গুণকের সূত্রটি লেখ।
উত্তর: অর্থ গুণকের সূত্রটি হলো- M = M / B
২৪. IS-LM মডেলের সংজ্ঞা দাও।
উত্তর: দ্রব্য বাজার ও অর্থ বাজার একযোগে ভারসাম্য উপনিত হওয়াকে IS-LM মডেল বলে।
২৫. বিনিয়োগ বৃদ্ধি পেলে বা পরিবর্তন হলে IS রেখা কোন দিকে স্থানান্তর হবে?
উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পেলে বা পরিবর্তন হলে IS রেখা ডানদিকে স্থানান্তর হবে।
২৬. LM রেখা কখন ভূমি অক্ষের সমান্তরাল হয়?
উত্তর: চরম কেইনসীয় মডেলে LM রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়।
২৭. তারল্য ফাঁদ কী?
উত্তর: সুদের হারের যে পর্যায়ে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে তাকে তারল্য ফাঁদ বলা হয়।
২৮. ডিস-ইনফ্লেশন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিত উপায়ে নিয়োগ না কমিয়ে অধিক মুদ্রাস্ফীতিকে নামিয়ে আনা যায় তাকে ডিস-ইনফ্লেশন বলে।
২৯. প্রকৃত মজুরি কাকে বলে?
উত্তর: শ্রমের মজুরি যখন দ্রব্যসামগ্রী বা সেবার ভিত্তিতে প্রকাশ করা হয় তখন তাকে প্রকৃত মজুরি বলে।
৩০. AS রেখা কখন উল্লম্ব অক্ষের সমান্তরাল হয়?
উত্তর: সাধারণত ক্লাসিক্যাল অঞ্চলে AS রেখা উলম্ব অক্ষের সমান্তরাল হয়।
৩১. অপূর্ণ নিয়োগের ভারসাম্য কাকে বলে?
উত্তর: কার্যকরী চাহিদার অভাবে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বন্ধ করলে ঐ অবস্থায় অর্জিত ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে। প্রচলিত মজুরিতে যখন সকল শ্রমিক কাজ না পায় ঐ অবস্থাকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে।
৩২. বেকারত্বের স্বাভাবিক হার বলতে কী বুঝায়?
উত্তর: যতটুকু বেকারত্ব একটি দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সংগতিপূর্ণ এবং অর্থনৈতিক উন্নয়নের পথে কোনো সমস্যা সৃষ্টি করেনা তাকে বেকারত্বের স্বাভাবিক হার বুঝায়।
৩৩. আর্থিক নীতির দুটি পরিমাণগত হাতিয়ার উল্লেখ কর।
উত্তর: আর্থিক নীতির দুটি পরিমাণগত হাতিয়ার হলো- i. ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম রিজার্ভ নীতি অনুসরণ করতে পারে এবং ii. কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য সদস্য ব্যাংকের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণপত্র ক্রয়-বিক্রয় করতে পারে।
৩৪. ক্রাউডিং আউট প্রভাব কী?
উত্তর: সরকারের ব্যয় বিনিয়োগ ও জাতীয় আয় বৃদ্ধির সহায়ক না হয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে ক্রাউডিং আউট প্রভাব বলা হয়।
৩৫. ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ তাড়িত মূল্যস্ফীতি কাকে বলে?
উত্তর: উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদিত পণ্যের খরচ বৃদ্ধি পায়। ফলে সামগ্রিক যোগান হ্রাসের মাধ্যমে দ্রব্যের দামস্তর বৃদ্ধি পায়। এ অবস্থাকে ব্যয় বৃদ্ধিজনিত বা খরচ তাড়িত মূল্যস্ফীতি বলে।
৩৬. মার্ক আপ মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর: উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মুনাফা অর্জনের প্রত্যাশার ওপর যে মুদ্রাস্ফীতি নির্ভরশীল তাকে মার্ক আপ মুদ্রাস্ফীতি বলে।
৩৭. কার্যকর চাহিদা বলতে কী বুঝ?
উত্তর: সামগ্রিক যোগানের যে স্তরে সামগ্রিক চাহিদা সমতা লাভ করে সেখানেই কার্যকর চাহিদা নির্ধারিত হয়।
৩৮. ‘Stop and Go’ পলিসি কাকে বলে?
উত্তর: মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার কর্তৃক রাজত্ব নীতি ও আর্থিক নীতি প্রয়োগ ও স্থগিত করা এবং পুনরায় প্রয়োগ করার নীতিকে থাম এবং যাও নীতি বলা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন?
২. যোগান শকস বলতে কী বুঝ?
৩. ক্লাসিক্যাল ও কেইনসীয় সামগ্রিক চাহিদা রেখার পার্থক্য দেখাও।
৪. অতি গুণক কী?
৫. সাধারণ বিনিয়োগ গুণক ও অতি গুণকের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৬. কেইনসীয় মডেলকে ক্লাসিক্যাল মডেলের কতটুকু সম্প্রসারণ বলা যায়।
৭. দেখাও যে, ভারসাম্য বাজেট গুণকের মান সবসময় এককের সমান হয় না।
৮. র্যাচেট প্রভাব ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৯. মূলধন ও বিনিয়োগের পার্থক্য দেখাও।
১০. ব্যবসায়িক স্থির বিনিয়োগ ও ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, স্থির বিনিয়োগ ও ইনভেন্টরি বিনিয়োগের মধ্যে বিভেদ তুলে ধর।
১১. আপেক্ষিক ও পরিমাপকৃত আয় কী?
১২. M1, M2, M3, এবং M4 ধারণাসমূহ ব্যাখ্যা কর।
১৩. IS রেখা ভানদিকে নিম্নগামী হয় কেন?
১৪. LM রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা কর।
১৫. কেইনসের সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান রেখার ভিত্তিতে IS রেখা অঙ্কন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৬. চিত্রের সাহায্যে ক্লাউডিং আউট প্রভাব ব্যাখ্যা কর।
১৭. শ্রমের যোগানের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৮. প্রকৃতি মজুরির নির্ধারকগুলো কী কী?
১৯. ভারসাম্য বেকারত্ব কী?
২০. চক্রবিরোধী রাজস্ব নীতি কী?
২১. মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক কী?
অথবা, মুদ্রাস্ফীতি ব্যবধান ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২২. স্বল্পমেয়াদি ফিলিপস রেখা থেকে কীভাবে দীর্ঘমেয়াদি ফিলিপস রেখা পাওয়া যায়?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামগ্রিক ভারসাম্যের স্থিতিশীলতার শর্তসমূহ কী?
২. দ্বিতীয় ভারসাম্য মডেলটি সমীকরণ ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৩. কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা, আয় নির্ধারণের সরল কেইনসীয় মডেলটি ব্যাখ্যা কর।
অথবা, শ্রম বাস্তবায়নের প্রেক্ষিতে সরল মন্দা মডেলটি ব্যাখ্যা কর।
৪. অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগস্তরে পৌছানোর উপায় কী? এ প্রসঙ্গে কেইনসের সুপারিশ ক্রস ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা কর।
৫. দেখাও যে, ভারসাম্য বাজেট গুণকের মান একের সমান।
৬. আমদানি বাণিজ্য পুণকের মান ঋণাত্মক হয় কেন?
৭. ডুসেনবেরির ভোগ তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, আপেক্ষিক আয় ধারণার সাহায্যে ভুসেনবেরি কীভাবে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয়সাধন করেন?
অথবা, ডুসেনবেরীর উপসিদ্ধান্ত অনুসারে দেখাও যে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক অসমানুপাতিক কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সমানুপাতিক।
৮. স্থায়ী আয় কী? ক্রিডম্যানের স্থায়ী আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা কর।
৯. 0 < MPC < 1 এর তাৎপর্য ব্যখ্যা কর।
১০. মূলধন মজুতের সামঞ্জস্যকরণ ধারণাটি ব্যাখ্যা কর।
১১. অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে ফ্রিডম্যানের মতবাদ সমালোচনামূহ ব্যাখ্যা কর।
১২. টোবিনের তারল্য পছন্দ তত্ত্ব কোন অর্থে কেইনসের তত্ত্বের চেয়ে উন্নত? ব্যাখ্যা কর।
১৩. বোমলের অর্থের চাহিদা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
অথবা, বোমলের অর্থের লেনদেন চাহিদার ইনভেনটরি পদ্ধতি বর্ণনা কর।
১৪. দ্রব্য বাজারের ভারসাম্য মডেল থেকে IS রেখা অঙ্কন কর।
১৫. নিম্নোক্ত অবস্থায় LM রেখার স্থানান্তর নির্দেশ কর:
ক. অর্থের যোগানের পরিবর্তন,
খ. অর্থের ফটকা চাহিদার পরিবর্তন।
১৬. দেওয়া আছে, C = 200 + 0.75Y, I = 100 – 50i, M_{1} = 0.25Y, M_{2} = 100 – 40i, Ms = 200.
i. IS ও LM সমীকরণ নির্ণয় কর,
ii. ভারসাম্য সুদের হার ও জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
১৭. দেওয়া আছে,
C = 0.8(1 – t) * Y
T = 0.20,
I = 500 – 3i ,
G = 800,
L = 0.25Y – 50i
M=600.
i. IS ও LM সমীকরণ নির্ণয় কর।
ii. ভারসাম্য আয়স্তর এবং সুদের হার নির্ণয় কর।
১৮. শ্রমের চাহিদার নির্ধারকগুলো কী ব্যাখ্যা কর।
১৯. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা কর।
২০. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় চক্রবিরোধী রাজস্ব নীতি কার্যকারিতা ব্যাখ্যা কর।
২১. স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২২. বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রতিরোধের উপায়সমূহ লেখ।
২৩. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সহনীয় অঞ্চল বলতে কী বুঝ? ফিলিপস রেখার সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা, ফিলিপস রেখার সাহায্যে মুদ্রাস্ফীতির হার ও বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
উপরে ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হলো। সাজেশনটিতে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post