প্রতিবছরে একবার একমাস রোজার পরে ঈদ পালন করা হয়। এই রোজায় প্রতিদিন সেহেরি ও ইফতারের মাধ্যমে রোজা শুরু ও শেষ করা হয়। রোজার মাসে সেহেরি ও ইফতার খাওয়ার সময় সেহেরি ও ইফতারের দোয়া গুলো পড়ে সেহেরি কিংবা ইফতার শুরু করা উচিত।
দ্রুত ইফতার করা নবী (সাঃ) এর সুন্নত। সারাদিন রোজা রেখে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার শুরু করা উচিত। কোরআন ও হাদিস অনুযায়ী নবী (সাঃ) ইফতারের সময় যে দোয়া পাঠ করতেন, সে দোয়াগুলোই আজকে আপনাদের জানাবো।
নবী (সা.) বলেন, রোজাদার এর জন্য আনন্দ হচ্ছে দুটি। প্রথমটি হচ্ছে যখন সে সারাদিন রোজা রেখে ইফতার করে অন্যটি হচ্ছে যখন যে রবের সাথে সাক্ষাৎ করবে। (তিরমিজি, হাদিস: ৭৬৬)
ইফতারের দোয়া
দোয়া কবুলের জন্য দোয়া কুনুত পড়ার পাশাপাশি ইফতারের সময় হচ্ছে দোয়া কবুলের সময়। তাই এই সময়ে নবী (সাঃ) যেভাবে ইফতার শুরু ও শেষ করতেন সেভাবেই ইফতার শুরু ও শেষ করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে।
হাদিস অনুযায়ী নবী (সাঃ) যে দোয়াগুলো পাঠ করে ইফতার শুরু ও শেষ করতেন সেই দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থগুলো জেনে আসি চলুন-
ইফতার শুরু করার আগে ইফতারের দোয়া দোয়া
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতার শুরু করার দোয়া বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।” (আবু দাউদ, হাদিস: ২৩৫৮)
ইফতার শুরু করার দোয়া বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।
উক্ত দোয়াটি হচ্ছে ইফতার শুরুর আগের দোয়া। উক্ত দোয়াটি পড়ে ইফতার শুরু করতে হবে। ইফতার করাকালীন বা ইফতার শেষ করাকালীন আরও একটি দোয়া রয়েছে। আমরা এখন সেই দোয়াটি জানবো।
ইফতার করাকালীন বা ইফতার শেষ করে যে দোয়া পড়তে হবে
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
ইফতার করার সময় দোয়ার বাংলা উচ্চারণ: “জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উরুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।”
ইফতার করার সময় দোয়ার বাংলা অর্থ: “ইফতার করার মাধ্যমে পিপাসা দূর হলো; শিরা ও উপসিরা সিক্ত হলো আল্লাহ যদি চান তাহলে সাওয়াবও স্থির হবে।” (আবু দাউদ, হাদিস: ২৩৫৭)
ইফতার করাকালীন বা ইফতার শেষ করার পরে উক্ত দোয়া পড়তে হবে।
সবশেষে যা জানা দরকার
প্রতি বছরে একবার রোজা আসে। এই রোজার মাসে সকলের উচিত রোজা রেখে, যাকাত দিয়ে ও অন্যান্য আমল বেশী করে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই রোজার মাসে হাদিসে নবী (সাঃ) এর দেখানো দোয়াগুলো অনুযায়ী ইফতারের দোয়া গুলো পড়ে করে ইফতার করা উচিত। সেটিই আমাদের সকলের জন্য কল্যাণ ও বরকতময়।
Discussion about this post