জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন হাদিসশাস্ত্র অধ্যায়ন
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন
বিষয় কোড: ১২১৮০১
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ঈমান কী?
উত্তর: ঈমান শব্দের অর্থ আনুগত্য করা, স্বীকৃতি দেয়া, বিশ্বাস করা, নির্ভর করা ইত্যাদি।
২. সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে?
উত্তর: সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা (রা.)।
৩. (শাহাদাতুন) শব্দের অর্থ কী?
উত্তর: (শাহাদাতুন) শব্দের অর্থ ও সাক্ষ্য, প্রমাণ।
৪. (আল ইসলাম) শব্দের অর্থ কী?
উত্তর: (আল ইসলাম) অর্থ বাহ্যিক আনুগত্য প্রকাশ করা, বশ্যতা স্বীকার করা, ইসলাম ধর্মে প্রবেশ করা।
৫. হাদিস কোন ধরনের ওহী?
উত্তর: হাদিস হলো ওহী গাইরে মাতলু।
৬. হাদিসে গরিব কী?
উত্তর: যে হাদিস কোন যুগে মাত্র একজন বারি বর্ণনা করেছেন তাই হাদিসে গরিব।
৭. ইহসান বলতে কী বুঝায়?
উত্তর: ইহসান হলো সকল ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ সদাচরণ ও সুন্দর নীতি অবলম্বন করা।
৮. (হিজরত) অর্থ কী?
উত্তর: হিজরত অর্থ পরিত্যাগ করা, সম্পর্কচ্ছেদ করা।
৯. (ওয়াফদুন) অর্থ কী?
উত্তর: ওয়াফদুন অর্থ প্রতিনিধি দল।
১০. (গিবত) শব্দের অর্থ কী?
উত্তর: (গিবত) শব্দের অর্থ পরনিন্দা করা।
১১. (বিদ’আত) শব্দের অর্থ কী?
উত্তর: (বিদ’আত) শব্দের অর্থ নমুনা ছাড়া কোন কিছু বানানো, নতুন আবিষ্কার করা, নতুন কিছু উদ্ভাবন করা।
১২. সনদ কাকে বলে?
উত্তর: জমহুর মুহাদ্দিসগনের মতে, হাদীস বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতাকে সনদ বলে।
১৩. আকিদাহ অর্থ কী?
উত্তর: আকিদাহ অর্থ বিশ্বাস।
১৪. (ইলমুল) শব্দের অর্থ কী?
উত্তর: (ইলমুল) শব্দের অর্থ বিদ্যা, জ্ঞান, জানা ইত্যাদি।
১৫. মৎস্যকুল কাদের জন্য দোয়া করে?
উত্তর: মৎস্যকুল তালিবে ইলমদের জন্য দোয়া করে।
১৬. সদকায়ে জারিয়া অর্থ কী?
উত্তর সদকায়ে জারিয়া অর্থ যে দানের সওয়াব রহমান থাকে।
১৭. মালাইকা শব্দের অর্থ কী?
উত্তর: মালাইকা শব্দের অর্থ ফেরেশতাগণ।
১৮. ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি?
উত্তর: ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করা।
১৯. (শু’ বাতুন) অর্থ কী?
উত্তর: (শু’বাতুন) অর্থ শাখা প্রশাখা, গাছের ডাল।
২০. (আনা কাসিমুন) অর্থ শব্দের অর্থ কী?
উত্তর: (আনা কাসিমুন) শব্দের অর্থ আমি বন্টন করি।
২১. নবীগণ উত্তরাধিকার স্বরূপ কী রেখে গেছেন?
উত্তর: নবীগণ উত্তরাধিকার রেখে গেছেন ইলম বা জ্ঞান।
২২. ‘বিদ্যা ও জ্ঞানপিপাসু কখনো তৃপ্ত হয় না।’- এটি কার বাণী?
উত্তর: ‘বিদ্যা ও জ্ঞানপিপাসু কখনো তৃপ্ত হয় না।’- এটি রাসূল (স.) এর বাণী।
২৩. হিকমাহ শব্দের অর্থ কী?
উত্তর: হিকমাহ শব্দের অর্থ ও প্রজ্ঞা, বিচক্ষণতা, বিজ্ঞতা।
২৪. দীনি ইলম শিক্ষা করা কী?
উত্তর: দীনি ইলম শিক্ষা করা ফরজ।
২৫. ইসলামী শিক্ষার উদ্দেশ্য কী?
উত্তর: ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো কুরআন-হাদীসের আদর্শে সর্বোত্তম জীবন পরিচালনা করা।
২৬. পৃথিবীতে সব মানুষের শিক্ষক কে?
উত্তর: পৃথিবীতে সব মানুষের শিক্ষক হলেন হযরত মুহাম্মদ (স.)।
২৭. কাদের সম্মানে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন?
উত্তর: দীনি অন্বেষণকারীদের সম্মানে ফেরেশতাগণ তাদের ডানাসমূহ জমিয়ে বিছিয়ে দেন।
২৮. পৃথিবীতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত কী?
উত্তর: পৃথিবীতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত তথ্যবিদ্যা।
২৯. ‘আলিমের ঘুম জাহিলের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।’- এটি কার বাণী?
উত্তর: ‘আলীমের ঘুম জাহিরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।’- এটি রসুল (স.) এর বাণী।
৩০. দীনি ইলম গোপনকারীর শাস্তি কী?
উত্তর: দীনি ইলম গোপনকারীকে কিয়ামতের দিন আগুনের পরিয়ে লাগাম দেওয়া হবে।
৩১. কারা আল্লাহ কে বেশি ভয় পায়?
উত্তর: আলিমগণ আল্লাহ কে বেশি ভয় পায়।
৩২. কাদের সাথে হাসান করা বৈধ?
উত্তর: জ্ঞানী ও দানশীল বিত্তবানদের সাথে হাসাদ করা বৈধ।
৩৩. মালাইকা শব্দের অর্থ কী?
উত্তর: মালাইকা শব্দের অর্থ ফেরেশতাগণ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. হাদিসে মুতাওয়াতির বলতে কী বুঝায়?
২. সুন্নাহ বলতে কী বুঝায়? সুন্নাহ ও আসারের মধ্যে পার্থক্য কী লেখ।
৩. সিহাহ সিত্তাহ কী? সিহাহ সিত্তার গ্রন্থগুলোর নাম লেখ।
৪. ইমাম আবু দাউদের (রহ.) এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. তাওহীদ বিশ্বাসের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
৬. হাদিসের আলোকে সংক্ষেপে রাসূল (স.) এর প্রতি ভালোবাসার গুরুত্ব লেখ।
৭. আজান কখন ও কীভাবে শুরু হয়? সংক্ষেপে লেখ।
৮. সালাতের আরকান আলোচনা কর।
৯. সালাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।
১০. ইমামগণের মতভেদসহ সালাতের শেষ সময় সংক্ষেপে বর্ণনা কর।
১১. হজের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
১২. কিয়ামতের কয়েকটি আলামত উল্লেখ কর।
১৩. হাদিসের আলোকে জ্ঞান অর্জন কারীর মর্যাদা সংক্ষেপে বর্ণনা কর।
১৪. কুরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য সংক্ষেপে বর্ণনা কর।
১৫. সংক্ষেপে তাবলীগের গুরুত্ব আলোচনা কর।
১৬. মুমিনের সংজ্ঞা দাও। ইমানের কী হ্রাস বৃদ্ধি ঘটে? ঈমানের স্থান বর্ণনা কর।
১৭. নিশাপুর যাকাতের হার সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
১৮. শাওমের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব আলোচনা কর।
১৯. ঈমানের সংজ্ঞা দাও। মুমিন হওয়ার উপায় গুলি বর্ণনা কর।
২০. ইহসানের পরিচয় দাও। ইহসানের প্রকারভেদ বর্ণনা কর। ইহসানের উপায় সমূহ আলোচনা কর।
গ-বিভাগ রচনামূলক প্রশ্নবলি
১. হাদিস সংকলনের ইতিহাস বর্ণনা কর।
২. হাদিস কাকে বলে? উহা কত প্রকার ও কী কী?
৩. ইমাম বুখারী (রহ.) এর জীবনী লেখ এবং হাদীসশাস্ত্রে তার অবদান মূল্যায়ন কর।
৪. ইমাম মুসলিমের সংক্ষিপ্ত জীবনী ও হাদীসশাস্ত্রে তার অবদান আলোচনা কর।
৫. ইমামগনের মতভেদসহ পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়ের বিবরণ দাও।
৬. ইহসান কাকে বলে? হাদিসের আলোকে ইহসানের গুরুত্ব আলোচনা কর।
৭. বিদ’আত কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। বিদ’আত এর পরিণাম বর্ণনা কর।
৮. ইলম বলতে কী বুঝায়? হাদিসের আলোকে ইলম অর্জনের গুরুত্ব বর্ণনা কর।
৯. ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
১০. হাদিসের আলোকে জ্ঞান অর্জন কারী মর্যাদা সংক্ষেপে বর্ণনা কর।
১১. কুরআন ও হাদিস এর মধ্যকার পার্থক্য সংক্ষেপে বর্ণনা কর।
১২. ওহী অবতীর্ণ এর পদ্ধতি কয়টি ও কী কী আলোচনা কর।
১৩. হাদিসে কুদসি ও হাদীসে নববির মধ্যে পার্থক্য কি?
১৪. হাদিসের আলোকে ইসলামের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ইসলামিক স্টাডিজ ৩য় পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post