আজকের বিষয়: ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র সাজেশন ফিকহশাস্ত্র অধ্যয়ন
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড: ১২১৮০৩
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ফিকহের বিষয়বস্তু কী?
উত্তর: ফিকহের বিষয়বস্তু হচ্ছে বিধিবিধান উপযোগী বান্দার যাবতীয় কার্যাবলি।
২. ফিকহ শব্দের অর্থ কী?
উত্তর: ফিকহ শব্দের অর্থ জানা, বুঝা, অনুধাবন করা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা, গভীর অভিজ্ঞতা, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি ইত্যাদি।
৩. ফিকহশাস্ত্রে মূল উৎস কয়টি?
উত্তর: ফিকহশাস্ত্রে মূল উৎস ৪টি।
৪. ইজমা শব্দের অর্থ কী?
উত্তর: ইজমা শব্দের অর্থ ঐকমত্য, একমতহওয়া, সর্বসম্মত সিদ্ধান্ত ইত্যাদি।
৫. কিয়াস শব্দের অর্থ কী?
উত্তর: কিয়াস শব্দের অর্থ তুলনা করা, অনুমান করা, আন্দাজ করা, ধারণা করা ইত্যাদি।
৬. ইজতিহাদ কী?
উত্তর: ইজতিহাদ হলো বিশ্বাসগত ও কর্মজাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্ত প্রচেষ্টা।
৭. মাযহাব শব্দের অর্থ কী?
উত্তর: মাযহাব শব্দের অর্থ মত, পথ ও পন্থা ইত্যাদি।
৮. ওজুর ফরজ কয়টি?
উত্তর: ওজুর ফরজ ৪টি।
৯. ওজুর জন্য পানি পাওয়া না গেলে কী করতে হয়?
উত্তর: ওজুর জন্য পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে হয়।
১০. তায়াম্মুয়ের মধ্যে ফরজ কয়টি?
উত্তর: তায়াম্মুয়ের মধ্যে ফরজ ৩টি। যথা- ১. নিয়ত করা, ২. মুখমন্ডল মাসেহ করা, ৩. উবয় হাত কনুইসচ মাসেহ করা।
১১. সালাত ইসলামের কততম স্তম্ভ?
উত্তর: সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ।
১২. সালাত কখন ফরজ হয়?
উত্তর: সালাত দ্বিতীয় হিজরির মিরাজের রাত্রিতে ফরজ হয়।
১৩. সালাতের আহকাম কয়টি?
উত্তর: সালাতের আহকাম ৬টি।
১৪. বিতর শব্দের অর্থ কী?
উত্তর: বিতর শব্দের অর্থ বিজোড়।
১৫. কখন জুমার নামাজ ফরজ হয়েছিল?
উত্তর: জুমার নামাজ দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল।
১৬. আজান শব্দের অর্থ কী?
উত্তর: আজান শব্দের অর্থ ডাকা, আহব্বান করা।
১৭. মুসাফির কী?
উত্তর: যে ব্যক্তি ভ্রমণের নিয়তে বাড়ি থেকে ৪৮ মাইল সফর করবে এবং যেখানে সর্বোচ্চ ১৫ দিন অবস্থানের নিয়ত করবে তিনিই মুসাফির।
১৮. সালাতের ফরজ কয়টি?
উত্তর: সালাতের ফরজ ১৩টি।
১৯. কাদের ওপর জুমার নামাজ ওয়াজিব?
উত্তর: প্রত্যেক প্রাপ্তবয়স্ক, স্বাধীন, দৃষ্টিটসম্পন্ন, সুস্থ, স্থায়ী বাসিন্দা, জ্ঞানবান স্থায়ী বাসিন্দার ওপর জুমার নামাজ ওয়াজিব।
২০. সাওম কাকে বলে?
উত্তর: সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পানাহারও যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সাওম বলে।
২১. রোজার কাফফারা কী?
উত্তর: রোজার কাফফারা হলো একাধারে ৬০টি রোজা রাখা, এতে অক্ষম হলে ৬০ জন মিসকিনকে দুই বেলা খাওয়ানো, তাতেও যদি অক্ষম হয় তবে একজন গোলামকে আজাদ করা।
২২. সাওমের মূল উদ্দেশ্য কী?
উত্তর: সাওমের মূল উদ্দেশ্য হলো তাকওয়া করা।
২৩. কখন সাহরি খেতে হয়?
উত্তর: সুবহে সাদিকের পূর্বে সাহরি খেতে হয়।
২৪. ইতিকাফ অর্থ কী?
উত্তর: ইতিকাফ অর্থ বিচ্ছিন্ন হওয়া, নিঃসঙ্গ থাকা, অবস্থান করা, নিবেদিত হওয়া ইত্যাদি।
২৫. সাওমে বেসাল কী?
উত্তর: সাওমে বেসাল হলো না খেয়ে একধারে রোজা রাখা।
২৬. রোজা কী ধরনের ইবাদাত?
উত্তর: রোজা শারীরিক ইবাদাত।
২৭. বছরে কয়দিন রোজা রাখা হারাম?
উত্তর: বছরে ৫দিন রোজা রাখা হারাম।
২৮. রোজার নিয়তের বিধান কী?
উত্তর: রোজার নিয়তের বিধান হলো ফরজ।
২৯. লাইলাতুল কদর অর্থ কী?
উত্তর: লাইলাতুল কদর অর্থ সম্মানিত/মহিমান্বিত রাত।
৩০. কাজা শব্দের অর্থ কী?
উত্তর: কাজা শব্দের অর্থ অপূণাঙ্গ, অপূর্ণ, অর্ধবিনষ্ট ইত্যাদি।
৩১. সাওম শব্দের অর্থ কী?
উত্তর: বিরত থাকা, সংযমী হওয়া, সাধনা করা, চুপ থাকা ইত্যাদি।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. ফিকহ এর সংজ্ঞা দাও।
অথবা, ফিকহ বলতে কি বুঝায়?
২. মাযহাবের সংজ্ঞা দাও।
৩. ইমাম আবু হানিফা (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী লেখ।
৪. মাযহাব উৎপত্তির কারণ কী কী ?
৫. ইজতিহাদ বলতে কী বুঝ? সংক্ষেপে লেখ।
৬. তাহারাত বলতে কী বুঝ?
অথবা, তাহারাত কাকে বলে
৭. তাহারাত কত প্রকার ও কী কী ?
৮. ওযুর ফরজ কয়টি ও কী কী ?
৯. গোসল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা কর।
১০. গোসলের ফরজ কয়টি ও কী কী ?
১১. তায়াম্মুম কোন অবস্থায় কার জন্য জায়েজ সংক্ষেপে লেখ।
১২. সালাত বলতে কী বুঝ?
অথবা, সালাত কি?
১৩. সালাতের ধর্মীয় গুরুত্ব কী ?
১৪. সালাতের আরকান আলোচনা কর।
১৫. ব্যক্তিজীবনে নামাজের তাৎপর্য আলোচনা কর।
১৬. কোন কোন সময় সালাত আদায় করা নিষিদ্ধ এবং কেন?
১৭. সালাত ভঙ্গের কারণ কী ?
১৮. সালাতের অধ্যাত্মিক শিক্ষা আলোচনা কর।
১৯. বিতর সালাত কত রাকাত? উহা আদায়ের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
২০. সাওমের প্রকারভেদ লেখ।
২১. সাওমের অধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা কর।
২২. সাদাকাতুল ফিতর বলতে কী বুঝ?
২৩. সাদাকাতুল ফিতরের পরিমাণ উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. ফিকহ বলতে কী বুঝ? ফিকহ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. ইমাম শাফেয়ী (রহ.) এর জীবনী লেখ এবং ফিকহশাস্ত্রের তার অবদান আলোচনা কর।
অথবা, ফিকহশাস্ত্রের ইমাম শায়েফি (রহ.) অবদান আলোচনা কর।
৩. কোন কোন পানির ধারা তাহারাত অর্জন করা বৈধ এবং কোন কোন প্রাণী দ্বারা তারা অর্জন করা বৈধ নয়? বর্ণনা কর।
৪. তাহারাত এর সংজ্ঞা দাও। কোন কোন পানি ধারা তাহারা অর্জন বৈধ এবং কোন কোন প্রাণী দ্বারা বৈধ নয়? বর্ণনা কর।
৫. ওযুর ফরজ কয়টি ও কী কী? ওযু ভঙ্গের কারণ গুলো বর্ণনা কর।
৬. পানির প্রকারভেদে হুকুমসহ বিশদভাবে আলোচনা কর।
৭. গোসল এর সংজ্ঞা দাও। কত প্রকার ও কী কী ?
গোসলের ফরজ কয়টি ও কী কী ? গোসল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা কর।
৮. ইমামগণের মতামতসহ সালাতের ওয়াজিবসমূহ লেখ।
৯. নাজাসাত কাকে বলে? এটা কত প্রকার ও কী কী ? বিস্তারিত আলোচনা কর।
১০. সালাতুল ফজরের প্রথম সময় এবং সালাতুল মাগরিবের শেষ সময় সম্পর্কে ইমামদের মতভেদসহ আলোচনা কর।
১১. বিতর সালাতের হুকুম কী? এর রাকআত সংখ্যা কত? ইমামদের মতবাতসহ বিস্তারিত আলোচনা কর।
১২. জামাআতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা কর।
১৩. সালাতের মধ্যে আমিন উচ্চস্বরে বলা কী বৈধ? এ ব্যাপারে ইমামদের অভিমত কী? প্রমানসহ আলোচনা কর।
১৩. মুসাফির কী? মুসাফির অবস্থায় সালাত আদায়ের বিধান লেখ।
১৪. মুসাফির ও রুগণ ব্যক্তির শাওমের বিধান বর্ণনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post