আজকের সাজেশন: অনার্স ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসলামী ধর্মীয় নীতি প্রতিষ্ঠান সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি
ইসলামী ধর্মীয় নীতি প্রতিষ্ঠান সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি
বিষয় কোড ২৩১৬১৫
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১.মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর: মুরজিয়া শব্দের অর্থ স্থগিতকরণ বা মুলতবি রাখা।
২.পবিত্র কুরআন কত বছর ধরে নাযিল হয়?
উত্তর: পবিত্র কুরআন ২৩ বছর ধরে নাযিল হয়।
৩. পবিত্র কুরআনের প্রথম নাযিলকৃত সূরা কোনটি?
উত্তর: পবিত্র কুরআনে প্রথম নাযিলকৃত সূরা আল আলাক।
৪. পবিত্র কুরআনের সূরাসমূহ কয় ভাগে বিভক্ত?
উত্তর: পত্র কুরআনের সূরা সমূহ দুই ভাগে বিভক্ত। যথা; ১.মাক্কী সূরা এবং ২. মাদানী সূরা।
৫. হাদিস কী?
উত্তর: মানবী (সঃ) এর কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদীস বলা হয়।
৬. হাদিসের কয়টি অংশ?
উত্তর: হাদিসের দুটি অংশ।
৭. ইজমা কী?
উত্তর: কোন কাজ বা কথার উপর এক যুগের ন্যায়বান মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইজমা বলে।
৮. কিয়াস কী?
উত্তর: সাদৃশ্যমূলক সিদ্ধান্তকে কিয়াস বলা হয়।
৯. ইজতিহাদ কী?
উত্তর: শরীয়তের কোন নির্দেশ সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে সর্বাঙ্গীণ চেষ্টা ও সাধনা করার ইজতিহাদ বলে।
১০. ঈমান কী?
উত্তর: ইসলামের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাই হল ঈমান।
১১. রিসালাত শব্দের অর্থ কী?
উত্তর: রিসালাত শব্দের অর্থ চিঠি প্রেরন করা, সংবাদ পাঠানো, খবর পৌঁছানো ইত্যাদি।
১২. ’খাতামুন নাবিয়্যিন’ অর্থ কী?
উত্তর: খাতামুন নাবিয়্যিন’ অর্থ নবুওয়াতের সমাপ্তি।
১৩. তাকবীর শব্দের অর্থ কী?
উত্তর: শব্দের অর্থ ভাগ্য নির্ধারণ বা নির্ধারিত ভাগ্য।
১৪. শাওম শব্দের অর্থ কী?
উত্তর: শাওম শব্দের অর্থ বিরত থাকা।
১৫. রোজাকে আরবিতে কী বলা হয়?
উত্তর: রোজাকে আরবিতে শাওম বলা হয়।
১৬. কাসিদা কী?
উত্তর: কাসিদা হলো আরবের প্রেমবিষয়ক গীতিকবিতা।
১৭. সাবাআ মুয়াল্লাকাত কী?
উত্তর: সাবাআ মুয়াল্লাকাত হল সাতটি ঝুলন্ত কবিতা।
১৮. আরবের ‘শেক্সপিয়র’ বলা হয় কাকে?
উত্তর: আরবের ‘শেক্সপিয়র’ ইমরুল কায়েসকে বলা হয়।
১৯. শায়ের ই রাসুল কার উপাধি?
উত্তর: শায়ের ই রাসুল হাসান বিন সাবিতের উপাধি।
২০. মাকামাত সাহিত্যকী?
উত্তর: মাকামা সাহিত্য হল রম্য রচনামূলক সাহিত্য।
২১. ফেরদৌসী কোন দেশের কবি ছিলেন?
উত্তর: ফেরদৌসী পারস্যের কবি ছিলেন।
২২. ‘শাহনামা’ এর রচয়িতা কে?
উত্তর: ‘শাহনামা’ এর রচয়িতা কবি ফেরদৌসী।
২৩. ‘রুবাইয়াত’ এর রচয়িতা কে
উত্তর: ‘রুবাইয়াত’ এর রচয়িতা ওমর খৈয়াম।
২৪. ‘গুলিস্ত’ ও ‘বুস্তা’ কার রচিত?
উত্তর: গুলিস্তা ও বুস্তা শেখ সাদী রচিত।
২৫. ‘কানুন ফিত তিব্ব’ গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: ‘কানুন ফিত তিব্ব’ গ্রন্থ ইবনে সিনা রচনা করেন।
২৬. জাবির ইবনে হাইয়ান কে ছিলেন?
উত্তর জাবির ইবনে হাইয়ান আধুনিক রসায়নশাস্ত্রের জনক ছিলেন।
২৭. আল খাওয়ারিজমী কে ছিলেন?
উত্তর: আল-খাওয়ারিজমি মুসলিম বীজগণিতের উদ্ভাবক ছিলেন।
২৮. আল তাবারি কে ছিলেন?
উত্তর: আল তাবারি ছিলেন একজন ঐতিহাসিক।
২৯. পৃথিবীর প্রথম গোলাকার মানচিত্র কে তৈরি করেন?
উত্তর: পৃথিবীর প্রথম মানচিত্র আল ইদ্রিসি তৈরি করেন।
৩০. মদের প্রশংসায় রচিত কবিতা গুলোকে কী বলা হয়?
উত্তর: মদের প্রশংসায় রচিত কবিতা গুলোকে খামরিয়াত বলা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ঈমানের মূলনীতিসমূহ সংক্ষেপে লেখ।
২. উম্মাহ বলতে কী বুঝ?
৩. ইসলামী আইনের উৎসসমূহ আলোচনা কর।
৪. আল-হাদীসের বিশুদ্ধতা কীভাবে পরীক্ষা করা হয়েছিল?
৫. ওহী নাযিলের পদ্ধতিগুলো লেখ।
৬. বৈধ কিয়াসের শর্তগুলো উল্লেখ কর।
৭. ইসলামে ইজতিহাদের গুরুত্ব বিশ্লেষণ কর।
৮. হানাফি মাজহাব সম্পর্কে ধারণা দাও।
৯. ঈমানের গুরুত্ব ব্যাখ্যা কর।
১০. তাকদীর এর সংজ্ঞা দাও।
১১. সালাতের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা কর।
১২. বৈধ মুসলিম বিবাহের অপরিহার্য শর্তসমূহ আলোচনা কর।
১৩. ইমরুল কায়েসের উপর টীকা লেখ।
১৪. ব্যঙ্গ কবি হিসেবে আখতালের মূল্যায়ন কর।
১৫. মাকামা সাহিত্যের উৎপত্তি সম্পর্কে ধারণা দাও।
১৬. কবি হাফিজের পরিচয় দাও।
১৭. জালালুদ্দিন রুমির মসনবী সম্পর্কে বর্ণনা দাও।
১৮. রসায়ন বিজ্ঞানে জাবির ইবনে হাইয়ানের অবদান লেখ।
১৯. আল খাওয়ারীজমির উপর টীকা লেখ।
২০. ভূগোলবিদ হিসেবে আল মাসুদির মূল্যায়ন কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. ইসলাম কী? ইসলামের মৌলিক ভিত্তিসমূহ আলোচনা কর।
২. ’ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান।’- ব্যাখ্যা কর।
৩. আল-কুরআন সংগ্রহ ও সংকলনের ইতিহাস আলোচনা কর।
৪. ইজমার সংজ্ঞা দাও। ইজমার শ্রেণীবিভাগ আলোচনা কর। এর রুকুন ও হুকুম আলোচনা কর।
৫. মুসলিম আইনে ইজমা ও কিয়াসের গুরুত্ব নির্ণয় কর।
৬. ইসলামে নবুয়তের ধারণা দাও। খাতম আল নবুয়াত বলতে কী বুঝ?
৭. আল কুরআন ও আল হাদীসের আলোকে জাহান্নাম সম্পর্কে আলোচনা কর।
৮. নামাজের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
৯. যাকাত কী? যাকাতের আর্থ সমাজিক গুরুত্ব নিরূপণ কর।
১০. যাকাতের প্রাপক কারা? ঋণ বৈষম্য নিরসনে যাকাতের ভূমিকা আলোচনা কর।
১১. ’কবিতা আরবদের ঘটনাপঞ্জী’– ব্যাখ্যা কর।
১২. সাবাআ মুয়াল্লাকাত কবিতাসমূহের বিষয়বস্তু আলোচনা কর।
১৩. উমাইয়া আমলের আরবি সাহিত্যের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১৪. আব্বাসী আমলের আরবি কবিতার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
১৫. মাকামা সাহিত্যের উৎপত্তি ও বিকাশ বিবৃত কর।
১৬. মহাকবি ফেরদৌসীর জীবনী রচনাবলির উল্লেখ কর।
১৭. ওমর খৈয়াম এর পরিচয় দাও। তার সাহিত্যকর্ম আলোচনা কর।
১৮. রসায়ন অথবা চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
১৯. চিকিৎসা অথবা ইতিহাসশাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
২০. গণিত অথবা ভূগোলশাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে ইসলামী ধর্মীয় নীতি প্রতিষ্ঠান সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি pdf download করে নাও। কোর্সটিকায় আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post