ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : এত পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি দক্ষিণ অঞ্চলের অধিকারে ছিল। এর ফলে উন্নয়নমূলক কাজ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে। স্কুল, ডাকঘর, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার দক্ষিণভাগেই স্থাপিত হয়। এলাকার লোকজনকে যে কোনো প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ওপর নির্ভর করতে হয়। এতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রভাবশালী ও সেচ্ছাচারী হয়ে ওঠে। তাদের প্রভাব প্রতিপত্তি ও সোচ্ছাচারিতায় উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা বুঝতে পারল চেয়ারম্যান পদ উত্তরাঞ্চলের দখলে না আসা পর্যন্ত দক্ষিণারণের অত্যাচার হতে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরের সকলে জোটবদ্ধ হয়ে উত্তরের প্রার্থীকে ভোট দিল। ফলে উত্তরের প্রাণী বিপুল ভোটে নির্বাচিত হলো। কিন্তু নানা কৌশলে দক্ষিণের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যানকে তার পদে বসতে বাধা দিল।
ক. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের ইতিহাসে, উত্ত ঐতিহাসিক নির্বাচনের গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে ‘গ্যাটিসবার্গ এড্রেস’ নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।
ক. লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ. আব্রাহাম লিংকনের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় উভয় নেতার ভাষণ তাৎপর্যপূর্ণ হলেও বাংলার মহান নেতার ভাষণ ছিল আরও দিক নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল ব্রিজের পাশে একটি গণকবর আছে। এটি সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘কোদাল দিয়ে মাটি খুঁড়তেই বের হয়ে আসল মানুষের হাড়-গোড় আর পঁচা লাশ। পাশাপাশি দুইটা বিশাল গর্ভ। আনুমানিক তিন চারণ মানুষের মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। এগুলো স্বাধীনতা সংগ্রামী ও নিরপরাধ মানুষের সমাধি। হানাদার বাহিনী এবং রাজাকার আল বদরদের হাতে তারা শহিদ হয়েছেন।
ক. ছয়দফা কর্মসূচি কে পেশ করেন?
খ. ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমাদের কোন সময়ের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রত্যক্ষদর্শীর বক্তব্যের আলোকে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নির্যাতন ও গণহত্যার বিবরণ দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : ইউরোপীয় রাষ্ট্র যুগোশ্লাভিয়ার বসনিয়া অঞ্চলটি মুসলিম অধ্যুষিত। বিদ্যমান খ্রিস্টান রাজশক্তির কাছে বসনীয় জনগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শোষিত ও নিগৃহীত হতে থাকে। এতে বসনীয় জনগণ বিক্ষুব্ধ ও ঐক্যবদ্ধ হয়ে রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ডাক দেয়। ফলে যুগোশ্লাভিয়া সরকার তাদের দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। রাজকীয় সেনাবাহিনী নৃশংসভাবে অসংখ্য নিরস্ত্র জনগণকে হত্যা করে। বাড়িঘর লুণ্ঠন করে। নারীর ইজ্জত লুটে নেয়। শিশুরাও রেহাই পায় না, তারপরও বসনীয়দের দমাতে পারেনি। তারা তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে সক্ষম হয়। এখনও সেখানে বসনীয়দের বহু গণকবর আবিষ্কৃত হচ্ছে।
ক. উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
খ. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের প্রধান কারণটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বসনীয় জনগণের সাথে পূর্ব পাকিস্তানের জনগণের একটি সাদৃশ্য ব্যাখ্যাসহ লেখো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বসনিয়ার স্বাধীনতা সংগ্রামের আলোকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিবরণ দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : কুমারি নদীর দুই পাড়ে অবস্থিত বসুমতি গ্রাম। নদীর উত্তর পাড়ে গ্রামের সংখ্যাগরিষ্ঠ লোকের বসবাস সত্ত্বেও দক্ষিণ পাড়ের লোকেরা তাদের ওপর নানাভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করতে থাকে। ফলে উত্তর পাড়ের লোকেরা তাদের নেতা শরিফ খানের নেতৃত্বে প্রতিবাদমুখর হতে থাকে। তারা স্বতন্ত্র গ্রাম প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে। দক্ষিণ পাড়ের লোকেরা তাদের ওপর বর্বর আক্রমণ চালায় এবং তাদের নেতাকে ধরে নিয়ে যায়। নেতার অবর্তমানে তারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করে। তারা সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে আন্দোলন পরিচালনা করে স্বতন্ত্র গ্রাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
ক. মুক্তিযুদ্ধের সময় ‘চরমপত্র’ কে পাঠ করতেন?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
গ. অনুচ্ছেদটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : প্রতি দুই বছর অন্তর অন্তর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যকে তালিকায় যুক্ত করে ইউনেস্কো। এবার যোগ হয়েছে ৭৮টি নথি। এগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ একটি। এর অনন্য দিক হলো, ইউনেস্কোর এটাই প্রথম স্বীকৃত ভাষণ, যা আগে থেকে লিপিবদ্ধ ছিল না।
ক. ‘দ্বি-জাতিতত্ত্ব’ ঘোষণা করেন কে?
খ. ভাষা আন্দোলন স্মরণীয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ভাষণের পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লিখিত ভাষণের তাৎপর্য কতটুকু তা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : কানাডার নাগরিক জনসন বিশ্বখ্যাত একটি টেলিভিশন চ্যানেলে ‘যুদ্ধ এবং সংঘর্ষ’ শীর্ষক রিপোর্টে কাজ করে থাকেন। তিনি গত সপ্তাহে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের কারণ উল্লেখ করেন। দেশটি মুসলিম অধ্যুষিত এবং দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চলের হাতেই অন্য অঞ্চলের সকল অর্থ-সম্পদ ব্যবহৃত হতো। শোষিত অঞ্চলের মধ্যে তাদের অর্জিত সম্পদের মাত্র ১৬% ব্যয় হতো। এ ধরনের বৈষম্যের কারণেই বৃহৎ দেশটি ভেঙ্গে শোষিত অঞ্চলটি একটি স্বাধীন দেশের রূপ নেয়।
ক. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?
গ. জনসনের রিপোর্ট তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
ঘ. জনসন বর্ণিত কারণটি ছাড়াও ‘অনেকগুলি কারণে বাংলাদেশের জন্ম’ তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : ১৯৭১ এর মার্চ মাসের সময়টা ছিল ভয়ংকর। তারপরও সেই দিনগুলিতে পাকিস্তান রেডিওর ঢাকা কেন্দ্রের কয়েকজন সাহসী কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে ঐতিহাসিক একটি ভাষণ সম্প্রচার করেছিলেন। অগ্নিঝরা সেই ভাষণের বিষয়বস্তু পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের প্রতিটি প্রান্তে। এই ভাষণের মধ্য দিয়েই বাঙালি নেতা পাকিস্তানের সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
ক. ১৯৭০ এর নির্বাচনে পিপিপি প্রধান কে ছিলেন?
খ. ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব লেখ।
গ. উদ্দীপকে কোন ঐতিহাসিক ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ভাষণের ঐতিহাসিক গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : মুকুল টেলিভিশনে একটি সশস্ত্র যুদ্ধের প্রতিবেদন দেখছিল। যুদ্ধে মুক্তিকামী মানুষেরা কেউ পত্র-পত্রিকা লেখালেখি করছে, কেউ দেশাত্মবোধক গান গাইছে, কেউ মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, গান গেয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রতিবেদনের এক পর্যায়ে জনৈক পাঠকের সংবাদ পাঠ মুকুলকে পুলকিত করে তোলে।
ক. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?
গ. মুকুলের দেখা প্রতিবেদনের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন দিকটির মিল লক্ষ করা যায়?
ঘ. মুক্তিযুদ্ধের উক্ত দিকটি আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে? বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : ইউরোপীয় রাষ্ট্র যুগোশ্লাভিয়ার বসনিয়া অঞ্চলটি মুসলিম অধ্যুষিত। বিদ্যমান খ্রিস্টান রাজ শক্তির কাছে বসনীয় জনগণ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই অর্থনৈতিকভাবে সামাজিক, রাজনৈতিক ও | সামরিক ক্ষেত্রে শোষিত ও বঞ্চিত হতে থাকে। এতে বসনিয়ার জনগণ বিক্ষুদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ডাক দেয়। ফলে যুগোস্লাভিয়া সরকার তাদের দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। বাড়িঘর লুণ্ঠন করে। নারীর ইজ্জ্বত লুটে নেয়। শিশুরাও রেহাই পায়না, তারপরও বসনীয়দের দমাতে পারেনি। তারা তাদের স্বাধীনতা | ছিনিয়ে নিতে সক্ষম হয়। এখনও সেখানে বসনীয়দের বহু কবর আবিষ্কৃত হচ্ছে।
ক. বাংলাদেশকে কোন দেশ সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে?
খ. আগরতলা মামলা দায়ের করা হয়েছিল কেন?
গ. উদ্দীপকের বসনীয় জনগণের ন্যায় তোমার পাঠ্যবইয়ে কোন অঞ্চলের জনগণের বৈষম্য সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে বর্ণিত বৈষম্যমূলক নীতির ন্যায় ইঙ্গিতকৃত অঞ্চলের সীমাহীন বৈষম্য স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট তৈরী করেছিল?
উপরে দেয়া বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post