১৬ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। অন্যান্য বিভাগের পাশপাশি আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা কোর্সটিকায় সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আমাদের এ সাজেশনগুলোতে আমরা বিগত বছরের প্রশ্নগুলো যাচাই-বাছাই করে সন্নিবেশিত করেছি।
আমরা আমাদের সাজেশনে সর্বোচ্চ ৩০টি করে অতিসংক্ষিপ্ত প্রশ্ন, ২০টি করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ২০ টি করে রচনামূলক প্রশ্ন শেয়ার করেছি। যার মধ্যে ক বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তরসহ সংযুক্ত করেছি। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন
ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ খ্রি. পর্যন্ত)
১. ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা ছিলেন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ।
২. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা ঐতিহাসিক আল বেরুনি।
৩. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ সনে ভারতবর্ষে আগমন করেন।
৪. আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা আল ওয়ালিদ ছিলেন।
৫. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
৬. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী আলোয়ার ছিল।
৭. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে?
উত্তর: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
৮. সবুক্তিগিন কত বছর রাজত্ব করেন?
উত্তর: সবুক্তিগিন ২১ বছর রাজত্ব করেন।
৯. মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী?
উত্তর: মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম মুহম্মদ আবুল কাসেম।
১০. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর: সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।
ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ -১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
১. মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় ১৫২৬ সালে।
২. বারব শব্দের অর্থ কী?
উত্তর: বারব শব্দের অর্থ বাঘ।
৩. ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে?
উত্তর: ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন সম্রাট বাবর।
৪. গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর: গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়নের বোন।
৫. কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন কে?
উত্তর: কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ।
৬. শেরশাহ কত বছর সিংহাসনে ছিলেন?
উত্তর: শেরশাহ ১৫৪০-১৫৪৫ বছর সিংহাসনে ছিলেন।
৭. ‘দিন ই ইলাহি’ ধর্মমত কতজন গ্রহণ করেছিল?
উত্তর: ‘দিন ই ইলাহি’ ধর্মমত ১৮ জন গ্রহণ করেছিল।
৮. সম্রাট আকবরের ধর্ম নীতির মূলকথা কী ছিল?
উত্তর: সম্রাট আকবরের ধর্ম নীতির মূলকথা হল- ধর্মনিরপেক্ষতা।
৯. কোন মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন?
উত্তর: সম্রাট আকবর মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন।
১০. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন?
উত্তর: সম্রাট আকবর ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন।
প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
১. কৌটিল্য কে ছিলেন?
উত্তর: ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী।
২. ‘চর্যাগীতি’ কী?
উত্তর: ‘চর্যাগীতি’ হলো বৌদ্ধধর্ম সংশ্লিষ্ট গীতি সংকলন।
৩. ‘হর্ষরচিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘হর্ষরচিত’ গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট।
৪. হর্ষবর্ধনের সভাকবি নাম কী?
উত্তর: হর্ষবর্ধনের সভাকবি নাম বানভট্ট।
৫. প্রাচ্যের মেকিয়াভেলি কার উপাধি ছিল?
উত্তর: প্রাচ্যের মেকিয়াভেলি উপাধি ছিল কৌটিল্যর।
৬. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
উত্তর: হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন।
৭. চট্টগ্রাম বন্দরে প্রাচীন নাম কি?
উত্তর: চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম ছিল সামান্দার বন্দর।
৮. লামাতারনাথ কে ছিলেন?
উত্তর: লামা তারনাথ ছিলেন তিব্বতীয় ঐতিহাসিক।
৯. সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর: সর্বপ্রথম বঙ্গের নাম ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে পাওয়া যায়।
১০. বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?
উত্তর: বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ।
বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রি:)
১. বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কোন শতকে?
উত্তর: বাংলায় মুসলিম শাসনের সূচনা হওয়ায় ১৩ শতকের শুরুতে।
২.’তবকাত ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাত ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা মিনহাজ-ই মিরাজ।
৩. ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম।
৪. ইবনে বতুতা কোন শাসকের সময় বাংলায় আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এর সময় বাংলায় আগমন করেন।
৫. বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত ছিল?
উত্তর: ঢাকা ময়মনসিংহ অঞ্চলে সাধারণত ভাটি নামে পরিচিত ছিল।
৬. ‘গোলাভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’ এটি বাংলার কোন যুগের চিত্র ছিল?
উত্তর: এটি বাংলার মধ্যযুগের চিত্র ছিল।
৭. বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি কে?
উত্তর: বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী।
৮. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন।
৯. আলী মর্দান খলজি কে ছিলেন?
উত্তর: আলী মর্দান মসজিদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সহচর এবং বরসৌলের শাসনকর্তা ছিলেন।
১০. সুলতানি আমলে বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গড়ে তোলেন?
উত্তর: সুলতানি আমলে বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন।
১. English Compulsory (Non-Credit)
২. ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ খ্রি. পর্যন্ত)
৩. ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ -১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
৪. প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
৫. বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রি:)
উপরের বিষয়ভিত্তিক লিংকগুলোতে ক্লিক করে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা সাজেশন ডাউনলোড করে নাও। অথবা সবগুলো বিষয়ের সাজেশন একসাথে দেখতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post