ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র মডেল টেস্ট
১. অটোমান সুলতান অরখান জেনিসারি বাহিনী গঠন করে বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করে অর্থসম্পদ লুন্ঠন করে নিজ এলাকার উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি করেন। সম্প্রতি তারা একটি দ্বীপের সুসজ্জিত ও সুরক্ষিত উপাসনালয়ের মূল্যবান অর্থসম্পদের সন্ধান পেয়ে অরখান সেটি আক্রমণ ও লুণ্ঠন করেন। স্থানীয় অধিবাসীরা প্রাণপণ চেষ্টা করেও উপাসনালয়টিকে লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে পারেননি।
ক. সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন?
খ. তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত উপাসনালয়টি আক্রমণের সাথে সুলতান মাহমুদের কোন অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অরখানের জেনিসারি বাহিনীর মতো সুলতান মাহমুদও একই উদ্দেশ্যে সম্পদ সংগ্রহ করেন- উক্তিটি মূল্যায়ন কর।
২. সুলতান সুলেমান বারবার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং অবশেষে দেশে ফিরে আসেন। অভিযানে তিনি যে ধনসম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক পর্যায়ে তিনি তার রাজ্যকে একটি সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করেন।
ক. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ. সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন’-এ কথাটির ব্যাখ্যা কর।
৩. আধুনিক মালয়েশিয়া প্রতিষ্ঠার একমাত্র কৃতিত্ব ড. মাহাথির মুহাম্মদের। তিনি ইতিহাসে আলেকজান্ডারের মতো কিংবদন্তী কোন মহাবীর বা জাদুকর ছিলেন না। তার পরিচয় একজন সফল শাসক ও সংগঠক হিসেবে। জীবনে তিনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সবগুলোতেই সফল হতে পারেন নি। তবে ব্যর্থতার গ্লানি তাকে কখনোই কর্তব্যচ্যুত করেনি। মহান এ শাসকের নীতি ও আদর্শ অনুসরণ করে যাচ্ছেন তার উত্তরসূরিরা।
ক. মুহাম্মদ ঘুরির আক্রমণকালে চৌহান বংশের রাজা কে ছিলেন?
খ. সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
গ. ড. মাহাথির মুহাম্মদের প্রচেষ্টার সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. মালয়েশিয়ার মতো ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উক্ত শাসকের ভূমিকা মূল্যায়ন কর।
৪. সাদিয়া ও মাধুর্য্য মুঘল সাম্রাজ্য নিয়ে কথা বলছিল। সাদিয়া মাধুর্য্যক জানায়, এই সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথমদিকে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ‘ক’-এর সাথে অন্য বংশের শাসক ‘খ’-এর ‘ঢ’ নামক স্থানে এক যুদ্ধ হয়। এই যুদ্ধে ‘ক’ কামান ব্যবহার করেন এবং ‘খ’ নামক শাসক শোচনীয় পরাজয় বরণ করেন এবং ‘খ’ নামক শাসকের বংশের শাসনের পরিসমাপ্তি ঘটে। মাধুর্য্য বিষয়টির সাথে একমত পোষণ করে এবং বলে এই যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতবর্ষে মুঘল রাজত্বের সূচনা হয়।
ক. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ. দ্বীন-ই ইলাহি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সাদিয়া কোন যুদ্ধের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মাধুর্য্যর মতামতটির যথার্থতা নিরূপণ কর।
৫. মি. কাইমউদ্দিন নূরগঞ্জ এলাকার জমিদার ছিলেন। তার স্ত্রী জুলেখা বেগম যেমন অপরূপ সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী ও সুনিপুণা। অল্প সময়ের মধ্যেই জুলেখা বেগম জমিদার মি. কাইমউদ্দিনের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। ফলে আরামপ্রিয় জমিদারের ওপর তার স্ত্রী প্রভাব বিস্তার করে এবং পর্দার আড়ালে প্রত্যক্ষ ক্ষমতার অধিকারিণী হন।
ক. কত খ্রিষ্টাব্দে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন?
খ. মনসবদার প্রথা সম্পর্কে লেখ।
গ. উদ্দীপকের জুলেখা বেগমের সাথে মুঘল আমলের কোন মহীয়সী নারীর মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত মহীয়সী নারীর কৃতিত্ব পর্যালোচনা কর।
৬. রহমান সাহেব একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার সময়কালের শেষ দিকে তার চার পুত্রের মধ্যে উত্তরাধিকারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। তার এক পুত্র তাকে বন্দি করে রাখে। অবশেষে কারাগারেই তার মৃত্যু হয়।
ক. কত সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
খ. নূরজাহান কে ছিলেন?
গ. উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পঠিত বইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধের কারণগুলো আলোচনা কর।
৭. মহিষখলা ইউনিয়ন পরিষদের চেয়ারমান সরকার থেকে প্রাপ্ত বরাদ্দের বেশিরভাগ অর্থ তার নিজ এলাকার উন্নয়নে ব্যয় করেন। ফলে ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত অঞ্চলের লোকজন ক্ষুব্ধ হয়ে সুজাউদ্দিনের নেতৃত্বে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। এ ন্যায় আন্দোলন বন্ধ করার জন্য চেয়ারম্যান সাহেব সুজাউদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে তাকে গ্রেফতার করান। কিন্তু পরবর্তীতে জনগণের আন্দোলনে বাধ্য হয়ে চেয়ারম্যান তার মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির ব্যবস্থা করেন।
ক. শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
খ. ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত মামলার সাথে পাকিস্তান আমলের কোন মামলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটি ছিল উদ্দীপকের আন্দোলন অপেক্ষা অধিকতর তাৎপর্যপূর্ণ- উক্তিটি মূল্যায়ন কর।
৮. ১৯৯০-এর শেষদিক। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে প্রাণ দেন নূর হোসেন। নূর হোসেনের মৃত্যুর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাণ দেন ডা. মিলন। ফলে আন্দোলন আরও বেগবান হয়। তৎকালীন শাসকেরও পতন হয়। বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী সময়েও এ ধরনের আন্দোলন হয়েছিল। এ আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের জাতীয় নির্বাচনের পথ সুগম হয়েছিল।
ক. আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন?
খ. ঐতিহাসিক আগরতলা মামলা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়- তোমার মতামত দাও।
৯. নাহিদ কানাডার টরেন্টোতে থাকে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিবস পালন করে। তারা দিনের শুরুতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম করে। তারপর শহিদ মিনারে ফুল দেয় এবং নানা আলোচনার মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করে।
ক. আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটিতে বাংলাদেশের কোন আন্দোলনটিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ কর।
১০. এনামুল হক ‘পাকিস্তান আমলে বাংলাদেশ’ নামক একটি বই পড়ছিলেন। বইটি পড়ে তিনি জানতে পারেন রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস-আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ ও বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানিরা বেশি সুবিধা ভোগ করত। ফলে সার্বিকভাবে পশ্চিম পাকিস্তানিদের জীবনযাত্রার মান অনেক উন্নত ছিল।
ক. তমদ্দুন মসলিসের প্রতিষ্ঠাতা কে?
খ. যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল?
গ. উদ্দীপকে এনামুল হক বাঙালিদের উপর কোন ক্ষেত্রে বৈষম্যের চিত্র সম্পর্কে জানতে পারেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত বৈষম্যের ফলেই বাঙালিরা অনেকাংশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি? যৌক্তিক মত দেখাও।
১১. ১৮৬৩ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর। গেটিসবার্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহম লিংকন দাসপ্রথা বিলোপ, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে এক ঐতিহাসিক ভাষণ দেন। তার এ ভাষণের স্থায়িত্বকাল ছিল মাত্র তিন মিনিট। ‘গেটিসবার্গ এড্রেস’ নামে খ্যাত এ ভাষণ দুনিয়ার ইতিহাসে গণতন্ত্রের মহাজাগরণে এক অনন্য দলিল।
ক. ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
খ. অপারেশন সার্চলাইট কী?
গ. উদ্দীপকের ভাষণের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে কোন মহান নেতার ভাষণের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত ভাষণের ঐতিহাসিক তাৎপর্য নিরূপণ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post