এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. পেপিরাস কী?
উত্তর: পেপিরাস হলো নীল নদের তীরে জন্ম নেওয়া নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিসরীয়রা কাগজ আবিষ্কার করে।
২. ‘মালা’ কী?
উত্তর: মালা হলো প্রাক–ইসলামি আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা।
৩. কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
উত্তর: ‘বাব ইল’ শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি।
৪. হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: হুদায়বিয়ার সন্ধি ৬২৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত।
৫. ‘ইয়েমেন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ইয়েমেন’ শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান।
৬. মেমফিস কী?
উত্তর: মেমফিস একটি ড্রামা, যা প্রাচীন মিসরীয় সাহিত্যকর্মের নিদর্শন বহন করে।
৭. ‘ইয়ামেন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ইয়ামেন’ শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান।
৮. জিগুরাত কীসের নাম?
উত্তর: জিগুরাত সুমেরীয়দের প্রধান ধর্মমন্দিরের নাম।
৯. আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী?
উত্তর: আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতার যুগ।
১০. আসাদুল্লাহ কোন খলিফার উপাধি?
উত্তর: আসাদুল্লাহ হযরত আলী (রা)–এর উপাধি।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post