এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘কুব্বাতুস সাখরা’ কী?
উত্তর: ‘কুব্বাতুস সাখরা’ হলো উমাইয়া খলিফা আবদুল মালিকের ৬৯১ খ্রিস্টাব্দে জেরুজালেমে নির্মিত অষ্টাকোণাকৃতির একটি স্মৃতিস্তম্ভ, যেটি ‘Dome of the Rock’ নামে পরিচিত।
২. কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?
উত্তর: আমির মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।
৩. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা খলিফা আমির মুয়াবিয়া।
৪. কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বলা হয়?
উত্তর: উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়।
৫. সিন্ধু বিজয়ী নেতার নাম কী?
উত্তর: সিন্ধু বিজয়ী নেতার নাম মুহম্মদ বিন কাসিম।
৬. আব্দুল্লাহ ইবনে যোবায়ের কোন যুদ্ধে নিহত হয়?
উত্তর: আব্দুল্লাহ ইবনে যোবায়ের উস্ট্রের যুদ্ধে নিহত হন।
৭. উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন?
উত্তর: উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন আল ওয়ালিদ।
৮. আল ওয়ালিদ কাকে দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন?
উত্তর: আল ওয়ালিদ দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা হিসেবে হাজ্জাজ বিন ইউসুফকে নিযুক্ত করেন।
৯. উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: খলিফা আব্দুল মালিককে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post