ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব ‘ক’ অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের ওপর অধিক গুরুতু দেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংকে একাউন্ট খুলে কলেজের সকল আয় সেখানে সংরক্ষণ করেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি সেখানে সংরক্ষণ করেন। তাছাড়া উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেন।
ক. হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন?
খ. খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো।
গ. সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহীত ব্যবস্থার সাথে হযরত ওমর (রা)- এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উদ্বৃত্ত অর্থ’ বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হযরত ওমর (রা)-এর নীতির প্রতিফলন লক্ষণীয়- উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে মন্দ ও পাপ কাজে লিপ্ত করায়, যা ইসলাম পরিপন্থি তারা প্রকৃত সত্যের বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। নব্য ইসলাম ধর্ম গ্রহণকারীগণ ইসলামের মর্মবাণী অনুধাবন করতে না পারায় এবং কোনো মহান নেতার সাহচর্য না পাওয়ায় দুর্বল ইমানি শস্তি নিয়ে সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
ক. ধর্মত্যাগী ভণ্ডনবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
খ. হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
গ. উদ্দীপকের ভণ্ড পীরের সাথে আবু বকর (রা)-এর সময়কালের ভণ্ডনবিদের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. রিদ্দা যুদ্ধের প্রেক্ষাপট উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সমশের উদ্দিন একজন বড় ব্যবসায়ী ও ধনবান ব্যক্তি। তার উদারতার কথা কারো অজানা নয়। তিনি যেমন নম, ভদ্র ও চরিত্রবান তেমনি পরোপকারীও বটে। যে কোনো সমস্যা বা দুর্বোগের সময় তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন । তার দয়া-দাক্ষিণ্য, উত্তম চরিত্র ও মহত্বের কারণে সকলেই তাকে সম্মান করে। ধমীয় ব্যাপারে তিনি যথেষ্ট আনুগত্যশীল। তিনি এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে একটি মসজিদ নির্মাণ করে দেন। এতে এলাকাবাসী খুবই খুশি হয়।
ক. হযরত ওমর (রা)- এর উপাধি কী ছিল?
খ. ‘দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ. সমসের সাহেব কোন খলিফার অনুসরণে মসজিদের সকল ব্যয়ভার বহন করেছিলেন? ব্যাখ্যা করো ৩
ঘ. আর্তমানবতার সেবায় সমশের সাহেবের মতো মানুষদের ভূমিকা সমাজে কী ধরনের অবদান রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আল-আঁমীনের মৃত্যুর পর ইউনিয়নবাসী জনাব আসলামকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি অনেক সমস্যা ও বাধা-বিপত্তির হন। এ সময় কিছু ভণ্ডপির ও ইউনিয়নের কর দিতে অস্বীকারকারীগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান। কিন্তু চেয়ারম্যান আসলাম সাহেব অসীম সাহস ও অত্যন্ত দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করেন। বিশ্বস্ততার জন্য তাকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
ক. হযরত ওমর (রা:) তার তার সাম্রাজ্যকে কতটি প্রদেশে ভাগ করেন?
খ. মহানবী হযরত মোহাম্মদ (সা:) কাকে এবং কেন ‘সিদ্দিক’ উপাধিতে ভুষিত করেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত আসলাম সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা যায় কি? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : ছয়েক জনাব আলী আশরাফ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্যে শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে পূর্বের শাসকের প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। মুহিব নামক গভর্নর ব্যতীত সকল গভর্নর তার নির্দেশনার প্রতি সম্মান দেখান। তাছাড়া গভর্নর মুহিব সাহেব পূর্বের শাসনকর্তার সময়ে যেসব সরকারি সম্পত্তির মালিক হয়েছিলেন নতুন শাসনকর্তা তা রাজকোষে ফিরিয়ে নিলে উত্ত শাসনকর্তা ও গভর্ণর মুহিবের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।
ক. কত খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়?
খ. দুমার মীমাংসা কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সংঘর্ষের দ্বারা তোমার পঠিত কোন সংঘর্ষের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সংঘর্ষে খলিফার ব্যর্থতার কারণে গণতন্ত্রের বদলে রাজতন্ত্রের উদ্ভব হয়- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : রহিমা বিবি মিরপুর শাহ আলীর মাজারের নিকটবর্তী এলাকায় বসবাস করে । সে মাজারের মান-মর্যাদা ও দান-দক্ষিণার মাধ্যমে প্রতিদিন মাজারের আয়-ইনকামের প্রাচুর্য দেখে নিজেই একটি মাজার প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। সে নিজের ঘরের মধ্যে একটি মিথ্যা মাজার নির্মাণ করে লোভ-লালসা দিয়ে কিছু ভণ্ডশ্রেণিও তৈরি করে। বিষয়টি সরকারের নজরে এলে সরকার রহিমা বিবিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে। কিন্তু লোভের বশে সে তা অমান্য করে এবং সরকারের নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে। তার প্ররোচনায় পার্খববতী ব্যবসায়ীরাও সরকারকে ট্যাক্স প্রদানে বিরত থাকে। ফলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
ক. ‘সিদ্দিক’ কোন খলিফার উপাধি?
খ. হযরত ওমর (রা:) হযরত আবু বকর (রা:) কে খলিফা হিসেবে নির্বাচিত করতে চাইলেন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ট্যাক্স প্রদানে বিরত থাকা ব্যবসায়ীদের সাথে মদিনার কোন সম্প্রদায়ের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রহিমা ও ভণ্ডনবী সাহাজর স্বার্থ একই সূত্রে গাথা – বিষয়টি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : এটলাস নামক সমবায় সমিতির কলেবর বৃদ্ধি পেলে এটির সম্পদ-সম্পর্তিও অনেক গুণ বেড়ে যায়। ফলে পরিচালনা কর্তৃপক্ষ সমিতির গুরুত্বপর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণের নিমিত্তে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। তাছাড়া সম্পদ-সম্পত্তি সংরক্ষণ ও লভ্যাংশ বিলি-বণ্টনের জন্য একটি আলাদা কার্যালয় প্রতিষ্ঠা করে সেখানে একটি ক্যাশ কাউন্টার স্থাপন করে। এই কার্যালয় সকল প্রকার মুনাফা সংগ্রহ করে কোষাগারে জমা রাখে এবং সদস্যদের মধ্যে তা সুষ্ঠুভাবে বষ্টন করে দেয়।
ক. ইসলামি রাষ্ট্রের প্রথম রাজধানী কোথায় স্থাপিত হয়?
খ. জিজিয়া কী? ব্যাখ্যা করো।
গ. ১৭৭ উপদেষ্টা পরিষদ গঠনে. হযরত ওমর (রা)-এর কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সমিতির সম্পদ-সম্পত্তি সংরক্ষণ ও বিলি-বন্টনে হযরত ওমর (রা) প্রতিষ্ঠিত দিওয়ান ও বাইতুল মাল প্রতিষ্ঠার উদ্দেশ্য লক্ষণীয় উত্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ‘ক’ নামক একজন শাসক ক্ষমতায় এসেই সকল প্রাদেশিক শাসনকর্তাদের বরখাস্ত করে তাদের স্থলে নতুন শাসনকর্তা নিয়োগ করেন। ‘গ’ নামক শাসনকর্তা ব্যতীত সকল প্রাদেশিক শাসনকর্তা ‘ক’ শাসকের আদেশ পালন করেন। ‘গ’ নামক প্রাদেশিক শাসনকর্তার সাথে ‘ক’ শাসকের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের ফলে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়।
ক. আরবদের প্রধান খাদ্য কী?
খ. হযরত ওমর (রা) আবু বকর (রা) কে কেন নির্বাচিত করেন?
গ. উদ্দীপকের ‘ক’ ও ‘গ’ এর মধ্যে সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের যুগের কোন সংঘর্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ঘ. তুমি কি মনে কর তোমার পঠিত বইয়ের সংঘর্ষ পরবর্তী ইতিহাসকে প্রভাবিত করেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : শাহমাকদুমের মাজার একটি প্রসিদ্ধ মাজার। মর্যাদা ও দান-দক্ষিণার মাধ্যমে প্রচুর আয় ইত্যাদি দেখে কয়েকজন ভণ্ডপির মাজার নির্মাণ করে। লোভ-লালসা দিয়ে একদল ভ্রান্ত শ্রেণিও তৈরি করে। একজন ভণ্ডপিরের পরামর্শে ব্যবসায়ীরা সরকারকে কর দিতে অস্বীকৃতি জানায়। ভণ্ডপিরদের মধ্যে একজন করিমন বিবি নামে মহিলাও ছিলেন। সরকার তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে। কিন্তু লোভের বসে তারা তা অমান্য করে ও সরকারের নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে । পরবর্তীতে সরকার ভণ্ডপিরদের শক্ত হাতে দমন করে।
ক. হযরত মুহাম্মদ (স)-এর হিজরতের সফরসঙ্গী কে ছিলেন?
খ. খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ?
গ. কর প্রদানে বিরত থাকা ব্যবসায়ীদের সাথে মদিনার কোন সম্প্রদায়ের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ভণ্ডপীর ও ভণ্ডনবী সাহাজর স্বার্থ একই সূত্রে গাথা – বিষয়টি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মুর সম্প্রদায়ের দলনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলেন। তিনি তার কোনো উত্তরাধিকারী মনোনীত করেননি। দলনেতা নির্বাচন নিয়ে গোত্রের লোকদের মধ্যে সংঘাত দেখা দিলো। দলের বয়োজ্যোষ্ঠ সাদাব জ্ঞানী মানুষ হিসেবে সকলের শ্রদ্ধেয়। মৃত দলনেতার বিশেষ আস্থাভাজন ছিলেন তিনি। আকিব বললেন, আমাদের নেতা হবেন সাদাব। সকলে তার কথা মেনে নিল। আসন্ন সংঘাত থেকে মুর সম্প্রদায় রক্ষা পেল।
ক. কাদেসিয়ার যুদ্ধ কতো দিনব্যাপী সংঘটিত হয়েছিল?
খ. বায়তুল মাল কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ঘটনার সাথে মিল রয়েছে তোমার পঠিত বইয়েরকোন ঘটনার? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঘটনা আসন্ন সংঘাত থেকে মুসলিম জাতিকে রক্ষা করেছিল- বিশ্লেষণ করো।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। এইচএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post