এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. স্পেন কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইউরোপ।
২. স্পেন বিজেতা প্রথম মুসলিম সেনাপতির নাম কী?
উত্তর: তারিক বিন জিয়াদ।
৩. মুসলমানদের স্পেন বিজয়কালে এর শাসক কে ছিলেন?
উত্তর: রডারিক।
৪. কে স্পেনের উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন?
উত্তর: আব্দুর রহমান আদ দাখিল।
৫. আব্দুর রহমানকে আদ দাখিল বলা হয় কেন?
উত্তর: তিনি স্পেনে মুসলিম শাসনের সূচনা করেন বলে তাঁকে এ উপাধিতে ভূষিত করা হয়।
৬. কাকে কুরাইশদের বাজপাখি বলা হয়?
উত্তর: আব্দুর রহমান আদ দাখিল।
৭. স্পেনের দ্বিতীয় আব্দুর রহমানের আমলে উল্লেখযোগ্য ঘটনা কী?
উত্তর: ধর্মান্ধ আন্দোলন।
৯. স্পেনের উমাইয়া খিলাফতের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর: তৃতীয় আব্দুর রহমান।
১০. ইউরোপের বাতিঘর বলা হয় কোন নগরীকে?
উত্তর: কর্ডোভা।
১১. আল জোহরা প্রাসাদ কী?
উত্তর: তৃতীয় আব্দুর রহমানের পত্নীর নামানুসারে চার শ কক্ষবিশিষ্ট কর্ডোভা নগরীতে নির্মিত একটি প্রাসাদ।
১২. আল হামরা কী?
উত্তর: গ্রানাডা নগরীতে নির্মিত একটি রাজপ্রাসাদ।
১৩. ওমর বিন হাফসুন কে?
উত্তর: স্পেনের জাতীয়তাবাদের অগ্রনায়ক।
১৪. স্বাধীন উমাইয়া রাজবংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কর্ডোভা।
১৫. স্পেনের কোন মুসলিম শাসকের আমলকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: তৃতীয় আব্দুর রহমান।
১৬. স্পেনে মুসলিম শাসন কে উৎখাত করেন?
উত্তর: রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post