এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ওবায়দুল্লাহ আল মাহদী।
২. ফাতেমীয় খিলাফত কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: উত্তর আফ্রিকার মিসরে।
৩. ফাতেমী খিলাফত কী ছিল?
উত্তর: আফ্রিকায় শিয়া মতাদর্শভিত্তিক একটি রাজবংশ।
৪. ফাতেমীয় খেলাফতের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর: খলিফা আল মুইজ।
৫. খলিফা আল মুইজের সর্বশ্রেষ্ঠ বিজয় কোনটি?
উত্তর: মিসর বিজয়।
৬. জ্ঞান–বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় ও দানশীলতায় কোন খলিফা বিখ্যাত ছিলেন?
উত্তর: খলিফা আল আজিজ।
৭. ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী কোন খলিফা পরিচিত ছিলেন?
উত্তর: খলিফা আল হাকিম।
৮. কে কত সালে দারুল হিকমা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১০০৫ সালে আল হাকিম শিয়া মতবাদ প্রচারের জন্য প্রতিষ্ঠা করেন।
৯. মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: আল আজিজ।
১০. বায়তুল হিকমার মতো দারুল হিকমা ছিল—
উত্তর: গবেষণা কেন্দ্র, লাইব্রেরি, অনুবাদ কেন্দ্র।
১১. ফাতেমীয় খিলাফতের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মিসরের কায়রোতে।
১২. জওহর কে ছিলেন?
উত্তর: ফাতেমী খলিফা আল মুইজের সেনাপতি।
১৩. দাঈ অর্থ কী?
উত্তর: প্রচারক।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post