এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. দেবল বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: দেবল বন্দর সিন্ধুতে (বর্তমান পাকিস্তানে) অবস্থিত।
২. সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসনকর্তা ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদ গজনির (বর্তমান আফগানিস্তান) শাসনকর্তা ছিলেন।
৩. হাজ্জাজ বিন ইউসুফ কে?
উত্তর: অভিযানের সাদৃশ্য হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাপলীয় শাসনকর্তা।
৪. ‘ভরত’ কে?
উত্তর: ভরত একজন হিন্দু রাজা।
৫. রাজা দাহিরের পত্নীর নাম কী?
উত্তর: রাজা দাহিরের পত্নীর নাম রানিবাঈ।
৬. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
উত্তর: হাজ্জাজ–বিন–ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল–ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা।
৭. সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার শাসনকর্তা ছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী।
৮. সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর: সুলতান মাহমুদ ১৭ বার ভারত আক্রমণ করেন।
৯. সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
উত্তর: সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপাতির নাম মুহম্মীদ বিন কাসিম।
১০. সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদ আফগানিস্তানের গজনীর সুলতান ছিলেন।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post