এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সালতানাতের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: সালতানাতের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি।
২. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক (শাসনকাল ১৩২০— ১৩২৫ খ্রিস্টাব্দ)।
৩. মালিক কাফুর কে ছিলেন?
উত্তর: মালিক কাফুর ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সেনাপতি।
৪. সুলতান মাহমুদের পিতার নাম কী?
উত্তর: সুলতান মাহমুদের পিতার নাম আমির সবুক্তগীন।
৫. ‘আইবেক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আইবেক’ শব্দের অর্থ চন্দ্র দেবতা।
৬. ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক।
৭. কারাচিল কোথায় অবস্থিত?
উত্তর: কারাচিল হিন্দুস্থান ও চীনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
৮. ফিরোজ শাহ তুঘলক কত খ্রিস্টাব্দে সালতানাতে অধিষ্ঠিত হন?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক ১৩৫১ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ সালতানাতে অধিষ্ঠিত হন।
৯. কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেিছেলন?
উত্তর: সুলতান আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেিছেলন।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post