এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘পানিপথের প্রথম যুদ্ধ’ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।
২. কোন সম্রাট তাজমহল নির্মাণ করেন?
উত্তর: মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।
৩. মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেন।
৪. কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৫২৬ সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
৫. সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম কী?
উত্তর: সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু বেগম।
৬. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জহিরউদ্দিন মুহাম্মদ বাবর (১৪৮৩–১৫৩০)।
৭. ‘মনসব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মনসব’ শব্দের অর্থ পদ বা পদমর্যাদা।
৮. ‘বাবর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বাবর’ শব্দের অর্থ সিংহ।
৯. নূরজাহানের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহের–উন–নিসা।
১০. সম্রাট শাহজাহানের পিতার নাম কী?
উত্তর: সম্রাট শাহজাহানের পিতার নাম ছিল নূরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post