এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
২. বেঙ্গল প্যাক্ট কী?
উত্তর: হিন্দু–মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালে দেশবন্ধু ব্যারিস্টার চিত্তরঞ্জন দাশ মুসলিম প্রতিনিধিদের সাথে যে চুক্তি সম্পাদন করেন তা–ই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত।
৩. মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নবাব আবদুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা।
৪. হাজি মুহম্মদ মোহসিনের পূর্বপুরুষেরা কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর: হাজি মুহম্মদ মোহসিনের পূর্বপুরুষেরা পারস্যের অধিবাসী ছিলেন।
৫. হাজি শরিয়ত উল্লাহর পরিচালিত সংস্কার আন্দোলন কী নামে পরিচিত?
উত্তর: হাজি শরিয়ত উল্লাহর পরিচালিত সংস্কার আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলা হয়।
৬. কত সালে ভারত উপমহাদেশ ভাগ হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হয়।
৭. মুহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে মুলতান জয় করেন?
উত্তর: মুহাম্মদ বিন কাসিম ৭১৩ খ্রিষ্টাব্দে মুলতান জয় করেন।
৮. কত খ্রিস্টাব্দে সিপাহি বিপ্লব সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিপ্লব সংঘটিত হয়েছিল।
৯. বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?
উত্তর: বাঁশের কেল্লা নির্মাণ করেন সৈয়দ মীর নিসার আলী তিতুমীর।
১০. কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিপ্লব সংঘটিত হয়।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post