এইচএসসি ২০২৪ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকমাস সময় বাকি রয়েছে। এই কয়েক মাসের মধ্যে এইচএসসি প্রতিটি বই সাজেশন সহ শেষ করতে হবে। এই কাজকে সহজ করার জন্য তোমাদের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি।
বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী, এই সাজেশনগুলো মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ হবে এবং তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘লাহোর প্রস্তাব’–এর উত্থাপক কে?
উত্তর: লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
২. পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা কী ছিল?
উত্তর: পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা ছিল বাংলা।
৩. পাকিস্তানের জনসংখ্যার কত অংশের মাতৃভাষা বাংলা ছিল?
উত্তর: পাকিস্তানের জনসংখ্যার ৫৬.৪০ অংশের মাতৃভাষা ছিল বাংলা।
৪. ছয় দফা কে ঘোষণা করেন?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন।
৫. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী?
উত্তর: যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
৬. পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলা হয় কোনটিকে?
উত্তর: ছয় দফাকে পূর্ব পাকিস্তানের ‘বাঁচার দাবি’ বলা হয়।
৭. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
উত্তর: ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়।
৮. তমদ্দুন মজলিশ কত সালে গঠিত হয়?
উত্তর: তমদ্দুন মজলিশ গঠিত হয় ১৯৪৭ সালে।
৯. অপারেশন সার্চলাইট কখন শুরু হয়?
উত্তর: অপারেশন সার্চলাইট শুরু হয় ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে।
১০. ১৯৫৪ এর নির্বাচনে কোন দলের ভরাডুবি ঘটে?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ঘটে।
বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে HSC সাজেশন বের করতে চাইলে অনেক সময়ের প্রয়োজন হয়। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন যাচাই-বাছাই করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে। উক্ত সাজেশনগুলো যেহেতু, বোর্ড প্রশ্ন হতে বের করা হয়েছে। তাই পরীক্ষায় কমন পড়ার রয়েছে সর্বাধিক সম্ভাবনা।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post