ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৭ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : পিতার মৃত্যুর পর গৃহশিক্ষক আসিফের তত্ত্বাবধানে নাবালক মুর্তজা সিংহাসনে বসেন। কিন্তু অল্প দিনেই আসিফ লোডী ও ক্ষমতালিপ্স হয়ে উঠলে তাকে গুপ্তচর মারফৎ হত্যা করে মূর্তজা নিজ হাতে পরিপূর্ণ ক্ষমতা গ্রহণ করেন। মুর্তজা তার রাজ্যে প্রশাসনিক কাজকর্ম রাতে করার সিদ্ধান্ত নেন। দোকানপাট, স্কুল মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান রাতে খোলা রাখার নির্দেশ দেন। আর দিনে সকলকে আরাম করতে বলেন। নির্জন গৃহে তিনি একাকী থাকতে পছন্দ করতেন। জ্ঞান-বিজ্ঞান চর্চায় ও জনকল্যাপে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।
ক. জওহর কে ছিলেন?
খ. আল-কাহিরা’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মুর্তজার ক্ষমতা গ্রহণের সাথে কোন ফাতেমি খলিফার ক্ষমতা গ্রহণের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মুর্তজার মতোই উক্ত খলিফাও বিচিত্র সব সিদ্ধান্ত নিয়েছিলেন- উক্তিটির যথার্থতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ২ : বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে একজন আগন্তুকের আবির্ভাব ঘটে। উক্ত দ্বীপের অধিবাসীগণ অত্যন্ত সাহসী ও দুর্ধর্ষ হলেও তারা ভাগ্য গণনায় বিশ্বাস করত। আগন্তুক সে ব্যাপারটি বুঝতে পেরে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় অধিবাসীদেরকে তার পক্ষে আনতে সক্ষম হন। তিনি অতি অল্প সময়ের মধ্যে দ্বীপটির নেতৃত্ব গ্রহণ করে সুপরিকল্পিতভাৱে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন একজন ব্যক্তিকে দ্বীপে প্রতিষ্ঠিত করেন। উক্ত আধ্যাত্মিক ব্যক্তি সেখানে একটি যুগোপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
ক. দাঈ শব্দের অর্থ কী?
খ. দারুল হিকমা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের সাথে ফাতেমি খিলাফতের কোন ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ব্যক্তির চেয়ে সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিই কালক্রমে অধিক ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হন- মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : আব্দুল্লাহ বিন জুবায়ের ৯০৯ খ্রিস্টাব্দে জয়নগরে ধর্মভিত্তিক একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এ বংশকে কণ্টকমুক্ত করার জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সকলকে ত্যাগ করেন। সুদীর্ঘ ২৬ বছরের রাজত্বকালে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজ প্রতিষ্ঠিত বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
ক. আল-মুইজ কে ছিলেন?
খ. দারুল হিকমা কী?
গ. উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রের ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? দাও মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : “আজব দেশের ধন্য রাজা দেশ জোড়া তার নাম, বসলে বলে চলরে তোরা, চললে বলে থাম।” আমর বলল, বাস্তবে এর চেয়েও আজব রাজা ছিলেন। ফাতেমি বংশে এমন একজন অদ্ভুত শাসক সম্বন্ধে তথ্য পাওয়া যায়। শাহিদ বলল, শেষ পর্যায়ের শাসকদের এমন অযোগ্যতার জন্যই ফাতেমিদের পতন ঘটে।
ক. ওবায়দুল্লাহ আল-মাহদী কে ছিলেন?
খ. আল-মুইজকে সর্বশ্রেষ্ঠ ফাতেমি শাসক মনে করা হয় কেন?
গ. ফাতেমিদের পতন কীভাবে হয়েছিল? শাহিদের মতানুসারে ব্যাখ্যা কর।
ঘ. ফাতেমি বংশের অদ্ভুত শাসক’ সম্বন্ধে আমরের কথার সঙ্গে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : ‘সুশাসনের প্রশ্ন ১০ সম্রাট ‘ক’ সুশাসনের জন্য বিকেন্দ্রীকরণ নীতির ওপর জোর দেন। পুরো সাম্রাজ্যকে প্রদেশ, বিভাগ, জেলা ও উপজেলায় ভাগ করেন। তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
ক. ‘আল-মাগরিব’ শব্দের অর্থ কী?
খ. দারুল হিকমা সম্পর্কে যা জান লিখ।
গ. উদ্দীপকে ফাতেমীয় বংশের কোন খলিফার বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত খলিফার চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ইউরোপীয় জাতিসমূহের মতো ইংরেজরাও এ দেশে ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। সুচতুর ইংরেজ লর্ড ক্লাইভ ১৭৫৭ খ্রি. পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে তারা কলকাতা নগরী প্রতিষ্ঠা করে সেখানে রাজধানী স্থাপন করেন। খ্রিস্টধর্ম প্রচারে যেসব বিশপরা এখানে ধর্ম প্রচারে আসেন তাদের উদ্যোগে গির্জাকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ ভারতের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের একটি।
ক. ফাতেমি কোন খলিফা দার-আল-হিকমা নির্মাণ করেন?
খ. ইসমাঈলীয় কারা?
গ. উদ্দীপকের ফোর্ট উইলিয়াম কলেজের সাথে মিসরের কোন প্রতিষ্ঠানের সামঞ্জস্য রয়েছে? বুঝিয়ে দাও।
ঘ. উদ্দীপকে বাংলায় ইংরেজদের আধিপত্য বিস্তারের কর্মকাণ্ড ফাতেমীয়দের মিসর বিজয়ের নিরিখে আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : খলিফা রামীম রেহাত সুদীর্ঘ তেইশ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিজ্ঞান, দর্শন ও শিল্পের যথেষ্ট উন্নতি সাধন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশ এবং প্রদেশকে কয়েকটি জেলায় বিভক্ত করেন। তিনি ধীশক্তিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তাকে তার রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
ক. কত খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়?
খ. ‘দাবুল হিকমা’ সম্পর্কে টীকা লিখ।
গ. উদ্দীপকে ফাতেমীয় বংশের কোন খলিফার বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যে উক্ত খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য আংশিক ফুটে উঠেছে-তোমার উত্তরের পক্ষে মতামত পাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : ২৮ নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী যিনি ১৯ মে ২০১২। ডি. এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। এর ফলে বাংলাদেশি নারীদের সম্মান বিশ্ব দরবারে বহুগুণে বৃদ্ধি পায়। হয়তো এমন একদিন আসবে তার বংশের লোকজন তার পরিচয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করবে। আরবীয় মুসলমানরাও তাদের প্রতিষ্ঠিত একটি শাসনব্যবস্থার নামকরণ করেছিল তাদেরই পূর্বকার একজন মহীয়সী নারীর নামে।
ক. ক্রুসেড (Crusade) শব্দের অর্থ কী?
খ. শিয়াদের পরিচয় নাও।
গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন মহীয়সী নারীর ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বংশের গোড়াপত্তন কীভাবে ঘটে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : ২৯ অগাস্টাস সিঙ্গার ছিলেন রোম সাম্রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনাকারী। তার সময়ে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। গড়ে ওঠে নানা শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় রোম সাম্রাজ্যে বিভিন্ন পণ্ডিতদের আগমন ঘটে। এ সকল পণ্ডিত দর্শন, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও ভূগোল বিষয়ক নানা গ্রন্থাবলি ল্যাটিন ভাষায় অনুবাদ করে এক স্বর্ণযুগের সূচনা করেন। স্থাপত্য শিল্পের বিকাশ, রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ও জনহিতকর কার্যাবলিতে তার অবদান ছিল অনস্বীকার্য।
ক. কত খ্রিস্টাব্দে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়।
খ. সাবুল হিকমা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অগাস্টাস সিজারের সাথে কোন ফাতেমীয় খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অগাস্টাস সিজারের ন্যায় উদ্ভ শাসক বা খলিফাও সাম্রাজ্যের বিস্তৃতি ও প্রজারঞ্জক কার্যাবলি সম্পাদন করেছিলেন’- উক্তিটির যথার্থতা নিরূপণ কর
সৃজনশীল প্রশ্ন ১০ : আব্বাসীয় খলিফা আল-মনসুর তার সিংহাসনকে কণ্টকমুক্ত করার জন্য খোরাসানের শাসনকর্তা আবু মুসলিমকে হত্যা করেন। তিনি তারাবিস্তান ও গীলান অধিকারের পর দায়লাম অধিকার করেন। খলিফা মনসুরের চিরস্মরণীয় গৌরবময় কীর্তি একটি নতুন নগরী স্থাপন করেন। তার নাম অনুসারে এই নগরীর নাম রাখা হয় মনসুরীয়া এবং নতুন নগরীতে রাজধানী স্থানান্তর করা হয়।
ক. মিসর বিজয়ী সেনাপতির নাম কী?
খ. আল-আজহার বিশ্ববিদ্যালয় কীভাবে প্রতিষ্ঠিত হয়?
গ. আব্বাসীয় খলিফা আল-মনসুরের শাসনের সাথে ফাতেমীয় খলিফা ওবায়দুল্লাহ আল-মাহদীর শাসনের সামঞ্জস্য ব্যাখ্যা কর।
ঘ. উপরোক্ত দুই শাসকের মধ্যে তোমার মতে কোন শাসক অধিক কৃতিত্বের দাবিদার? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উপরে দেয়া বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৭ম অধ্যায় প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post