ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায় : শাসন ক্ষমতা লাভের পর মি. রহিমকে অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। তাঁর সময় ভণ্ড ধর্ম প্রচারকদের উদ্ভব, কর বিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের বিদ্রোহ রাষ্ট্রে ধর্ম ব্যবস্থার ওপর আঘাত হানে। তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবিলা করেন। বিশ্বস্ততার জন্য তাকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায়
১. বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ মেলায় ক্রেতা, বিক্রেতা, দশনার্থী, শিল্পী, সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। উন্মুক্ত মঞ্চে প্রতিদিন আবৃতি, সঙ্গীত, প্রকাশনা উৎসব ও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিবছর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়।
ক. আইয়্যামে জাহেলিয়া শব্দের অর্থ কী?
খ. হানিফ সম্প্রদায় কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বাংলা একাডেমি পুরস্কারের সাথে প্রাক্-ইসলামি যুগের কোন পুরস্কারের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকের মেলাটির মতো ‘উকাজ মেলাও’ সাহিত্যনির্ভর ছিল? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
২. সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ দক্ষিণ সুদান। স্বাধীনতা লাভের পর দেশের প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একটি সংবিধান প্রণয়ন জরুরি হয়ে পড়ে। এ নিয়ে সরকারপ্রধান রাষ্ট্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনা করেন। এর ফলে সকলের নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়।
ক. ‘আনসার’ শব্দের অর্থ কী?
খ. মোহাজের কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সংবিধান প্রণয়নের সাথে মহানবি (সা:) কর্তৃক গৃহীত কোন পদক্ষেপের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দক্ষিণ সুদানের মতো মহানবি (সা.)-এর গৃহীত ব্যবস্থা মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত। মূল্যায়ন কর।
৩. শাসন ক্ষমতা লাভের পর মি. রহিমকে অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। তাঁর সময় ভণ্ড ধর্ম প্রচারকদের উদ্ভব, কর বিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের বিদ্রোহ রাষ্ট্রে ধর্ম ব্যবস্থার ওপর আঘাত হানে। তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবিলা করেন। বিশ্বস্ততার জন্য তাকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
ক. ‘যুন্নুরাইন’ কার উপাধি?
খ. খুলাফায়ে রাশেদীন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের মি. রহিমের সাথে তোমার পঠিত ইসলামের ইতিহাসের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তোমার পঠিত শাসককে কি ইসলামের ত্রাণকর্তা বলা যায়? তোমার মতামত বিশ্লেষণ কর।
৪. ব্রিটিশ পার্লামেন্টকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। আইন সভাটি দ্বি-কক্ষবিশিষ্ট। উচ্চকক্ষের নাম হাউজ অব কমন্স। মূলত হাউজ অব কমন্সে নির্বাচিত প্রতিনিধিগণ ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউজ অব লর্ডসের সদস্যগণ দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন।
ক. আতিক শব্দের অর্থ কী?
খ. ‘যুন্নুরাইন’ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত উমর (রা.) প্রবর্তিত কোন পরিষদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত পরিষদের কার্যাবলি পর্যালোচনা কর।
৫. সুলতানি ও মুঘল আমলে ভারতে ফারসি ভাষায় সরকারি কার্যক্রম চলত। কিন্তু পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। শাসন ক্ষেত্রে ব্রিটিশরা ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করে। এরই প্রেক্ষিতে তারা ভারতে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে। অফিস-আদালতসহ সবখানে ইংরেজি ভাষা চালু করা হয়। অর্থনীতি, শিক্ষা, ব্যবসায় তারা ইংরেজি সংস্কৃতি চালু করে।
ক. উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিষ্টাব্দে?
খ. মুয়াবিয়া (রা.)-কে কেন আবরদের প্রথম রাজা বলা হয়?
গ. উদ্দীপকে খলিফা আব্দুল মালিকের কোন সংস্কারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বর্ণিত পদক্ষেপ আব্দুল মালিকের আরবীয়করণ নীতির প্রতিচ্ছবি। মূল্যায়ন কর।
৬. চেঙ্গিস খান শুধু তাঁর নিজস্ব বীরত্বে বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতির রণনিপুণতাই তাঁর সাম্রাজ্যের বিশাল বিস্তৃতির প্রধান কারণ ছিল। তাছাড়া সাম্রাজ্য বিস্তার করেই তিনি ক্ষান্ত হননি। তাঁর বিশাল সাম্রাজ্যকে তিনি ‘উত্তরাঞ্চল’ ও ‘দক্ষিণাঞ্চল’ নামক দুটি প্রধান উইং-এ বিভক্ত করে সেখানে দুজন দক্ষ প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তাঁরা দুজনই পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করতেন। তবে এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মেঙ্গু খান ছিলেন খুবই নৃশংস।
ক. কুব্বাত-আস-সাখরা কোথায় অবস্থিত?
খ. সোলায়মানকে ‘আশীর্বাদের চাবি’ বলা হয় কেন?
গ. উদ্দীপকের মেঙ্গু খানের সাথে খলিফা আল ওয়ালিদের শাসনামলের কোন প্রাদেশিক গভর্নরের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চেঙ্গিস খানের মতো খলিফা আল ওয়ালিদও মূলত দক্ষ সেনাপতিদের কারণে সাম্রাজ্যের বিস্তৃতিতে সক্ষম হয়েছিলেন। বিশ্লেষণ কর।
৭. বাদশা নাসির উদ্দিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাঁর কোনো দাস-দাসী ছিল না। তিনি ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনে সরকারি কোষাগার থেকে কোনো অর্থ খরচ করতেন না। কুরআন শরীফ নকল ও টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি খুলাফায়ে রাশেদীনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। প্রশাসনিক কাজের চেয়ে তিনি ধর্মীয় কার্যাবলিকে অধিক গুরুত্ব দিতেন।
ক. উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?
খ. কুব্বাতুস সাখরা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বাদশাহ নাসির উদ্দিনের সাথে উমাইয়া খিলাফতের
কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত শাসকের নীতিসমূহ উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল? উত্তরে সপক্ষে যুক্তি দাও।
৮. পবন চৌধুরী মরিচপাশা গ্রামের জমিদার পরিবারের সন্তান। তিনি উচ্চ শিক্ষিত ও পৈতৃকসূত্রে বিশাল সম্পদের অধিকারী। এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য তিনি একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন। দেশ- বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে তিনি এটিকে সমৃদ্ধ করে তুলেছেন। তাঁর এ গ্রন্থাগারের সুনাম শুনে দূর-দূরান্ত থেকে বহু জ্ঞান-পিপাসু মানুষ এখানে ছুটে আসেন। তিনি এ গ্রন্থাগার পরিচালনায় প্রচুর টাকা খরচ করেন।
ক. আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কী?
খ. ‘রাওয়াান্দিয়া’ সম্প্রদায় কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পবন চৌধুরীর সাথে আব্বাসীয় বংশের কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত খলিফার শাসনামলকে কি ইসলামের ‘অগাস্টান যুগ’ বলে অভিহিত করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৯. আজমপুরের খান বংশের ব্যবসায়ী দাউদ খান তালুকদার বংশের হান্নান সাহেবের নিকট এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী হান্নান সাহেব খান বংশের লোকদের ওপর নির্মমভাবে অত্যাচার চালান। তাঁর অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে খান বংশের সন্তান কবির মাহমুদ মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।
ক. স্পেন কোন মহাদেশে অবস্থিত?
খ. চার্লস মার্টেল কে ছিলেন?
গ. উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আলোচনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
১০. ‘ক’ রাজ্যের ধর্মীয় নেতা মি. এন্থনি যখন জনসম্মুখে আসেন তখন সবাই অবাক। তিনিও তো তাদের মতো একজন সাধারণ মানুষ অথচ একদল পুরোহিত বলে আসছিল যে তিনি মানুষ নন বরং দেবতা। পুরোহিতদের বলা এসব কাহিনী যখন তার গোচরে আসে তখন তিনি তাদের কঠোর শাস্তি দেন। অতঃপর জনগণকে সাথে নিয়েই তিনি ‘ক’ রাজ্য প্রতিষ্ঠায় অবদান রাখেন।
ক. আল আজহার মসজিদ নির্মাণ করেন কে?
খ. দারুল হিকমা কী?
গ. উদ্দীপকে বর্ণিত মি. এন্থনি’র সাথে কোন ফাতেমীয় ধর্মীয় নেতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় উক্ত ধর্মীয় নেতার অবদান মূল্যায়ন কর
১১. মোহনপুর এলাকার অধিবাসীদের মধ্যে সবসময় হানাহানি, সংঘাত লেগেই থাকে। প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাচিত মেম্বার রয়েছে। নিজ ওয়ার্ডে না হলেও ফসল কাটা, মাছ ধরা, পশুপালন ইত্যাদি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আন্তঃকলহ লেগেই থাকে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা নারীদের। পুরুষরা তাদের অভিশাপ ও বোঝা মনে করে।
ক. ইয়েমেন শব্দের অর্থ কী?
খ. হানিফ কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ওয়ার্ড ব্যবস্থার সাথে প্রাচীন আরবের কোন প্রথার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন কর।
১২. সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এ সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধ পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।
ক. হিলফুল ফুযুল কী? ব্যাখ্যা কর।
খ. হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবন প্রণালির তুলনামূলক বিশ্লেষণ কর।
১৩. ভাষা আন্দোলনের সংগ্রামকে ধারণ করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বই মেলা অনুষ্ঠিত হয়। বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনা সভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
ক. ‘জাজিরাতুল আরব’ অর্থ কী?
খ. উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে প্রাচীন আরবের কোন মেলার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলন মেলা’- বিশ্লেষণ কর।
১৪. নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি প্রতিরোধ করার লক্ষ্যে রসুলপুর এলাকার কয়েকজন যুবক একটি সমিতি গঠন করেন। তাদের এই মহৎ উদ্যোগ সফল হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।
ক. কত সালে মহানবি (স.) নবুয়তপ্রাপ্ত হন?
খ. বায়তুল মাল কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (স.)-এর কৃতিত্ব মূল্যায়ন কর।
১৫. বার্মার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, ঘরবাড়ি ও ফসল পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে এ সকল রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে তাদের সহযোগিতা করেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে।
ক. মদিনার পূর্ব নাম কী?
খ. মজলিস-উশ-শূরা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রোহিঙ্গাদের সাথে মুহাম্মদ (স.) সরকার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনায় মুহাজির ও আনসারদের ভূমিকা মূল্যায়ন কর।
১৬. অটোমান সুলতান মহামতি সুলায়মান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী শাসক ছিলেন। তাঁর সাম্রাজ্য কৃষ্ণসাগর হতে তিউনিসিয়া এবং ভিয়েনা হতে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি নিজ পুত্রকে ফাঁসি দেন। তিনি অপরাধীদের কঠোর শাস্তি দিতেন।
ক. কত খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়?
খ. ভ-নবি কারা? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাম্রাজ্য বিস্তারের সাথে খোলাফায়ে রাশেদীনের কোন খলিফার প্রফিলন লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত খলিফার ন্যায়বিচার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১৭. মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তাঁর দক্ষ সেনাপতিদের রণনিপুণতায় তিনি বিশাল ভূখণ্ডের অধিকারী হন।
ক. উমাইয়াদের প্রথম খলিফা কে?
খ. ডোম-অব-দি-রক কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের শাসকের সাথে কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত খলিফার তিনটি মহাদেশে অভিযান বিশ্লেষণ কর।
১৮. সুলতান নাসিরউদ্দিন একজন মহান শাসক ছিলেন। ধর্মভীরু শাসক হলেও পরধর্মের প্রতি তিনি কখনই বিদ্বেষ পোষণ করতেন না বরং খুবই সহনশীল ছিলেন। তিনি অমুসলিমদের ওপর হতে করের বোঝা কমিয়ে দিয়ে নানা রকম সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন।
ক. উমাইয়াদের শেষ খলিফার নাম কী?
খ. ‘রাজেন্দ্র’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সুলতানের কর্মকাণ্ড কোন উমাইয়া খলিফার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত খলিফা উমাইয়া বংশের পতনের জন্য কতটুকু দায়ী?’ তোমার মতামত বিশ্লেষণ কর।
উপরে দেয়া বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৪র্থ অধ্যায় প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post