ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যুবরাজ আলাল রাজ্যহারা হন। বাস্তুচ্যুত যুবরাজ প্রায় অর্ধযুগ ধরে আশ্রয়ের সন্ধানে পথে-প্রান্তরে ঘুরতে থাকেন। অবশেষে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে এ যুবরাজ দূরবর্তী অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় লাভ করেন। অতঃপর রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে তিনি পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ চালিয়ে তা দখল করে নেন এবং স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
ক. স্পেন কোন মহাদেশে অবস্থিত?
খ. প্রথম আব্দুর রহমানকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিহিংসার স্বরূপ প্রথম আব্দুর রহমানের ক্ষেত্রে কীরূপ ছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের যুবরাজ আলালের রাজ্য প্রতিষ্ঠার সাথে প্রথম আব্দুর রহমানের আমিরাত প্রতিষ্ঠার একটি তুলনামূলক বিবরণ দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহের ফলে এলাকার কৃষি কাজের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। । ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য তিনি সরকারিভাবে বিভিন্ন ব্যবসা কেন্দ্র গড়ে তোলেন। ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতই উন্নত হয় যে, ব্যবসায়ীরা গভীর রাতে টাকা-পয়সা নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করতে পারত। তিনি ভিক্ষাবৃত্তিও উচ্ছেদ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন।
ক. আদ-দাখিল বলা হয় কাকে?
খ. তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উত্ত চেয়ারম্যানের কর্মকাণ্ডে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উত্তশাসকের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : পিতামহের মৃত্যুর পর আব্দুর রহিম মাত্র ১২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করে রাজ্যের সেচ প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করেন। ফলে সাম্রাজ্যের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের যথেষ্ট উন্নতি ঘটে। তার সময়ে কমপক্ষে রাজ্যে ১,০০০ জাহাজ এবং শুধু রাজধানীতে ১৩,০০০ তাঁত শিল্প-কারখানা ছিল। তিনি বিভিন্ন দেশের সৈন্যদের সমন্বয়ে একটি বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন, যা স্লাভ বাহিনী নামে পরিচিত ছিল।
ক. স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
খ. কর্ডোভাকে ‘ইউরোপের বাতিঘর’ বলার কারণ কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের কোন খলিফার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উদ্ভ খলিফার কৃতিত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ভাগ্য বিপর্যয়ের কারণে সুলতানপুরের শাকিল চৌধুরী পূর্বপুরুষের জমিদারি হতে বিতাড়িত হন। তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী মামার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং জমিদারির অংশবিশেষ পুনরুদ্ধার করতে সক্ষম হন। শাকিল চৌধুরী এখানে অবস্থান গ্রহণের পর পার্শ্ববর্তী শক্তিশালী শাসকের শান্তিপ্রস্তাৰ গ্রহণের ভান করে কৌশলে তার শাসিত অঞ্চল দখল করে নেয়। কিন্তু এতেও তার চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় না। তাকে একটি রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হতে হয়। অবশেষে শুধু জয়লাভই নয় বরং তিনি জনগণের আস্থাও অর্জন করেন।
ক. স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী?
খ. প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজপাখি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের শাকিল চৌধুরীর সাথে কোন উমাইয়া যুবরাজের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জমিদারির অংশবিশেষ দখলের মতো উত্ত যুবরাজ দখলীকৃত অঞ্চলে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ‘আমর এ সঙ্গ’ নামক কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বলেন, তিনি শ্রমিকদের ঔদ্ধত্য আচরণ, কথায় কথায় কর্ম বিরতি ও শ্রমিক ধর্মঘট বরদাস্ত করবেন না, নিয়মিত কাজ করতে হবে, নিয়মশৃঙ্খলা ও কালে দক্ষতা বাড়াতে হবে। তবেই তাদের দাবী দাওয়া কোম্পানি মেনে নেবে। তাছাড়া তিনি নতুন ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, সুন্দর অট্টালিকা নির্মাণ ও শ্রমিকদের সুযোগ-সুবিধা দান করে কোম্পানিকে সুসমৃদ্ধ করে গড়ে তোলেন। তার দক্ষতা ও সুখ্যাতি চার দিকে ছড়িয়ে পড়ে।
ক. সুলতানা তাবুবা কে ছিলেন?
খ. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত ম্যানেজিং ডাইরেক্টরের বক্তব্যটি স্পেনের কোন উমাইয়া শাসকের বক্তব্যের অনুরূপ? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : দিল্লীর সুলতান ইব্রাহিম লোদী তার আমলা আলম খান লোদীর পুত্র দেলোয়ার খান লোদীকে অপমান করলে আলম খান পুত্রের অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য কাবুলের বাদশাহ বাবরকে দিল্লী আক্রমণের আমন্ত্রণ জানান।
ক. আরবরা কত সালে সিন্ধু জয় করেন?
খ. কাকে এবং কেন আরব আলেকজান্ডার বলা হয়?
গ. উদ্দীপকের ঘটনার সাথে স্পেনের উমাইয়া যুগের কোন ঘটনার মিল পাওয়া যায়? লেখ।
ঘ. স্পেনের উমাইয়া যুগের উক্ত ঘটনার ফলাফল লেখ।
সৃজনশীল প্রশ্ন ৭ : রহিমা তার বান্ধবীর সাথে স্পেনের এক মুসলিম শাসককে নিয়ে গল্প করছিল। যিনি ছিলেন স্পেনের সর্বশ্রেষ্ঠ ও প্রতিভাবান শাসক। তিনি স্পেনকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন।
ক. কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়?
খ. উমর বিন হাফসুনের পরিচয় দাও।
গ. উদ্দীপকে কোন শাসকের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে? বর্ণনা দাও।
ঘ. উক্ত শাসক স্পেনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন বিষয়টি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব আহসান গোবিন্দপুর এলাকার খলিফা। তার সময়ে তিনিসহ আরও তিনটি দেশে খলিফা শাসন করত। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর একজন জাতীয় বীরকে পরাজিত করেন। তিনি জনগণের কল্যাণের জন্য সেচ প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু করেন। তার সময় আইন-শৃঙ্খলা এতই উন্নত ছিল যে, ব্যবসায়ীরা গভীর রাতে টাকা-পয়সা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেত। তিনি শ্রেষ্ঠ শাসকে পরিণত হন।
ক. স্পেনের জাতীয়তাবাদী নেতা কে?
খ. জোহরা প্রসাদ কে নির্মাণ করেন? এর পরিচয় দাও।
গ. উদ্দীপকে উল্লিখিত কোন দেশের খলিফার কথা বলা হয়েছে? এ সময় অন্য কোন কোন দেশে খলিফা ছিল ও কারা?
ঘ. উদ্দীপকের খলিফার সাথে তোমার পাঠ্যবইয়ের যে খলিফার মিল আছে তার কৃতিত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব ইসমাইল বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহ করার ফলে এলাকায় কৃষি কাজের উন্নয়ন হয়। ব্যবসায়-বাণিজ্যের উন্নতির জন্য তিনি তাঁর একান্ত প্রচেষ্টায় বিভিন্ন ব্যবসাকেন্দ্র গড়ে তোলেন। ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই উন্নত ছিল যে, ব্যবসায়ীরা গভীর রাতে ঢাকা পয়সা নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করতে পারত। তিনি ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাফেরার জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন।
ক. স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
খ. ‘কুরাইশদের বাজপাখি’ কাকে এবং কেন বলা হয়?
গ. উদ্দীপকের বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে কোন উমাইয়া শাসকের কর্মকান্ডের মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সামগ্রস্যপূর্ণ উক্ত উমাইয়া শাসকের অন্যান্য কৃতিত্ব মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : ফয়সাল ইতিহাস পড়ে জানতে পারে, একজন বিখ্যাত শাসনকর্তা সৌভাগ্যবশত গণহত্যা থেকে প্রাণে বেঁচে যান। বিভিন্ন স্থানে পাঁচ বছর আত্মগোপনে থাকার পর “S” নামক স্থানে জবরদখলকারী শাসনকর্তাকে পরাজিত করে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। এভাবেই বিতাড়িত, গৃহহীন পলাতক যুবক তার উচ্চাভিলাষের শীর্ষে আরোহণ করে।
ক. কোন খলিফার আমলে স্পেন বিজিত হয়?
খ. কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
গ. ফয়সালের পঠিত শাসনকর্তার সাথে তোমার পঠিত কোন স্পেনীয় শাসকের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তোমার পঠিত শাসকের শ্রেষ্ঠ কৃতিত্ব বিশ্লেষণ কর।
উপরে দেয়া বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post