ইসলামের ইতিহাস ১ম পত্র ১ম অধ্যায় mcq : মিসরীয়দের লিখন পদ্ধতি ‘হায়ারোগ্লিফিক’ (Hieroglyphic) নামে পরিচিত। হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানাপ্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত, যার মাধ্যমে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো হায়ারোগ্লিফিক শিলালিপি প্রথমে তৈজসপত্র, ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিসরে কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। এ লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে। যথা: চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বর্ণভিত্তিক প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল।
ইসলামের ইতিহাস ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. ভৌগলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উদ্দীপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
২. ‘আরব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. জলাশয়
খ. জনপথ
গ. মরুভূমি
ঘ. মালভূমি
৩. আরব দেশ কোন মহাদেশ অবস্থিত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. আমেরিকা
ঘ. ইউরোপ
৪. আরব দেশকে ‘জাজিরাতুল’ আরব বলার কারণ কী?
ক. মরুভূমির দেশ বলে
খ. আরব সাগরের তীরে অবস্থিত তাই
গ. আরব পবিত্র ভূমি হওয়ার জন্য
ঘ. তিনদিক জলবেষ্টিত হওয়ার কারণে
৫. মরু অঞ্চলে সবচেয়ে প্রয়োজনীয় যন্তু কোনটি?
ক. ঘোড়া
খ. উট
গ. দুম্বা
ঘ. মেষ
৬. আরবের তিন দিকে কী?
ক. জলরাশি
খ. মরুভূমি
গ. পর্বতমালা
ঘ. মালভূমি
৭. আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন কী ছিল?
ক. উট
খ. গাধা
গ. গরু
ঘ. মহিষ
৮. পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কী?
ক. ভারত
খ. আরব
গ. বাংলাদেশ
ঘ. সিনাই
৯. জাজিরাতুল আরব অর্থ কী?
ক. আরব দ্বীপ
খ. আরব মরুভূমি
গ. আরব সংস্কৃতি
ঘ. আরব উপদ্বীপ
১০. বেদুইনদের কেন আসাবিয়াহ বলা হয়ে থাকে?
ক. তারা লুটতরাজ ও জিঘাংসা মুলক কাজ করতে বলে
খ. তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল বলে
গ. তারা পশু চারণ করতে বলে
ঘ. তারা নিয়মিত যুদ্ধবাজ জাতি ছিল বলে
১১. আরব জনগণের বিভক্তির মূল কারণ কী?
ক. গোত্র কলহ
খ. অতিরিক্ত শাসন
গ. কেন্দ্রীয় শাসনের অভাব
ঘ. শাসকের অনুপস্থিতি
১২. ‘আরব’ শব্দের অর্থ কী?
ক. আদি নগরী
খ. আরাবা
গ. বাগ্নিতা
ঘ. মরুভূমি
১৩. আরবের কোন প্রদেশকে ‘সুখী আরব ভূমি’ বলে?
ক. হেজাজ
খ. ওমান
গ. হাজরা মাউত
ঘ. ইয়েমেন
১৪. পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কী?
ক. বাংলাদেশ
খ. সিনাই
গ. আরব
ঘ. ভারত
১৫. আরব এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত?
ক. দক্ষিণ পূর্বে
খ. দক্ষিণ-পশ্চিমে
গ. উত্তর-পশ্চিমে
ঘ. উত্তরপূর্বে
১৬. আরব দেশের দক্ষিণ অবস্থিত-
ক. পারস্য উপসাগর
খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর
ঘ. প্রশান্ত মহাসাগর
১৭. আরব দেশের পূর্বে অবস্থিত-
ক. ইরাক ও সিরিয়ার মরুভূমি
খ. লোহিত সাগর
গ. পারস্য উপসাগর
ঘ. ভারত মহাসাগর
১৮. আরব অঞ্চলটি এশিয়ার পশ্চিম অঞ্চলের কোন দেশের সীমানা ঘেঁষে অবস্থিত?
ক. ইরান
খ. সিরিয়া
গ. ইরাক
ঘ. আফ্রিকা
১৯. আরব ভূখন্ড নিরক্ষরেখার দিকে ঝুঁকে আছে কোন রেখা অতিক্রম করে?
ক. কর্কটক্রান্তি
খ. মকরক্রান্তি
গ. বিষুব রেখা
ঘ. সুমেরু ও কুমেরু
২০. লোহিত সাগর আরব দেশের কোন দিকে অবস্থিত?
ক. উত্তরে
খ. দক্ষিণে
গ. পূর্বে
ঘ. পশ্চিম
২১. আরব দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত?
ক. এশিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. ইউরোপ
ঘ. আফ্রিক
২২. বিশ্বের মধ্যকেন্দ্র বলা হয় কোন দেশকে?
ক. মক্কাকে
খ. সিরিয়াকে
গ. আরবদেশকে
ঘ. জেরুজালেমকে
২৩. ভূ প্রকৃতির তারতম্য অনুসারে আরবের মরু অঞ্চল কে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. ছয় ভাগে
২৪. আরব ভূখন্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ?
ক. এক-তৃতীয়াংশ
খ. এক-চতুর্থাংশ
গ. এক পঞ্চমাংশ
ঘ. অর্ধাংশ
২৫. আরবে কোন খনিজ পদার্থ অধিক উৎপাদন হয়?
ক. তেল, স্বর্ণ
খ. গ্যাস, কয়লা
গ. তেল, গ্যাস
ঘ. তেল, কয়লা
২৬. ক্যারাভান রুট কী?
ক. চলাচল পথ
খ. নৌপথ
গ. আকাশপথ
ঘ. স্থল পথ
২৭. আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী?
ক. ধুনা ও মসলা
খ. ধনা ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু
গ. অস্ত্র
ঘ. হাতির দাঁত
২৮. ‘আন নুফুদ’ অর্থ কী?
ক. কালো বা নীল
খ. নীল বা সাদা
গ. কালো বা লালচে
ঘ. সাদা বা লালচে
২৯. আরবের উত্তরাংশে কী রয়েছে?
ক. নুফুদ
খ. হুদুদ
গ. কাঠ
ঘ. পাহাড়
৩০. পশুচারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল?
ক. আন- নুফুদ
খ. আদ দাহানা
গ. আল-হাররা
ঘ. আন হুদুদ
৩১. আরবের কোন মরু অঞ্চলের শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়?
ক. আন- নুফুদ
খ. আদ দাহনা
গ. আল-হাররা
ঘ. আন হুদুদ
৩২. তৃণগুল্ম জন্মে আরবের কোন মরু অঞ্চলে?
ক. আল-হাররা
খ. আদ- দাহনা
গ. আন- নুফুদ
ঘ. আন- নুফু
৩৩. ভৌগলিক দৃষ্টিকোণ থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. পাঁচ ভাগে
ঘ. ছয় ভাগে
৩৪. লু হাওয়া কোথায় দেখা যায়?
ক. পার্বত্য অঞ্চলে
খ. পাহাড়ি আঞ্চলে
গ. উর্বর অঞ্চলে
ঘ. মরু অঞ্চলে
৩৫. ‘আদ দাহনা’ শব্দের অর্থ কী?
ক. সাদা ভূমি
খ. লাল ভূমি
গ. কালো ভূমি
ঘ. হলুদ ভূমি
৩৬. গ্রীষ্ম কালে খুবই উষ্ণ এবং বসবাসের উপযোগী অঞ্চল কোনটি?
ক. আল-হাররা
খ. আদ- দাহনা
গ. আন- নুফুদ
ঘ. আন- নুফুদ
৩৭. আরবের বৃহত্তম মরুভূমির নাম কী?
ক. নুফুদ
খ. আদ- দাহনা
গ. গোবি
ঘ. সাহারা
৩৮. আরবে বেলেপাথর যুক্ত অঞ্চল কোনটি?
ক. আন- নুফুদ
খ. আদ- দাহানা
গ. আল- হাররাহ
ঘ. মধ্য আরব
৩৯. আরবের কোন অঞ্চলটি অসমতল, লাভাযুক্ত প্রস্তুরময় আগ্নেয়গিরি?
ক. আন- নুফুদ
খ. আল- হাররাহ
গ. উত্তর আরব
ঘ. দক্ষিণ আরব
৪০. আরবের কোন অঞ্চলটি ঘনবসতিপূর্ণ এবং কৃষিকাজের উপযুক্ত স্থান?
ক. হেজাজ
খ. ইয়েমেন
গ. হাছরামাউত
ঘ. ওমান
৪১. আরবি ‘বায়িদা’ শব্দের অর্থ কী?
ক. বাসিন্দা
খ. গাছ
গ. জঙ্গল
ঘ. প্রকৃতি
৪২. ‘আরবি আবিরা’ শব্দের অর্থ কী?
ক. প্রকৃত আরব
খ. প্রাচীন আরব
গ. নবাগত আরব
ঘ. বাণিজ্যিক আরব
৪৩. ‘আরবি মুস্তারিবা’ শব্দের অর্থ কী?
ক. প্রকৃত আরব
খ. প্রাচীন আরব
গ. বাণিজ্যিক আরব
ঘ. নবাগত বা অভিবাসী আরব
৪৪. প্রাচীন কাল হতে উত্তর আরবের বাসিন্দারা নিজেদের কি বলে পরিচয় দিয়ে আসছে?
ক. স্বাধীন আরব
খ. সুখী আরব
গ. আল আরিয়
ঘ. আল- সারিয়
৪৫. আরব ভূখন্ডে যারা প্রথম আবাসস্থলে স্থাপন করেছিল তাদেরকে কী বলে?
ক. আরবে বায়িদা
খ. আরবে আরিবা
গ. আরবে মুস্তারিবা
ঘ. আরবে আরিযা
৪৬. ইয়েমেনের রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট উঁচুতে অবস্থিত?
ক. ৫,০০০ ফুট
খ. ১৭,০০০ ফুট
গ. ৭,০০০ ফুট
ঘ. ১২,০০০ ফুট
৪৭. ইয়েমেনের রাজধানী কোনটি?
ক. সানা
খ. দামেস্ক
গ. জেদ্দা
ঘ. জেরুজালেম
৪৮. আরব দেশে বৃক্ষরানী বলা হয় কোন গাছকে?
ক. সেগুন গাছ
খ. পাম গাছ
গ. খেজুর গাছ
ঘ. নিম গাছ
৪৯. পবিত্র কুরআনে কোন প্রাণীর কথা উল্লেখ আছে?
ক. ভেড়া
খ. উট
গ. ছাগল
ঘ. হরিণ
৫০. ভারতের প্রধান বাহন কী ছিল?
ক. ঘোড়া
খ. ভেড়া
গ. উট
ঘ. গরু
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ১ম পত্র ১ম অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post