ইসলামের ইতিহাস ১ম পত্র ৩য় অধ্যায় mcq : মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)। ইসলামে নবীর পরেই তাঁর স্থান। ইসলাম গ্রহণের আগেও তিনি অন্যান্যদের মত জাহেলিয়াতের পঙ্কে নিমজ্জিত ছিলেন না। পূত-পবিত্র চরিত্রের লোক ছিলেন তিনি। তিনি আজীবন রাসুলুল্লাহর পাশে ছিলেন ছায়ার মত। নবুওয়াতের আগে ও নবুওয়াত লাভের পরে নবী মুহাম্মদ (স)- কে সমানভাবে সম্মান ও মর্যাদা দিয়ে তিনি তাঁকে অনুসরণ করেছেন।
ইসলাম গ্রহণের পর তাঁর জীবন-চরিত্র আরও উন্নততর হয়ে উঠে। প্রাথমিক জীবনে তিনি মানবতার সেবা করতেন। ইসলাম গ্রহণের পরে তিনি আরও বেশি দুর্গত মানবতার সাহায্যে এগিয়ে আসেন। ইসলামের সেবায় তিনি তাঁর সমুদয় ধন-সম্পত্তি সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছিলেন। তাঁর মূল নাম আবদুল্লাহ। উপনাম ছিল আবু বকর।
‘আতিক’ ও ‘সিদ্দীক’ ছিল তাঁর উপাধি। তাঁর পিতা হলেন ওসমান ওরফে আবু কুহাফা এবং মাতা ছিলেন সালমা ওরফে উম্মুল খায়ের। তাঁর পিতা-মাতা উভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি মক্কায় কুরাইশ বংশের ‘তাইম’ গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ (স)- এর প্রায় তিন বছরের ছোট ছিলেন।
ইসলামের ইতিহাস ১ম পত্র ৩য় অধ্যায় mcq
১. বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত ওমর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত তালহা (রা.)
২. ইয়ামামার যুদ্ধে কোন ভন্ড নবী নিহত হন?
ক. আসওয়াদ আনাসি
খ. মুসায়লামা
গ. তোলায়হা
ঘ. শাজাহ
৩. হযরত আবু বকর (রাঃ) কোরআন সংগ্রহ উৎসারিত হলেন কেন?
ক. ভন্ড নবীদের উৎপাদন বৃদ্ধি পাওয়ায়
খ. কোরআন আয়াত ভুলে যাওয়ার ভয়ে
গ. কোরআনের অনেক হাফেজ শহীদ হওয়ায়
ঘ. রাষ্ট্রীয় কার্যে কোরআনের আইন প্রয়োগ করতে
৪. খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ধর্মীয় ও রাজনৈতিক
খ. রাজনৈতিক ও সাংস্কৃতিক
গ. অর্থনৈতিক ও সামাজিক
ঘ. ধর্মীয় ও নৈতিক
৫. ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন?
ক. মুনজির
খ. আবু ওবায়দা
গ. খালিদ বিন ওয়ালিদ
ঘ. ওসামা
৬.খলিফা আবু বকর (রাঃ)-কে ‘সিদ্দিকি’ উপাধি দেওয়া হয়েছে কেন?
ক. সত্যবাদিতার জন্য
খ. ভণ্ড নবিদের দমন করেন বলে
গ. জাকাত আদায়ে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তাই
ঘ. অধিক দানশীল ছিলেন
৭. খলিফা আবু বকর (রাঃ) ভণ্ড নবিদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন?
ক. শৃঙ্খলের যুদ্ধ
খ. রিদ্দার যুদ্ধ
গ. কাদেসিয়ার যুদ্ধ
ঘ. আজনাদাইনের যুদ্ধ
৮. অমুসলমানদের ভূমি কর কোনটি?
ক. জাকাত
খ. জিযিয়া
গ. উশর
ঘ. খারাজ
৯. খোলাফায়ে রাশেদীনের শাসনকাল কত বছর ছিল?
ক. ৪০ বছর
খ. ৩০ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৫০ বছর
১০. খারিজি কারা?
ক. একটি যুক্তিবাদী সম্প্রদায়
খ.একটি গুপ্তঘাতক সম্প্রদায়
গ. একটি সাংস্কৃতিক
ঘ. একটি রাজনৈতিক দল
১১. ‘মৃত্যুর বাগান’ বলা হয় কোন যুদ্ধকে?
ক. ইয়ামামার
খ. কাদিসিয়ার
গ. নামারিকের
ঘ. মুতার
১২. হযরত আবু বকর (রাঃ)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, কারণ-
ক. তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন
খ. তিনি সব সময় রাসূলের (সা.) সঙ্গে ছিলেন
গ. তিনি অরাজক ও বিশৃঙ্খপূর্ণ অবস্থায় ইসলামকে রক্ষা করেছেন
ঘ. তিনি পরম সত্যবাদী ছিলেন
১৩. অমুসলমানদের নিকট হতে প্রাপ্ত নিরাপত্তা করের নাম কী?
ক.খারাজ
খ. ফাই
গ. উশর
ঘ. জিজিয়া
১৩. ‘খলিফা’ শব্দের অর্থ কী?
ক. প্রতিনিধি
খ. আমির
গ. আমল
ঘ. ওয়ালী
১৪. ইসলামের ত্রাণকর্তা বলা হয় কোন খলিফাকে?
ক. খলিফা হযরত আবু বকর (রা.)- কে
খ. খলিফা হযরত উমর (রা.)- কে
গ. খলিফা হযরত উসমান (রা.)- কে
ঘ. খলিফা হযরত আলী (রা.)- কে
১৫. সাজাহ কে?
ক. মহিলা ভণ্ড নবি
খ.মহিলা দার্শনিক
গ. মহিলা কবি
ঘ. মহিলা ডাক্তার
১৬. ‘খিলাফত’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক. ফারসি ভাষার
খ. আরবি ভাষার
গ. হিন্দি ভাষার
ঘ. ইয়েমেনী ভাষার
১৭. রিদ্দা যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন খলিফার শাসনামলে?
ক. খলিফা হযরত আবু বকর (রা.)- কে
খ. খলিফা হযরত উমর (রা.)- কে
গ. খলিফা হযরত উসমান (রা.)- কে
ঘ. খলিফা হযরত আলী (রা.)- কে
১৮. খুলাফায়ে রাশেদিনের নির্বাচনের পদ্ধতি ছিল কোনটি?
ক. গণতান্ত্রিক
খ. রাজতান্ত্রিক
গ. বংশগত
ঘ. উত্তরাধিকারসূত্র
১৯. আবু বকর ‘আতিক’ উপাধি পান করেন?
ক. মিরাজের ঘটনা বিশ্বাসের জন্য
খ. দানশীলতার জন্য
গ. হিজরত করার জন্য
ঘ. তায়েফ গমনের জন্য
২০. খলাফায়ে রাশেদিন কত জন?
ক. ২জন
খ. ৪ জন
গ. ৬ জন
ঘ. ৭ জন
২১. ‘খুলাফা’ শব্দের অর্থ কী?
ক. আমীর
খ. সম্রাট
গ. উত্তরাধিকার
ঘ. ইমাম
২৩. ‘খলিফা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আমীর
খ. আমিরুল মুমেনীন
গ. আমিরুল ইসলাম
ঘ. সম্রাট
২২. ‘প্রত্যেক মানুষ পৃথিবীতে আল্লআহর খলিফা’- এটি কার উক্তি?
ক. রাসূলের (সা.)
খ. আল্লাহর
গ. সাহাবিদের
ঘ. আবু বকর (রা.)- এর
২৩. ইসলামি রাষ্ট্র পরিকল্পনা করেন কয়জনে?
ক. ৪ জনে
খ. ৬ জনে
গ. ৮ জনে
ঘ. ১০ জনে
২৪. মহানবি (সা.)- এর দুই কন্যার জামাতা ছিলেন কে?
ক. হযরত আলী (রা.)
খ. হযরত উসমান (রা.)
গ. হযরত বেলাল (রা.)
ঘ. হযরত মুয়াবিয়া (রা.)
২৫. খুলাফায়ে রাশেদিনের ত্রিশ বছরকে কী বলা হয়?
ক. ইসলামি শাসনব্যবস্থা ভিত্তি
খ. ইসলামের অভ্যুদয়
গ. ইসলামি শাসনব্যবস্থার সোনালী যুগ
ঘ. ইসলামি বিস্তারের মাধ্যম
২৬. খলিফাগণ কিসের ভিত্তিতে নির্বাচিত হতেন?
ক.বয়সের ভিত্তিতে
খ. উপস্থিত
গ.যোগ্যতার ভিত্তিতে
ঘ. যোগাযোগের ভিত্তিতে
২৭. জাকাত প্রদান অস্বীকারকারীদের বিরুদ্বে হযরত আবু বকর (রা.) কী করেছিলেন?
ক. ক্ষমা গোষণা করেন
খ. বন্দী করেন
গ. অবাঞ্ছিত ঘোষণা করেন
ঘ. জিহাদ ঘোষণা করেন
২৮. খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা কে?
ক. হযরত ওমর (রা.)
খ. হযরত আবু বকর (রা.)
গ. হযরত আলী (রা.)
ঘ. হযরত উসমান (রা.)
২৯. ‘খিলাফত’ শব্দটি কোন ভাষার?
ক. বাংলা
খ. সুরিয়ানি
গ. আরবি
ঘ. ফরাসি
৩০. ‘খলাফত’ শব্দের অর্থ কী?
ক. প্রতিনিধিত্ব
খ.সম্রাট
গ. আমীর
ঘ. সেনাপ্রধান
৩১. রাষ্ট্র পরিচালনার সংবিধান কোনটি?
ক.তাওরাত
খ. যাবুর
গ. আল-কুরআন
ঘ.ইঞ্জিল
৩২. প্রত্যেক মানুষ পৃথিবীতে কার খলিফা?
ক. রাসূলের
খ, ফেরেশতার
গ. আল্লাহর
ঘ. নবিগণের
৩৩. খুলাফায়ে রাশেদিনের কত জন?
ক. ২ জন
খ. ৪ জন
গ. ৬ জন
ঘ. ৭ জন
৩৪. ইসলামি রাষ্ট্র পরিকল্পনা করেন কয় জনে?
ক. ৪ জনে
খ. ৬ জনে
গ. ৮ জনে
ঘ. ১০ জনে
৩৫. খিলাফত কার মিশনের প্রতিনিধিত্ব করে?
ক. হযরত ইব্রাহীম (আ)
খ. হযরত মূসা (আ)
গ. হযরত মুহাম্মদ (সা.)
ঘ. হযরত ঈসা (আ)
৩৬. হযরত ওমর কত খ্রিষ্টাব্দে খিলাফত লাভ করেন?
ক. ৬৩২
খ. ৬৩৪
গ. ৬৪৪
ঘ. ৬৫৬
৩৭. মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন?
ক.হযরত আবু বকর (রা.)
খ. হযরত ওমর (রা.)
গ. মুয়াবিয়া
ঘ. আব্দুল মালিক
৩৮.জেরুজালেম প্রথম কখন মুসলিম অধিকারে আসে?
ক.হযরত আবু বকর (রা.)- এর সময়
খ. হযরত উমর (রা.)- এর সময়
গ. হযরত উসমান (রা.)- এর সময়
ঘ. হযরত আলী (রা.)- এর সময়
৩৯. হযরত উমর (রা.)- এর উপাধি কী ছিল?
ক. বিশ্বাসী
খ. সত্যবাদী
গ. আল্লাহর তরবারি
ঘ. সত্য- ,থ্যিার পার্থক্যকারী
৪০. কোন খলিফা তার সম্রাজ্যকে ১৪ টি প্রদেশে ভাগ করেন?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৪১. ‘পরামর্শ ছাড়া কোন খিলাফত চলতে পারে না’- কার কথা?
ক. আবু বকর (রা.)
খ. হযরত উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৪২. সেতুর যুদ্বে মুসলিম বাহিনী পরাজিত হয়-
ক. সেনাপতির আকস্মিক মৃত্যুর জন্য
খ. মুসলিম সৈন্যদের নির্লিপ্ততার
গ.পারসিক হস্তীবাহিনীর আক্রমণের জন্য
ঘ. গোয়েন্দা তথ্যে অপ্রাপ্ত্যতার জন্য
৪৩. হযরত উমর (রা.) রাতের আঁধারে ঘরে বেড়াতেন কেন?
ক. রাতে বেড়াতে ভালো লাগত
খ. দিনে কাজে ব্যস্ত থাকতেন বলে
গ. লোক দেখানোর জন্য
ঘ. প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য
৪৪. প্রথম আদম সুমারির প্রবর্তন করেন কে?
ক.হযরত আবু বকর (রা.)
খ. হযরত উমর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত আলী (রা.)
৪৫. মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
ক. খালিদ বিন ওয়ালিদ
খ. আবু ওবায়দা
গ. সাদ বিন ওয়াককাস
ঘ. আমর বিন আল নাস
৪৬. শঅরমিন একজনের নাম বললেন যিনি সজলিশ- উস- শূরা প্রতিষ্ঠা করেন। তিনি কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৪৭. বাংলঅদেশ সরকার ২০০৭ সালে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করে। উক্ত ব্যবস্থাটি কার সময়ের সাথে মিল রয়েছে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৪৮. কোন ব্যক্তি ইসলাম গহণের সময় ঘোর শত্রু ছিলেন?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৪৯. হযরত উমর (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫৮২ খ্রিষ্টাব্দে
খ. ৫৮৩ খ্রিষ্টাব্দে
গ. ৫৮১ খ্রিষ্টাব্দে
ঘ. ৫৮০খ্রিষ্টাব্দে
৫০. হযরত উমর (রা.)- এর ডাক নাম কী ছিল?
ক. খাত্তাব
খ. আব্বাস
গ. আব্দুল্লা
ঘ. জোবায়ের
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ১ম পত্র ৩য় অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post