ইসলামের ইতিহাস ১ম পত্র ৫ম অধ্যায় mcq : আব্বাসীয় যুগে শিক্ষা-সংস্কৃতি এবং জ্ঞান-বিজ্ঞানের প্রভূত উনড়বতি সাধিত হয়। প্রকৃত পক্ষে আব্বাসীয় যুগ ছিল জ্ঞানবিজ্ঞােনর যুগ। আব্বাসীয়রা ৫০৮ বছর পর্যন্ত রাজত্ব করেন। তাঁদের প্রম খলিফা ছিলেন আবুল আব্বাস আস্-সাফফাহ। আব্বাসীয় বংশের খলিফাদের মধ্যে আল-মনসুর, হারুন-অর-রশীদ এবং আল মামুন ছিলেন প্রখ্যাত।
তাঁদের আমলকে ইতিহাসের সোনালী যুগ বলা হয়। এঁরা ছিলেন অসাধারণ জ্ঞান পিয়াসী। তাঁদের উদার ও অপরিসীম দানে মুসলিম সভ্যতা পূর্ণ বিকাশ লাভ করে। তাঁদের পর হতে আব্বাসীয়দের পতনের যুগ শুরু হয়। খলিফা মুসতাসিম বিল্লাহর নিহত ও বাগদাদের পতনের মাধ্যম আব্বাসীয় খিলাফতের পরিসমাপ্তি ঘটে।
ইসলামের ইতিহাস ১ম পত্র ৫ম অধ্যায় mcq
১. কোন যুদ্ধের মাধ্যমে আব্বাসি খিলাফতের সূচনা হয়?
ক. কাদেসিয়ার
● সিফফিনের
গ. কারবালার
ঘ. জাবের
২. আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
ক বাগদাদ
খ. ফুসতাত
● কুফা
ঘ. মক্কা
৩. আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয় কীভাবে?
ক. দ্বিতীয় হিশামের পতনের মাধ্যমে
খ. দ্বিতীয় ইয়াজিদের পতনের মাধ্যমে
গ. দ্বিতীয় ওয়ালিদের পতনের মাধ্যমে
● দ্বিতীয় মারওয়ানের পতনের মাধ্যমে
৪. কার নামানুসারে আব্বাসি বংশের নামকরণ করা হয়?
● আব্বাস-বিন-আঃ মুত্তালিব
খ. আব্দুল্লাহ বিন আব্বাস
গ. মুহাম্মদ বিন আব্বাস
ঘ. আবুল আব্বাস-আস-সাফফাহ
৫. আব্বাসি আন্দোলন কোন নামে শুরু হয়?
ক. আহলে আব্বাস
খ. আহলে সুন্নাহ
● আহলে বাইয়াত
ঘ. আহলে জান্নাত
৬. আবুল আব্বাসের হত্যা আর খুনের একমাত্র উদ্দেশ্য কোনটি?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা
খ. নিজের ক্ষমতা বৃদ্ধি
● উমাইয়া বংশের মূলোৎপাটন
ঘ. রাজতন্ত্র প্রতিষ্ঠা
৭. আব্বাসিয় আমলে নিষ্ঠুর বিশ্বাসঘাতক শাসক হিসেবে পরিচিত
ক. আল-মনসুর
● আবুল আব্বাস
গ. হারুন-অর-রশিদ
ঘ. আল-হাদি
৮. ‘আস সাফফাহ’ শব্দের অর্থ কী?
ক. রক্তপ্রবাহকারী
খ. রক্তপাত
● রক্তপিপাসু
ঘ. রক্তের প্রয়োজন
৯. মোমেন একটি মসজিদের নাম বলেছে, যে মসজিদটির সাথে আব্বাসি খিলাফতের শুভ সূচনা জড়িত। মোমেন কোন মসজিদের নাম বলেছে?
ক. মসজিদে হারাম
খ. কর্ডোভা মসজিদ
গ. মসজিদে ইয়াকুব
● কুফা মসজিদ
১০. বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত?
● ইউফ্রেটিস
খ. টাইগ্রিস
গ. নীলনদ
ঘ. আমাজান
১১. আব্বাসি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
ক. আবুল আব্বাস
● আল মনসুর
গ. আল মামুন
ঘ. আল মুইজ
১২. আল মনসুর কাকে ‘সিংহপুরুষ’ উপাধি দান
করেন?
ক. যায়েদকে
খ. কাহতাবাকে
গ. আবু সালমাকে
● মায়ানকে
১৩. বাগদাদ শব্দের অর্থ কী?
● ন্যায়বিচারের উদ্যান
খ. ন্যায়বিচারের শহর
গ. ন্যায়বিচারের এলাকা
ঘ. ন্যায়বিচারের সাম্রাজ্য
১৪. ‘মাহদিয়া’ নগরী কে নির্মাণ করেন?
ক. আল হাদি
● আল মাহদি
গ. আল মামুন
ঘ. আল আমিন
১৫. আল মনসুর কোন মতবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন?
● সুন্নি
খ. শিয়া
গ. খারেজি
ঘ. মুতাজিলা
১৬. কার সময়ে ‘হিতোপদেশ’ আরবিতে অনুবাদ
করা হয়?
ক. আবুল আব্বাসের
● আল মনসুরের
গ. আল-মাহদির
ঘ. আবদুর রহমানের
১৭. ‘কাসর-আল-খুলদ’ শব্দের অর্থ কী?
● অনন্তধাম
খ. সাময়িক আবাস
গ. সুখধাম
ঘ. ধরিত্রী
১৮. আল মনসুর কোন ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন?
● সুন্নি
খ. শিয়া
গ. খারেজি
ঘ. রাফেজি
১৯. পারসিক সম্প্রদায় আল মনসুরকে আল্লাহর অবতার বানিয়েছিল কেন?
● ধর্মভীরুতার জন্যে
খ. খুশি করার জন্যে
গ. ধর্মীয় অন্ধত্বের কারণে
ঘ. সুবিধা পাওয়ার জন্যে
২০. ‘অর রশীদ’ অর্থ কী?
ক. কর্তৃত্বপরায়ণ
● ন্যায়নিষ্ঠ
গ. জ্ঞানী
ঘ. উদার
২১. আল মাহদির পর আব্বাসি খিলাফতে ক্ষমতায় অধিষ্ঠিত হয় কে?
ক. আল মামুন
খ. আমিন
গ. হারুন
● আল হাদি
২২. আরবীয় ‘জোয়ান অব আর্ক’ নামে পরিচিত নিচের কোন ব্যক্তি?
ক. মুন্নুজান
খ. ওয়াজিয়া
● লায়লা
ঘ. খায়জুয়ান
২৩. নহর-ই-জুবাইদা কোথায় অবস্থিত?
● মক্কায়
খ. মদিনায়
গ. বাগদাদে
ঘ. সিরিয়ায়
২৪. বার্মাকি বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
● খালিদ বার্মাক
খ. ইয়াহইয়া
গ. ফজল
ঘ. জাফর
২৫. বার্মাকিরা কোন অঞ্চলের অধিবাসী?
ক. আফগানিস্তান
খ. খোরাসান
● ইরান
ঘ. তাবারিস্তান
২৬. আমিনের উজির ছিলেন?
● ফজল বিন রাব্বি
খ. হারসাম
গ. আলী বিন ঈশা
ঘ. খালিদ বিন ওয়ালিদ
২৭. একজন খলিফার শাসনামলকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। উক্ত খলিফা নিচের কোন ব্যক্তিকে নির্দেশ করছে?
ক. আল-মনসুর
● আল-মামুন
গ. হারুন অর রশিদ
ঘ. আল-মুসতাসিম
২৮. বুলকাওয়া কীসের নাম?
● একটি রাজপ্রাসাদের
খ. একটি প্রদেশের
গ. একটি নদীর
ঘ. একটি স্থাপনার
২৯. জাঠরা কোন অঞ্চলের বিদ্রোহী?
ক. ইরাকের
খ. ইরানের
গ. সিরিয়ার
● ভারতের
৩০. ‘খোদার চাবুক’ উপাধি কার ছিল?
● হালাকু খান-এর
খ. আল মুসতাসিম-এর
গ. তৈমুর লঙ-এর
ঘ. ইবরাহিম লোদী-এর
৩১. হালাকু খান বাগদাদ শহর অবরোধ করেছিল কেন?
ক. দুর্বল খিলাফতের সুযোগে
● মুতাসিমের আত্মসমর্পণে অস্বীকৃতিতে
গ. নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে
ঘ. আত্মরক্ষার জন্যে
৩২. ‘আল বিমারিস্তান আলু আজুদী’ কী?
ক. একটি বিনোদন কেন্দ্র
● একটি হাসপাতাল
গ. একটি বিশ্ববিদ্যালয়
ঘ. একটি মেডিকেল কলেজ
৩৩. নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কে?
ক. মালিক শাহ
● নিজামুল মূলক
গ. আবুল আব্বাস
ঘ. তুঘরিল বেগ
৩৪. নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সময়কাল কোনটি?
● ১০৬৫ – ৬৭
খ. ১০৬৬ – ৬৮
গ. ১০৬৭-৬৯
ঘ. ১০৬৮ – ৭০
৩৫. নিচের কোন ব্যক্তি গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন?
ক. আল ইদ্রিস
খ. হাসান আলী
গ. হাসান হাফিজ
● হাসান সাবাহ
৩৬. ক্রুসেড নামকরণের কারণ কোনটি?
ক. সালাহউদ্দিন কর্তৃক দেয়া নাম
খ. মুসলমানদের এ নাম ঘোষণা
গ. খ্রিস্টানদের বুকে ক্রুশ ঝোলানো ছিল বলে
● ঐতিহাসিকরা এ নাম দিয়েছিল বলে
৩৭. সালাহউদ্দিন কোথায় রাজধানী স্থাপন করেন?
ক. দামেস্কে
খ. বাগদাদে
● কায়রোতে
ঘ. তেহরানে
৩৮. মামলুকদের রাজধানী কোথায় ছিল?
ক. সিরিয়ায়
খ. লেবাননে
গ. বাগদাদে
● কায়রোতে
৩৯. দিওয়ান আল খারাজ কোনটি?
● রাজস্ব বিভাগ
খ. সামরিক বিভাগ
গ. পত্র বিভাগ
ঘ. ডাক বিভাগ
৪০. আব্বাসি আমলে প্রশাসনিক বিভাজন তৈরি করা হয়েছিল কেন?
ক. গৃহযুদ্ধের কারণে
● প্রশাসনিক শৃঙ্খলার জন্যে
গ. খলিফার প্রাধান্য রক্ষার জন্যে
ঘ. পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে
৪১. কিতাব আল-মানাজির কে লেখেন?
ক. আল-মামুন
● আল-হাকাম
গ. আল-মনসুর
ঘ. হারুন-অর-রশিদ
৪২. আল-খাওয়ারিজমী ইতিহাসে বিখ্যাত কেন?
ক. জ্যামিতির সূত্র আবিষ্কারের জন্য
● বীজগণিতের সূত্র আবিষ্কারের জন্য
গ. ত্রিকোণমিতি লিপিবদ্ধের জন্য
ঘ. পরিমিতি লিপিবদ্ধের জন্য
৪৩. ‘কিতাব উল মুসিকি আল কবির’-এর বিষয়বস্তুর সাথে কোনটি জড়িত?
ক. ইতিহাস
খ. চিকিৎসাবিজ্ঞান
গ. ভূগোল শাস্ত্র
● সঙ্গীত
৪৪. আব্বাসিরা প্রথম কোন অঞ্চল দখল করে?
ক. বাগদাদ
খ. মদিনা
গ. মক্কা
● মার্চ
৪৫. দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের ফলাফল কোনটি?
ক. মক্কা-মদিনার প্রভাব হ্রাস
খ. ফাতেমি সাম্রাজ্যের অভ্যুদয়
গ. স্পেনে উমাইয়া আমিরাতের সূচনা
● আব্বাসি খিলাফত প্রতিষ্ঠা
৪৬. ধর্মপরায়ণতার জন্যে কোন উমাইয়া শাসকের কবর আব্বাসিদের হাত থেকে রক্ষা পেয়েছিল?
ক. মুয়াবিয়া
খ. ইয়াজিদ
গ. মারওয়ান
● দ্বিতীয় উমর
৪৭. আস সাফ্ফাহ কুফা থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়?
ক. মদিনায়
● আল-আনবাে
গ. মক্কায়
ঘ. দামেস্কে
৪৮. আল মনসুর ‘কুরাইশদের বাজপাখি বলে অভিহিত করেছিলেন কাকে?
ক. প্রথম হাকামকে
খ. আল ওয়ালিদকে
গ. আল মাহদিকে
● প্রথম আবদুর রহমানকে
৪৯. আল মনসুর কেন রাজনৈতিক নেতৃত্বের সাথে ধর্মীয় নেতৃত্বের সংযোগ সাধন করেন?
● ধর্মপ্রাণ মুসলমানদের রোষানলে না পড়ার জন্য
খ. ধর্মপ্রাণ মুসলমানদের হাতে রাজ্য হারানোর ভয়ে
গ. রাজনৈতিক নেতাদের বিদ্রোহের ভয়ে
ঘ. ধর্মীয় মূল্যবোধ রক্ষার্থে
৫০. ‘আল জাফরি’ প্রাসাদ নির্মাণ করেন কারা?
ক. উমাইয়ারা
খ. আব্বাসিরা
গ. ফাতেমিরা
● বার্মাকিরা
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ১ম পত্র ৫ম অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post