ইসলামের ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : স্পেন ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দেশ। ইসলামর ইতিহাসে স্পেনে উমাইয়া আমীরাত ও খিলাফত প্রতিষ্ঠা একটি বিস্ময়কর ঘটনা। খলিফা আল ওয়ালিদের সময়ে মূসা-বিন-নুসাইর ৭১১ খ্রিস্টাব্দে স্পেন জয় করেন। মুসলমানদের আগমনের আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি কর্তৃক দেশটি শাসিত হয়।
মুসলিম বিজয়ের প্রাক্কালে গথ ও রাজা রডারিকের শাসনে এবং শোষণে দেশটির সার্বিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। মুসলমানদের অধিকারে আসার পর স্পেন-শিক্ষা-সভ্যতার প্রাণ কেন্দ্রে পরিণত হয়। মুসলমানগণ স্পেনে প্রায় আটশ বছর সফলতার সাথে রাজত্ব করেন। ঐতিহাসিক বিশ্লেষণে স্পেনে মুসলিম অভিযানের কারণ দু‘ভাগে ভাগ করা যায়।
ইসলামের ইতিহাস ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন?
ক. মুহম্মদ বিন কাসিম
● তারিক বিন জিয়াদ
গ. ওকবা বিন নাফি
ঘ. কুতাইবা বিন মুসলিম
২. ‘সিউটা’ কিসের নাম?
ক. অঙ্গরাজ্যের
● দ্বীপের
গ. পাহাড়ের
ঘ. নদীর
৩. স্পেন বিজয় করেন কে?
ক. খালিদ বিন ওয়ালিদ
খ. মুসা ইবন নুসাইর
গ. কুতাইবা বিন মুসলিম
● তারিক বিন জিয়াদ
৪. ফ্লোরিডা কে ছিলেন?
ক. রডারিকের কন্যা
খ. উইটিজারের কন্যা
● কাউন্ট জুলিয়ানের কন্যা
ঘ. চার্লসের কন্যা
৫. জিব্রাল্টার প্রণালির পূর্ব নাম কী?
ক. জবল আত জিয়াদ
খ. জবল আত নুসাইর
● জবল আত তারিক
ঘ. জবল আত মুসলিম
৬. প্রথম আবদুর রহমান ও ইউসুফের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম—
● মাসারার যুদ্ধ
খ. গোয়াডিলেট যুদ্ধ
গ. সোভিলের যুদ্ধ
ঘ. আর্টিডোনার যুদ্ধ
৭. স্পেন বিজয়ের প্রাক্কালে আফ্রিকার খলিফা কে ছিলেন?
ক. মুসা বিন নুসাইর
● আল ওয়ালিদ
গ. আবদুর রহমান আদ দাখিল
ঘ. আবদুল আজিজ
৮. নরম্যান কাদের নাম?
● জার্মানদের একটি গোত্র
খ. স্পেনের একটি গোত্র
গ. আরবের একটি গোত্র
ঘ. ফ্রান্সের একটি গোত্র
৯. মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজা কে ছিলেন?
ক. চার্লস
● রডারিক
গ. পেপিন
ঘ. আবদুর রহমান আদ দাখিল
১০. কোন নদীর তীরে স্পেনের যুদ্ধ সংঘটিত হয়?
ক. ফুরাত
● গোয়াডিলেট কুইভার
গ. টাইগ্রিস
ঘ. নাফ
১১. ‘ফিল আল্লাহ আল আবদ’ কাদের উপাধি ছিল?
ক. খোলাফায়ে রাশেদীন
খ. উমাইয়াদের
● স্পেনের মুর সুলতান
ঘ. আব্বাসীয়দের
১২. আবদুর রহমান আল গাফেকী কার উত্তরাধিকারী ছিলেন?
● আনসাবার
খ. মুসা বিন নুসাইরের
গ. খালিদ বিন ওয়ালিদের
ঘ. মাগরিবের
১৩. আবদুর রহমান আল গাফেকীর সৈন্যবাহিনীর সাথে কোথায় চার্লস মার্টেলের বাহিনীর সাথে দেখা হয়?
ক. গোয়াডিলেট নদীর তীরে
খ. টুরস প্রান্তরে
● টুরস ও পয়টিয়ার্সের মধ্যবর্তী স্থানে
ঘ. পয়টিয়ার্সে
১৪. আব্বাসি যুগের প্রথম খলিফা কে ছিলেন?
ক. আবদুর রহমান আদ দাখিল
● আবুল আব্বাস আল সাফফাহ
গ. আবদুর রহমান ইবনে মুয়াবিয়া
ঘ. আবদুল্লাহ ইবনে আব্বাস
১৫. জাবের যুদ্ধ হয় কত খ্রিষ্টাব্দে?
● ৭৫০
খ. ৭৫১
গ. ৭৫২
ঘ. ৭৫৩
১৬. আস সাফফাহ কেন উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন?
● সিংহাসনের আরোহণ করার জন্য
খ. খিলাফত সম্পূর্ণরূপে কণ্টকমুক্ত করার জন্য
গ. আব্বাসি বংশ প্রতিষ্ঠার জন্য
ঘ. রাজ্য বিজয়ের জন্য
১৭. কে কর্ডোভা নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন?
ক. রডারিক
খ. কাউন্ট জুলিয়ান
● আবদুর রহমান আদ দাখিল
ঘ. আবুল আব্বাস
১৮. কে কার্ডোভা নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন?
ক. রডারিক
খ. কাউন্ট জুনিয়াস
● আব্দুর রহমান আদ দাখিল
ঘ. আবুল আব্বাস
১৯. খলিফা আল কেন আবদুর রহমানকে আরবের বাজপাখি বলে অভিহিত করেছেন?
ক. স্পেন বিজয়ের জন্য
● কৃতিত্ব ও গুণাবলির জন্য
গ. কর্ডোভাকে জাঁকজমক করার জন্য
ঘ. মসজিদ নির্মাণের জন্য
২০. আবদুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব কী ছিল?
ক. মসজিদ নির্মাণ
খ. কর্ডোভাকে জাঁকজমকপূর্ণ করা
গ. রাজ্য বিস্তার
● স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা
২১. তিনি খ্রিস্টান ও ফাতেমিদের স্পেন জয়ের আশা ধূলিস্যাৎ করে দেন’— স্পেন বিজয়ের ইতিহাস পড়ে তুমি কার কথা উল্লেখ করবে?
ক. রডারিকের
● প্রথম আব্দুর রহমানের
গ. দ্বিতীয় আব্দুর রহমানের
ঘ. তৃতীয় আব্দুর রহমানের
২২. আবদুর রহমান আদ দাখিলের যুগকে স্পেনের স্বর্ণযুগের প্রথম পদক্ষেপ বলা হয় কেন?
● তার সময় স্পেনে উন্নয়নের ভিত প্রতিষ্ঠা পায়
খ. তিনি কর্ডোভা নগরী প্রতিষ্ঠা করেন বলে
গ. তিনি স্পেন রাজ্য বিজয় করেন বলে
ঘ. একক আধিপত্য বিস্তারের জন্য
২৩. আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অনুশাসনের দলকে কী বলা হতো?
ক. সোজাদেব
● মোজারেব
গ. আল আওসাত
ঘ. আরবীয়
২৪. ওমর বিন হাফসুন কে ছিলেন?
ক. খলিফা
খ. সেনাপতি
● বিদ্রোহী নেতা
ঘ. শাসক
২৫. কাকে ‘Saviour of Spain’ বলা হয়?
ক. প্রথম আবদুর রহমানকে
খ. তারিক বিন যিয়াদকে
গ. দ্বিতীয় আবদুর রহমানকে
● তৃতীয় আবদুর রহমানকে
২৬. সুলতানা তারুব কে ছিলেন?
ক. প্রথম আ. রহমানের স্ত্রী
খ. প্রথম হিসামের স্ত্রী
● দ্বিতীয় আ. রহমানের স্ত্রী
ঘ. তৃতীয় আ. রহমানের স্ত্রী
২৭. ৩য় আ. রহমান কত সালে সিংহাসনে আরোহণ করেন?
● ৯১২
খ. ৯১৩
গ. ৯১৪
ঘ. ৯১৫
২৮. টলেডোবাসীর বিদ্রোহ হয় কত সালে?
ক. ৯৩০
খ. ৯৩১
● ৯৩২
ঘ. ৯৩৩
২৯. ফাতেমি বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. উমর বিন হাফসুন
খ. আবদুর রহমান
গ. ইবন মাসারা
● ওবায়দুল্লাহ আল মাহদী
৩০. কর্ডোভা মসজিদ নির্মাণে কত হাজার স্বর্ণমুদ্রা ব্যয় করা হয়?
ক. ৭০ হাজার
● ৮০ হাজার
গ. ৯০ হাজার
ঘ. ৯৫ হাজার
৩১. তৃতীয় আবদুর রহমান কর্তৃক গঠিত বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী কী নামে পরিচিত ছিল?
● স্লাভ বাহিনী
খ. স্পেনিজ বাহিনী
গ. আর্মড বাহিনী
ঘ. কমান্ডো বাহিনী
৩২. আবদুর রহমান কোথায় ঐতিহাসিক আজ- জোহরা প্রাসাদ নির্মাণ করেন?
ক. মাসারার Hill of the Bridge এর পাদদেশে
খ. সেভিলের Hill of the Birde এর পাদদেশে
● কর্ডোভার Hill of the Birde এর পাদদেশে
ঘ. গ্রানাডার Hill of the bride এর পাদদেশে
৩৩. আধুনিক আলোকবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
● ইবন হায়সাম
খ. ইবন তোফায়েল
গ. আল ইদ্রিসি
ঘ. ইবন খালদুন
৩৪. ফার্ডিন্যান্ড কে ছিলেন?
ক. কর্ডোভার রাজা
খ. সেভিলের রাজা
● আরাগনের রাজা
ঘ. ক্যাস্টাইলের রাজা
৩৫. কে স্লাভ বাহিনী গঠন করেছিলেন?
● তৃতীয় আবদুর রহমান
খ. দ্বিতীয় হাকাম
গ. আল মনসুর
ঘ. হাজিব আল মনসুর
৩৬. কর্ডোভাকে শ্রেষ্ঠত্যের জন্য কী বলা হতো?
ক. Iron of the world
খ. Gold of the world
● Jewel of the world
ঘ. Diamond of the world
৩৭. জোহরা প্রাসাদ কোথায় অবস্থিত?
ক. মাদ্রিদে
খ. সিউটায়
গ. বার্সিলোনায়
● কর্ডোভায়
৩৮. কাকে আধুনিক আলোক বিজ্ঞানের জন্মদাতা বলা হয়?
● ইবনে হায়সামকে
খ. ইবনে হাইওয়ানকে
গ. ইবনে সিনাকে
ঘ. ইবনে বাজাহকে
৩৯. ‘তারিখ ইফতিতা আল আন্দালুস’ গ্রন্থের লেখক কে?
ক. ইবনে খালাদ
খ. ওয়াহিদ আল মারাকেসী
গ. আল ফাসদী
● ইবনে আল কুতিয়ার
৪০. আল গাফিকী ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এর যথার্থ কারণ কী?
ক. কৃষিবিষয়ক গ্রন্থ রচনা করেন
● বৃক্ষের নাম প্রদান করেন
গ. নতুন ঔষধ প্রস্তুত করেন
ঘ. দর্শনশাস্ত্রে অবদান রাখেন
৪১. গ্রানাডায় আল হামরা কে নির্মাণ করেন?
ক. প্রথম আব্দুর রহমান
খ. হিশাম
গ. দ্বিতীয় আব্দুর রহমান
● গ্রানাডার নাসিরী বংশের মুহাম্মদ আল গালীব
৪২. মুসলিম বিজয়ের প্রাক্কালে তৎকালীন স্পেনে কয় শ্রেণির লোক বসবাস করত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
৪৩. আমিরাত প্রতিষ্ঠার পূর্বে কোন দুই গোত্রের গৃহযুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে?
ক. আব্বাসি-হিমারীয়
খ. হিমারীয়-উমাইয়া
● হিমারীয়-মুদারীয়
ঘ. মুদারীয়-আব্বাসি
৪৪. মুসলমানদের স্পেন আগমনের প্রাক্কালে রাজধানী কোথায় ছিল?
ক. মাদ্রিদ
খ. সেভিল
গ. টুরস
● কর্ডোভা
৪৫. শেরশাহ উপমহাদেশে ঘোড়ার ডাক প্রচলন করেন। তাঁর সাথে স্পেনের কোন রাজার সাদৃশ্য রয়েছে ?
● আবদুর রহমান আদ দাখিলের
খ. রডারিকের
গ. ইউসুফের
ঘ. আল মনসুরের
৪৬. আব্দুল্লাহ কত সালে কর্ডোভায় ক্ষমতা গ্রহণ করেন?
ক. ৮৮৫
খ. ৮৮৬
গ. ৮৮৭
● ৮৮৮
৪৭. স্পেনের ত্রাণকর্তা বলা হয় কাকে?
ক. প্রথম আবদুর রহমানকে
খ. দ্বিতীয় আবদুর রহমানকে
গ. প্রথম হাকামকে
● তৃতীয় আবদুর রহমানকে
৪৮. ১০৩১ সালে খিলাফতের পতনের ফলাফল কী ছিল?
ক. মুসলমানরা চিরতরে নিষিদ্ধ
খ. কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা লাভ করে
● ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের শাসন প্রতিষ্ঠা
ঘ. একক রাজবংশ প্রতিষ্ঠা
৪৯. মুসলিমদের আগমনের পূর্বে স্পেনের অবস্থা ছিল –
i. ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে
ii. শাসকদের মধ্যে দ্বন্দ্ব
iii. অর্থনৈতিকভাবে সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. রাজা রডারিকের কুশাসনে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল–
i. ক্রীতদাসরা
ii. ইহুদিগণ
iii. ভূমিদাসরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ১ম পত্র ৫ম অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post