ইসলামের ইতিহাস ২য় পত্র ২য় অধ্যায় mcq : খুলাফায়ে রাশিদীনের সময় থেকে যেভাবে ইসলামের বিস্তার ঘটেছিল তাতে মুসলমান শক্তি নতুন নতুন রাজ্য জয়ে উৎসাহ পায়। বরাবরই ভারতের ধন-ঐশ্বর্ষের প্রতি আকর্ষণ ছিল আরবদের। তাই ইসলামের অভ্যুদয়ের অনেক পূর্ব থেকেই বাণিজ্যের উদ্দেশ্য আরব বণিকরা ভারতে আসত। সুতরাং ভারতে আসার রাস্তা আরবদের জানাই ছিল। খুলাফায়ে রাশিদীনের পর আরবে মুসলিম রাষ্ট্রের দায়িত্ব নেন উমাইয়া খলিফাগণ। এ যুগেই প্রথম ভারতের দিকে খলিফাদের দৃষ্টি পড়ে।
ইসলামের ইতিহাস ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?
ক. আবুল কাশেম
খ. নুরুর হক
গ. সামছুল হক
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
২. পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল-
ক. ভাষা
খ. পোষাক
গ. ধর্ম
ঘ.সংস্কৃতি
৩. ২১ ফেব্রুয়ারী ১৯৫২ বাংলা কত তারিখ ছিল?
ক. ৬ ফাল্গুন
খ. ৭ ফাল্গুন
গ. ৮ ফাল্গুন
ঘ. ৯ ফাল্গুন
৪. পাকিস্তানের মোট জনগোষ্ঠীর কত লোকের মুখের ভাষা কী ছিল?
ক. ৫২.৪০%
খ. ৫৩. ৪০%
গ. ৫৫. ৪০%
ঘ. ৫৬. ৪০%
৫. পাকিস্তানের জাতির পিতা কে ছিলেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা
ঘ. আইয়ুব খান
৬. ভাষা আন্দোলন কয় ভাগে বিভক্ত ছিল?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৭. কত সালে ভাষা আন্দোলন ব্যাপকতা লাভ করে?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৬২ সালে
ঘ. ১৯৬৯ সালে
৮. কত সালে পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় বাদ দেওয়া হয়?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৭০ সালে
৯. বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের গণসচেতনতার প্রথম সংঘটিত বহিঃপ্রকাশ-
ক. যুক্তফ্রন্টের বিজয়
খ. তমদ্দুন মজলিস
গ. ভাষা আন্দোলন
ঘ. ১৯৭০ সাল
১০. আমাদের জাতীয় ইতিহাসে—একটি অবিস্মরণীয় ঘটনা।
ক. অসহযোগ আন্দোলন
খ. ভাষা আন্দোলন
গ. মুসলিম লীগ প্রতিষ্ঠিত
ঘ. স্বায়ত্তশাসন লাভ
১১. বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দাবি করেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. মাওলানা ভাসানী
১২. বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ এর প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত কোথাকার অধিবাসী ছিলেন?
ক. যশোরের
খ. ঢাকার
গ. কুমিল্লার
ঘ. চট্টগ্রামের
১৩. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের ভাষা’- উক্তিটি কার?
ক. নুরুল আমিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. খাজা নাজিমুদ্দিন
ঘ. নিয়ামত আলী খান
১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. লিয়াকাট আলি খান
ঘ. এ. কে. ফজলুল হক
১৫. সালাম, বরকত, রফিক, জব্বার নিচের কোন আন্দোলনের দেশের জন্য জীবন উৎসর্গ করেন?
ক. ছয় দফা আন্দোলন
খ. ৬২- এর গণঅভ্যুত্থান
গ. ভাষা আন্দোলন
ঘ. ৬৯- এর গণঅভ্যুত্থান
১৬. পাকিস্তানের দুটি অংশের মধ্যে দূরত্ব কত ছিল?
ক. প্রায় ১০০০ মাইল
খ. প্রায় ১৫০০ মাইল
গ. প্রায় ১২০০ মাইল
ঘ. প্রায় ১৮০০ মাইল
১৭. পাকিস্তানের কত শতাংশ লোক উর্দু ভাষায় কথা বলতো?
ক. ৫.৮%
খ. ৭.১%
গ. ৭.২%
ঘ. ৮.২%
১৮. তদানীন্তন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যা কত ছিল?
ক. ৪. ২০ কোটি
খ. ৪. ৩০ কোটি
গ. ৪. ৪০ কোটি
ঘ. ৪. ৫০ কোটি
১৯. ড. জিয়া উদ্দিন আহমেদ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. আগ্রা বিশ্ববিদ্যালয়
২০. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কোন পত্রিকায় প্রবন্ধ লিখে উর্দু ভাষার বিরুদ্ধে প্রবন্ধ লিখেন?
ক. দৈনিক আজাদ
খ. দৈনিক ইনকিলাব
গ. দৈনিক ইত্তেফাক
ঘ. দৈনিক সংবাদ
২১. পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা বাংলা ছিল?
ক. ৫২ জনের
খ. ৫৩ জনের
গ. ৫৫ জনের
ঘ. ৫৬ জনের
২২. কোন সালে সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৭২ সালের সংবিধানে
খ. ১৯৬২ সালের সংবিধানে
গ. ১৯৫৬ সালের সংবিধানে
ঘ. ১৯৪৩ সালের সংবিধানে
২৩. কত তারিখে পলাশী ব্যারাক অঞ্চলে বাঙালি-অবাঙালি সংঘর্ষ হয়?
ক. ২২ ডিসেম্বর
খ. ১৩ ডিসেম্বর
গ. ২১ জানুয়ারি
ঘ. ২২ জুন
২৪. ভাষা আন্দোলনের জন্য সরকার কোথায় ১৪৪ ধারা জারি করে?
ক. চট্টগ্রামে
খ. কুমিল্লায়
গ. ঢাকায়
ঘ. বগুড়ায়
২৫. পাকিস্তান সরকার পূর্ববঙ্গে কত দিনের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে?
ক. ১৫ দিন
খ. ২০ দিন
গ. ১০ দিন
ঘ. ২৫ দিন
২৬. কত তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন?
ক. ১০ মার্চ
খ. ১২ ই মার্চ
গ. ১৫ মার্চ
ঘ. ১৯ মার্চ
২৭. কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়?
ক. ২৪ মার্চ
খ. ২৪ মে
গ. ২৪ জুন
ঘ. ২৪ জানুয়ারি
২৮. পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. খাজা নাজিমুদ্দিন
খ. মাওলানা ভাসানী
গ. শেরে বাংলা
ঘ. আইয়ুব খান
২৯. খাজা নাজিমুদ্দিন কত তারিখে বেতারে ভাষণ দেন?
ক. ২৫ জানুয়ারি
খ. ২৭ জানুয়ারি
গ. ২৯ জানুয়ারি
ঘ. ৩০ জানুয়ারি
৩০. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা লেখার প্রচলনের অপপ্রয়াস চালায়?
ক. হিন্দি
খ. উর্দু
গ. ফারসি
ঘ. আরবি
৩১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কত বঙ্গাব্দ?
ক. ৮ ফাল্গুন ১৩৫৮
খ. ২৮ আর ১৩৫৮
গ. ৮ বৈশাখ ১৩৫৮
ঘ. ৮ ভাদ্র ১৩৫৮
৩২. কার নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে ১০ জনের একটি দল বের হয়?
ক. আবুল বরকত
খ. শফিউর রহমান
গ. হাবিবুর রহমান
ঘ. আব্দুল জব্বার
৩৩. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
ক. ইতিহাস
খ. বাংলা
গ. ভূগোল
ঘ. অর্থনীতি
৩৪. কার নকশা অনুসারে শহীদ মিনার নির্মাণ করা হয়?
ক. আবদুল গাফ্ফার চৌধুরী
খ. ড. সাইদ হায়দার
গ. আব্দুল আউয়াল
ঘ. ওয়াহিদুল্লাহ
৩৫. কোথায় শহীদ মিনার নির্মাণ করা হয়?
ক. ঢাকা কলেজের সামনে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে
গ. মেডিকেল কলেজের সামনে
ঘ. জগন্নাথ কলেজের সামনে
৩৬. কত তারিখে শহীদ মিনার উদ্বোধন করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২৩ ফেব্রুয়ারি
ঘ. ২৪ ফেব্রুয়ারি
৩৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
ক. আব্দুল লতিফ
খ. গাফফার চৌধুরী
গ. আব্দুল জব্বার
ঘ. আতিকুল ইসলাম
৩৮. আতিকুল ইসলামের কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি কোথায় প্রথম গাওয়া হয়?
ক. জগন্নাথ কলেজে
খ. ঢাকা কলেজে
গ. সলিমুল্লাহ হলে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের
৩৯. কত সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?
ক. ১৯৫৩ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৫ সালে
ঘ. ১৯৫৬ সালে
৪০. পাকিস্তানের সংবিধানে রাষ্ট্র ভাষা সংক্রান্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে-
ক. ২১৪ অনুচ্ছেদের ১ ধারায়
খ. ৩১০ অনুচ্ছেদের ১ ধারায়
গ. ৩১৪ অনুচ্ছেদের ১ ধারায়
ঘ. ৩২৪ অনুচ্ছেদের ১ ধারায়
৪১. ‘ভাষা আন্দোলনের আদি পর্ব’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আব্দুল হক
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. ড. আনিসুর রহমান
ঘ. সুনীতি কুমার
৪২. পাকিস্তানি ভাষা-ভাষী দিক থেকে তৃতীয় স্থানে ছিল-
ক. বাংলা ভাষা
খ. উর্দু ভাষা
গ. পশতু ভাষা
ঘ. সিন্ধি
৪৩. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
ক. গরুর গাড়ি
খ. চাকা
গ. ছাতা
ঘ. নৌকা
৪৪. ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারন নির্বাচনের কার চরম পরাজয় ঘটে?
ক. পিপলস পার্টি
খ. নেজামে ইসলামী
গ. মুসলিম লীগ
ঘ. আওয়ামী মুসলিম লীগ
৪৫. কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলানা ভাসানী
গ. শহীদ সোহরাওয়ার্দী
ঘ. এ. কে. ফজলুল হক
৪৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল?
ক. ৫৩ দিন
খ. ৫৪ দিন
গ. ৫৫ দিন
ঘ. ৫৬ দিন
৪৭. যুক্তফ্রন্ট কত দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
ক. ৬ দফা
খ. ১১ দফা
গ. ১৭ দফা
ঘ. ২১ দফা
৪৮. কত ধারা জারি করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়?
ক. ৮৬ (ক) ধারা
খ. ৮৮ (গ) ধারা
গ. ৯২ (ক) ধারা
ঘ. ৯০ (খ) ধারা
৪৮. নির্বাচনী ইশতেহার রচনায় বিশেষ ভূমিকা পালন করেন কে?
ক. আবুল মনসুর আহমদ
খ. মাওলানা ভাসানী
গ. মাওলানা আতহার
ঘ. হাজী দানেশ
৪৯. যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের ২১ দফার প্রথম দফা ছিল-
ক. পাট শিল্পকে জাতীয়করণ করা
খ. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি
গ. মোহাজেরদের পুনবার্সন
ঘ. প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা
৫০. ভোটারদের কাছে মুসলিম লীগের কয়টি বক্তব্য ছিল?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ২য় পত্র ২য় অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post