জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ১ম বর্ষ। আজকের আলোচনা ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত)। বিষয় কোড: ২১১৫০৯।
ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কী?
উত্তর: ‘জাজিরাতুল আরব’ এর অর্থ হলো আরব উপদ্বীপ।
২. ‘জাজিরাতুল আরব’ বলতে কী বুঝ?
উত্তর: ‘জাজিরাতু আর ‘ বলতে তিনদিকে জলরাশি এবং একদিকে স্থল ভাগ পরিবেষ্টিত আরব উপদ্বীপকে বুঝায়।
৩. কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
৪. বেদুইন কাদেরকে বলা হয়?
উত্তর: যারা কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনা, খাদ্যের সন্ধানে একই স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে বেদুইন বলা হয়।
৫. ‘আইয়ামে জাহিলিয়া’ অর্থ কী?
উত্তর: ‘আইয়ামে জাহিলিয়া’ অর্থ অন্ধকার, কুসংস্কার অজ্ঞতার যুগ।
৬. ‘হিলফুল ফুজুল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘হিলফুল ফুজুল’ হযরত মোহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।
৭. বিবি খাদিজা কে ছিলেন?
উত্তর: বিবি খাদিজা ছিলেন মহানবী (সা.) এর প্রথম স্ত্রী।
৮. মদিনার পূর্ব নাম কী?
উত্তর: মদীনার পূর্বনাম ছিল ইয়াসরিব।
৯. মদিনা সনদে কতটি শর্ত ছিল?
উত্তর: মদিনা সনদের ধারা 47টি।
১০. বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কতজন?
উত্তর: বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন।
১১. খন্দক শব্দের অর্থ কী?
উত্তর: খন্দক শব্দের অর্থ পরীখা বা গর্ত।
১২. হুদাইবিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: হুদাইবিয়ার সন্ধি 628 সালে স্বাক্ষরিত হয়।
১৩. খলিফা শব্দের অর্থ কী?
উত্তর: খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।
১৪. ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন?
উত্তর: ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলীফা ছিলেন হযরত ওমর (রা.)।
১৫. বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বায়তুলমাল প্রতিষ্ঠা করেন হযরত ওমর (রা.)।
১৬. জিজিয়া কী?
উত্তর: মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের রক্ষার্থে নিরাপত্তা কর।
১৭. জুন্নুরাইন কার উপাধি?
উত্তর: জুন্নুরাইন হযরত উসমান (রা.)- এর উপাধি।
১৮. ইসলামী সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: ইসলামী সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবু জর গিফারীক বলা হয়।
১৯. কত সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: 657 সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।
২০. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া।
২১. ‘আল মনসুর’ অর্থ কী?
উত্তর: ‘আল মনসুর’ অর্থ বিজয়ী।
২২. বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা খালিদ বিন বার্মাক।
২৩. বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।
২৪. হালাকু খান কে ছিলেন?
উত্তর: হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের পৌত্র ও মোঙ্গল নেতা।
২৫. ‘আল-আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: ‘আল-আকসা’ মসজিদ জেরুজেলেমে অবস্থিত।
২৬. আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আইয়ুবী বংশের প্রতিষ্ঠিতা হলেন সালাউদ্দিন আইয়ুবী।
২৭. জঙ্গী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: জঙ্গি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইমামুদ্দিন জঙ্গি।
২৮. কে মিশরের চক্ষুমনি নামে পরিচিত ছিল?
উত্তর: মিশরের চক্ষুমনি নামে পরিচিত ছিল কবি ইবনে খাল্লাস।
২৯. প্রথম ক্রুসেড কত সালে সংঘটিত হয়?
উত্তর: প্রথম ক্রুসেড 1095 সালে সংঘটিত হয়।
৩০ .হিট্টিনের যুদ্ধ কত সালে সংঘটিত?
উত্তর: হিট্টিনের যুদ্ধ 1187 সালে সংঘটিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?
অথবা আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝায়?
২. ওকাজ মেলা কী ?
৩. হিলফুল ফুজুল কী ?
৪. মদিনা সনদের শর্তাবলী সংক্ষেপে লেখ।
৫. মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।
৬. হুদাইবিয়ার সন্ধির শর্তাবলি উল্লেখ কর।
৭. হুদাইবিয়ার সন্ধির তাৎপর্য সম্পর্কে একটি টীকা লেখ।
৮. খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?
৯. হযরত আবু বকর (রা.)- কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
১০.আবুজর গিফারী কে ছিলেন?
১১. খারেজী কারা?
১২. প্রথম ওয়ালিদ কে ছিলেন?
১৩. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
অথবা, হাজ্জাজ বিন ইউসুফের পরিচয় দাও।
১৪. ওমর বিন আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন?
১৫. কাব্বাতুস সাখরা সম্পর্কে লেখ।
১৬.বায়তুল হিকমা সম্পর্কে একটি টীকা লেখ।
১৭. বাগদাদ ধ্বংসের কারণ লেখ।
১৮. ক্রুসেড বলতে কী বুঝায়?
১৯. ক্রুসেডের ধর্মীয় কারণসমূহ লেখ।
২০. জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।
২. যুগে আরবদের আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা দাও।
৩. হিজরতের কারণ ও গুরুত্ব আলোচনা কর
৪. মদিনা সনদের প্রধান ধারাগুলো লেখ। ইসলামের ইতিহাসের গুরুত্ব নিরূপণ কর।
৫. হুদাইবিয়ার সন্ধির প্রধান শর্তগুলো উল্লেখ কর।
অথবা, হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী উল্লেখ কর। এ সন্ধির তাৎপর্য কী?
৬. মহান সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ (সঃ)- এর কৃতিত্ব মূল্যায়ন কর।
৭. হযরত আবু বকর (রা.)- কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
৮. হযরত ওমর (রা.)- এর খিলাফতকালে মুসলমানদের পারস্য বিজয়ের বিবরণ দাও।
৯. হযরত ওমর (রাঃ)- এর কৃতিত্ব ও চরিত্র আলোচনা কর।
১০ হযরত ওসমানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বণনা কর।
১১. হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)- এর মধ্যে সংঘর্ষের কারণগুলো বিশ্লেষণ কর।
১২. কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. উমাইয়া খলিফা আল ওয়ালিদের কৃতিত্ব ও চরিত্র লেখ।
১৪. ওমর বিন আব্দুল আজিজের সংস্কারসমূহ বিশ্লেষণ কর।
১৫. উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বর্ণনা কর।
১৬. আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফরের আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, আবু জাফর আল মনসুরের আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
১৭. খলিফা হারুন অর রশিদের রাজত্বকালকে আব্বাসি খিলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন?
১৮. হারুন-অর-রশিদ ইতিহাসে এত বিখ্যাত কেন?
১৯. ক্রুসেড বলতে কী বুঝায়? ক্রুসেডের কারণসমূহ আলোচনা কর।
২০. ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।
আরো দেখো: ইতিহাস ১ম বর্ষের সকল বিষয়ের সাজেশন
অনার্স ইতিহাস বিভাগের ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তরসহ তোমরা উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রথম বর্ষের অন্যান্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন উত্তরসহ পেতে ওপরের নীল রঙের লিংকটি অনুসরণ করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post