মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস (১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত), বিষয় কোড: ৩১১৬০১।
ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস pdf
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. আল-মালা কী?
উত্তর : প্রাক ইসলামি আরবে গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।
২. আসাবিয়া অর্থ কি?
উত্তর : আসাবিয়া অর্থ গোত্রপ্রীতি।
৩. মাওয়ালীদের প্রতি সদয় ব্যবহার করেন কোন উমাইয়া খলিফা?
উত্তর : উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমর।
৪. দিওয়ান কি?
উত্তর : রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য হযরত উমর (রা.) যে রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয়।
৫. খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : খিলাফত ৬৩২ সালে প্রতিষ্ঠিত হয়।
৬. উরফ কি?
উত্তর : উরফ হলো সেসব রীতিনীতি, আচার-অনুষ্ঠান ও নিয়মকানুুন যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং মানুষ তা অকপটে গ্রহণ করেছে বা মেনে নিয়েছে।
৭. কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করে?
উত্তর : খলিফা মুয়াবিয়া সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করে ।
৮. বায়তুল হিকমার পরিচালক কে ছিলেন?
উত্তর : হুনায়ন ইবনে ইসহাক বায়তুল হিকমার পরিচালক ছিলেন ।
৯. জিম্মী কারা ?
উত্তর : ইসলামী রাষ্ট্রে অমুসলিম সম্প্রদায়কে বলা হয় জিম্মি।
১০. ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কী?
উত্তর : কুরআন ও হাদিস ইসলামী অর্থনীতির মূল ভিত্তি।
১১. আল-গনিমাত কি?
উত্তর : আল-গনিমাত যুদ্ধলব্ধ সম্পদ।
১২. প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর : প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় মিসরে।
১৩. কোন ধর্মে নারী জাতিকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তর : ইসলাম ধর্মে নারী জাতিকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে।
১৪. মুসলমানের প্রথম কিবলা ছিল কোনটি?
উত্তর : মুসলমানের প্রথম কিবলা ছিল বায়তুল মোকাদ্দাস।
১৫. যানজ বিদ্রোহ শেষ হয়েছিল কখন?
উত্তর : যানজ বিদ্রোহ শেষ হয়েছিল ৮৮৩ সালে।
১৬. খাঁটি আরবি মুদ্রা চালু করেন কোন খলিফা?
উত্তর : খাঁটি আরবি মুদ্রা চালু করেন খলিফা আব্দুল মালিক ।
১৭. দিওয়ান আল জুনদ কি?
উত্তর : আব্বাসীয় শাসনামলে সামরিক বিভাগকে দেওয়ান আল-জুনদ বলে।
১৮. সুদ কিসের হাতিয়ার?
উত্তর : সুদ শোষণের হাতিয়ার।
১৯. মদিনার পূর্ব নাম কি?
উত্তর : মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
২০. ফাই কি?
উত্তর : বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে ফাই বলে।
২১. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া(রা.)।
২২. আরব আলেকজান্ডার কাকে বলা হয় ?
উত্তর : ওকবা ইবনে নাফিÑকে আরব আলেকজান্ডার বলা হয়।
২৩. উইল কখন কার্যকারী হবে?
উত্তর : উইল মৃত্যুর পর কার্যকারী হবে।
২৪. গোত্রকে আরবিতে কি বলা হতো?
উত্তর : গোত্রকে আরবিতে বলা হতো কাবিলা।
২৫. আল খুমস কি?
উত্তর : গণিমতের রাষ্ট্রীয় অংশকে আল খুমস বলা হতো।
২৬. মহানবী (স.) কর্তৃক নব প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মহানবী (স.) কর্তৃক নব প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা।
২৭. মদিনার সনদে মোট কতগুলো ধারা ছিল।
উত্তর : মদিনার সনদে মোট ৪৭ টি ধারা ছিল।
২৮. ‘দিয়াত’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘দিয়াত’ শব্দের অর্থ রক্তপণ প্রদানপূর্বক মুক্তিলাভ।
২৯. মহানবী (স.) কখন মক্কা বিজয় করেন?
উত্তর : ৬৩০ সালে মহানবী (স.) মক্কা বিজয় করেন।
৩০. মিশর কোথায়?
উত্তর : আফ্রিকা মহাদেশে অবস্থিত।
৩১. ইরানের একটি বন্দরের নাম লিখ।
উত্তর : ইরানের একটি বন্দরের নাম আবাদান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মদিনা রাষ্ট্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
২. ইসলামী সমাজ পদ্ধতি কিরূপ?
৩. যাকাত ব্যয়ের খাতসমূহ লিখ।
৪. খারাজ ও উশরের মধ্যে পার্থক্য দেখাও।
৫. বায়তুল মালের কার্যাবলি আলোচনা কর।
৬. মুদারাবা বলতে কি বুঝায়?
৭. ইসলামী উত্তরাধিকারী আইন ব্যাখ্যা কর।
৮. ব্যবসা- বাণিজ্য ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
৯. মদিনা সনদ কি?
১০. ইসলামী সমাজ ব্যবস্থা বলতে কি বুঝ?
১১. বায়তুল মাল কি?
১২. আব্বাসীয় আমলে মুসলমানদের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।
১৩. উরফ বলতে কী বুঝ?
১৪. সংসার জীবনে স্ত্রী ভূমিকা মূল্যায়ন কর।
১৫. আইয়্যামে জাহেলিয়া বলতে কি বুঝায়?
১৬. সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।
১৭. মাওয়ালীদের পরিচয় দাও।
১৮. খারাজ বলতে কি বুঝায়?
১৯. উশর বলতে কি বুঝ?
২০. সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ইসলাম পূর্ব আরবদেশের আর্থ-সামাজিক অবস্থা পর্যালোচনা কর এবং মহানবী (সঃ) এ ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন এর মূল্যায়ন কর।
২. মদিনা সনদের প্রধান ধারাগুলো বিশ্লেষণ কর। এ প্রসঙ্গে রাষ্ট্র পরিচলনায় মহানবী (সঃ) এর সাংবিধানিক স্থান মূল্যায়ন কর।
৩. উরফ ও আদাত কী? মুসলিম আইনের বিকাশে উরফের ভূমিকা নিরূপণ কর।
৪. আবাদি ও অনাবাদি ভূমি ব্যবস্থাপনায় খলিফা ওমর (রাঃ) কর্তৃক গৃহিত ব্যবস্থাবলির বিশেষ উল্লেখপূর্বক ইসলামে ভূমিনীতি আলোচনা কর।
৫. খুলাফাই রাশেদুনের আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ আলোচনা কর।
৬. শুয়ুবিয়াহ আন্দোলন বলতে কি বুঝ? উমাইয়া শাসনের শেষ অধ্যায়ে কেন এ আন্দোলন বেগবান হয়?
৭. ইসলামের সম্পদ আরোহণ ও বণ্টনের নীতিমালা বর্ণনা কর।
৮. যাকাতের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব আলোচনা কর।
৯. খুলাফা-ই-রাশেদুনের আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ আলোচনা কর।
১০. গানীমাহ কি? ইসলামী সাম্রাজ্য বিস্তারে এর গুরুত্ব উল্লেখ কর এবং এর বণ্টন নীতির উপর একটি টীকা সংযোজন কর।
১১. সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কি? সুদের ধ্বংসাত্মক প্রতিক্রিয়া নিরূপণ কর।
১২. মাওয়ালী কারা? ইসলামের ইতিহাসে তাদের সামাজিক অবস্থা নির্ণয় কর।
১৩. দারিদ্র বিমোচন যাকাতের ভুমিকা আলোচনা কর।
১৪. খিলাফত যুগের মুসলিম বিশ্বে শিল্পের বিকাশ সংক্ষেপে আলোচনা কর।
১৫. ইসলামে পরিবার পদ্ধতি কীরূপ? বিস্তারিত আলোচনা কর।
১৬. উমাইয়া আমলের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।
১৭. সম্পদের গুরুত্বের প্রতি দৃষ্টিভঙ্গি কি? ইসলামে সম্পদ আহরণ ও বণ্টনের মূলনীতি আলোচনা কর।
১৮. ইসলামী জীবন ব্যবস্থায় যাকাতের গুরুত্ব ব্যাখ্যা কর। আধুনিক রাষ্ট্রের আয়করের সাথে যাকাতের পার্থক্য নির্ণয় কর।
১৯. মুশারাকা বলতে কি বুঝায়? মুশারাকার শর্তাবলি উল্লেখপূর্বক ব্যবসা ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ কর।
২০. স্থল ও নৌ-বাণিজ্য পথসমূহের উল্লেখপূর্বক আব্বাসীয় যুগের আন্তর্জাতিক বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
⮞ আরো দেখো: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস pdf উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post