ইসলাম শিক্ষা ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব হাসান ও মিসেস হাসানের একমাত্র সন্তান নাহিদ। প্রাচুর্যে ও আদরে সে বড় হয়ে উঠেছে। কিন্তু আদব-কায়দা, শিষ্টাচারের বড় অভাব । ধর্মীয় বিধিবিধান যেমন মানে না, তেমনি শরিয়তের শিক্ষা তার নেই। নাহিদ বর্তমানে সংসারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। শেষ বয়সে সন্তানের কারণে সমাজে তারা অপদস্থ হচ্ছেন।
ক. পরিবার কাকে বলে?
খ. ইসলামি পরিবারের কর্তা পিতা কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব হাসান ও মিসেস হাসান কী দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নাহিদের কর্মকাণ্ড কি তুমি সমর্থন করো? সামাজিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : নাজিম পরিবারের বড় সন্তান। হঠাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার বাবা মৃত্যুবরণ করলে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। সে পরিবারের হাল ধরে এবং ব্যবসায়-বাণিজ্য করে ভাই-বোনদের লেখাপড়া করায়। তার ভাই: নাহিদ এখন ডাক্তার আর বোন নাফিসা কলেজের অধ্যাপক অপরদিকে নাজিমের ধর্নাঢ্য বন্ধু নোমান স্ত্রীকে নিয়ে শহরে থাকে। মা-বাবার খোঁজ-খবর রাখে না। বাবার মৃত্যুর পর সে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় । সেখানে অসুস্থ হয়ে মা মারা যান। ইমাম সাহেব জানাযা পড়াতে এসে বলেন, রসুলুল্লাহ (স) বলেছেন, “ধ্বংস হোক সেই ব্যক্তি, যে পিতামাতা দুইজনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না।”
ক. পরিবার কী?
খ. “পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম’ – ব্যাখ্যা করো।
গ. নাজিম তার ভাই-বোনদের প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করেছে? ব্যাখ্যা করো।
ঘ. নোমানের আচরণ চিহ্নিতপূর্বক তার ক্ষেত্রে ইমাম সাহেবের উক্তির যথার্থতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রাশেদ পিতামাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। একদিন তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলেন তার মা ভীষণ অসুস্থ । তিনি দ্রুত তার মাকে এ্যাম্বুলেল্সে করে ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানালেন, তার মায়ের অপারেশন করাতে হবে। এতে খরচ. পড়বে প্রায় এক লক্ষ টাকা । রাশেদ বিষয়টি নিয়ে চিন্তিত হলে তার স্ত্রী ফাতেমা, বললেন, চিন্তার কোনো কারণ নেই। ব্যাংকে আমার জমানো টাকা উঠিয়ে আম্মার অপারেশন করাও।
ক. মোহরানা কার অধিকার?
খ. “ইসলামি পরিবার একটি শিক্ষালয়’ – ব্যাখ্যাকরো।
গ. উদ্দীপকের রাশেদের কার্যকলাপ কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ফাতেমার কাজটি চিহ্নিত করে সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকেন। ফলে সোহাগ তার দাদির কাছে লালিত-পালিত হয়। কিন্তু দাদি বৃদ্ধ হওয়ার কারণে তার প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করতে পারেন না। ফলে সে নিজের মত করেই বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছে। এলাকার সবাই বলে, “পরিবারের কারণেই সোহাগের এই অবস্থা ।”
ক. পৃথিবীর প্রথম মানব কে?
খ. একজন ধার্মিক স্ত্রী কখনো নিজের স্বার্থে স্বামীর আমানত খেয়ানত করবে না” – ব্যাখ্যা করো।
গ. সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কোন বিষয়টি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আরিফ চৌধুরী ব্যবসায়ী দম্পতি। তাদের বাবা ও মা এবং ছেলে মেয়ে হোস্টেলে থেকে লেখাপড়া করে। অনেক বছর পর আরিফ দম্পতি বন্ধু কামালের বাসায় বেড়াতে গেলেন। কামাল সাহেবের বাবা, মা, স্ত্রীও সন্তানেরা আরিফ দম্পতিকে সালাম ও কুশল বিনিময় এবং যত্ন সহকারে আপ্যায়ন করালেন। এতে আরিফ দম্পতি মুগ্ধ হলেন। তারা উভয়ে অনুভব করলেন পরিবার বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ।
ক. ইসলামি পরিবার কাকে বলে?
খ. ইসলামি পরিবার এক অনাবিল শান্তির নিবাস- ব্যাখ্যা করো।
গ. কামাল সাহেবের পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের কোন কাজটির প্রতিফলন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. “পরিবার বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ” উত্তিটির মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব হাসান ও মিসেস হাসানের একমাত্র সন্তান নাহিদ । প্রাচুর্য ও আদরে বড় হয়ে উঠেছে সে। কিন্তু আদব-কায়দা ও শিষ্টাচারের বড় অভাব তার মধ্যে। ধর্মের বিধি-বিধান যেমন সে পালন করে না, তেমনি ধর্মীয় শিক্ষা বিষয়েও সে কিছু জানে না। ফলে ইসলামি পরিবারের বৈশিষ্ট্য থেকে সে অনেক দূরে ।
ক. কোন যুগে কন্যা সন্তানদের জীবিত কবর দেয়া হত?
খ. ইসলামি পরিবার পিতৃতান্ত্রিক কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব হাসান ও মিসেস হাসান কার অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে- ব্যাখ্যা করো।
ঘ. জনাব হাসান ও মিসেস হাসানের এরূপ অবহেলার পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব শফিকের এক ছেলে ও এক মেয়ে। তিনি বাজার থেকে এক কেজি আগেল কিনে আনলে প্রায়ই ছেলেকে ২টা ও মেয়েকে ১টা করে আপেল দেন। ৮ম শ্রেণির পর মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। কিন্তু ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন। অন্যদিকে তার স্ত্রী শরীফা দৈনিক সকালে উঠে খাবার তৈরি করে সন্তানদের খাওয়ান, মেয়েকে সাধ্যমতো নিজেই পড়ান। কিন্তু তার ছোট, ভাই অসুস্থ অবস্থায় তিন দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তিনি তাকে দেখতে যাননি এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও করেননি।
ক. ইসলামি পরিবার কী?
খ. “তোমরা তাদের প্রতি উহ্ শব্দটি উচ্চারণ করো না” – ব্যাখ্যা করো।
গ. জনাব শফিকের কর্মকাণ্ডে কিসের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শফিকের কর্মকাণ্ড চিহ্নিত করে পারিবারিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ‘এস’ সাহেব তার স্ত্রীর সাথে অসদাচরণ করেন। স্ত্রীকে মোহরানা প্রদান করেননি। উল্টো স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছেন। স্ত্রীর কিছু সম্পদ ছিল তাও বিক্রি করে বেয়ে ফেলেছেন। বিষয়টি জেনে স্কুল শিক্ষক নুরুল আমীন সাহেব তাকে বললেন, স্ত্রীর সাথে অসদাচরণ করে সত্যিকারের ইমানদার হওয়া যায় না। রাসলুল্লাহ (স.) বলেছেন, “তোমাদের মধ্যে তারাই উত্তম যারা স্ত্রীদের কাছে উত্তম।”
ক. ‘স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ’- বাণীটি কার?
খ. স্ত্রীকে মোহরানা প্রদান করা হয় কেন?
গ. নুরুল আমীন সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন তার আলোকে স্ত্রীর সাথে সদাচরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
ঘ. “এস’ সাহেবের আচরণের কুফল বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : সজল একজন ধর্নাঢ্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি খুব ব্যস্ত থাকেন। তিনি ব্যস্ততার কথা ভেবে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। সজলের বন্ধু পিন্টু। একরাতে হঠাৎ করে তার ছেলে অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান ও রাত জেগে সেবাযত্ন করেন। এর কিছুদিন পর তার ছোট ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন চিকিৎসার ব্যবস্থা না করে তাকে ইমামের কাছ থেকে পানি পড়া এনে খেতে বলেন।
ক. মোহরানা আদায় করা কী?
খ. পরিবার সমাজ-সভ্যতার প্রথম ভিত্তি ব্যাখ্যা করো।
গ. সজলের আচরণে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. পিন্টুর কর্মকাণ্ডের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : হাসিব হাফসাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছে। হাফসা আল্লাহর ইবাদতের পাশাপাশি ঘর-সংসার ও সন্তানাদির দেখাশুনা করেন, স্বামীকে সম্মান করেন, কখনও প্রয়োজনের অতিরিক্ত খরচ করেন না। হাসিবও সংসারের যাবতীয় বিষয় সঠিকভাবে দেখাশুনা করেন। পিতার মৃত্যুর পর ছোট ভাইবোনদের লেখাপড়া করান।
ক. সমাজজীবনের প্রাথমিক ইউনিট কী?
খ. “ইসলামি পরিবার শান্তির নীড়” ব্যাখ্যা করো।
গ. “মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত-_ ব্যাখ্যা করো।
ঘ. হাসিব ও হাফসার কর্মকাণ্ড উল্লেখপূর্বক এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
সকল অধ্যায়গুলোর উত্তর ডাউনলোড করো নিচের লিংকে
►► অধ্যায় ১ : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
►► অধ্যায় ২ : ইসলাম ও ব্যক্তিজীবন
►► অধ্যায় ৩ : ইসলাম ও পারিবারিক জীবন
►► অধ্যায় ৪ : ইসলাম ও সমাজজীবন
►► অধ্যায় ৫ : ইসলামের অর্থব্যবস্থা
►► অধ্যায় ৬ : ইসলামি রাষ্ট্রব্যবস্থা
►► অধ্যায় ৭ : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post