ইসলাম শিক্ষা ১ম পত্র ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সজিব ও নাসিম একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের হাতে প্রচুর অবসর সময় আছে এবং সেই সময়টাকে তারা ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজে লাগাতে চায়। তাদের এক বন্ধু লিটন. পাহাড়ের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের পথ পেয়ে এ পথে চলে যায়।
ক. উম্মাহ শব্দের অর্থ কী?
খ. “ইসলামি রাষ্ট্র কুরআন ও সুন্নাহভিত্তিক’_ ব্যাখ্যা করো।
গ. সজিব ও নাসিমের চিন্তাভাবনা কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের লিটনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মুসলিম দেশগুলোর মধ্যে এক্য প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৬৯ সালে গঠিত হয় ইসলামি সম্মেলন সংস্থা বা OIC প্রতিষ্ঠার পর এ সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সাহায্য এবং সম্প্রীতি বজায় রেখে চলছে। মুসলিম বিশ্বের যেকোনো দুর্ঘটনায় সদস্য রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থের কথা বিবেচনা না করে মহান আল্লাহর একত্ববাদের আদর্শ দৃষ্টান্ত উপস্থাপন
করেছে।
ক. উখওয়াত শব্দের অর্থ কী?
খ. “ইসলামে শান্তি প্রতিষ্ঠার মিশনে উখওয়াত হলো সবচেয়ে কার্যকর মাধ্যম’ – ব্যাখ্যা করো।
গ. ইসলামি সম্মেলন সংস্থাটি উখওয়াতের কোন ধারণাগুলো লালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. “OIC উখওয়াতের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে” তুমি কী এই মন্তব্যটির সাথে একমত? যুক্তিসহ উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব আব্দুস সালাম একজন কলেজ শিক্ষক। তিনি তার এলাকায় রাস্তার দুপাশে বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছেন। এছাড়াও ময়লা-আবর্জনা ফেলার জন্য তিনি রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন বসান। অপরদিকে তার প্রতিবেশী আসমা বেগম গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে একটি মৃতপ্রায় কুকুর ছানাকে গর্ত থেকে তুলে এনে সেবা-যত্ন করে সুস্থ করে তোলেন।
ক. ‘উখওয়াত’ শব্দের অর্থ কী?
খ. “গোটা মানবজাতি একই উম্মাহ”_ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জনাব আব্দুস সালামের কর্মকাণ্ডে ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আসমা বেগমের কাজটি ইসলামের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় বিশ্ব-মানবতার আজ চরম দুর্দিন। তাই দাওয়াহর মাধ্যমে ইসলামের চিরশাশ্বত বিধান প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। দীন প্রচারের জন্যই যুগে যুগে নবী-রাসুলের আগমন ঘটেছে। তাই ইসলামি দাওয়াতের প্রয়োজনীয়তা চিরকালীন।
ক. ইসলামী দাওয়াহ কী?
খ. “মুমিনদের সকল কাজকর্ম হয় পরামর্শের ভিত্তিতে” – ব্যাখ্যা করো।
গ. মুসলিম উম্মাহ’র দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো।
ঘ. “দাওয়াহর প্রয়োজনীয়তা চিরকালীন”-_উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : তারেক সাহেব সমাজ সচেতন একজন মানুষ । ইয়াতিম, অসহায়দের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি তার এলাকায় পাখির নিরাপদ বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করেন। এলাকার দুষ্টু ছেলেরা পাখির ছানা নিয়ে খেলতে চাইলে তিনি বাধা দেন। তারেক সাহেবের ভাই জাফর সাহেব আবাসিক এলাকায় একটি কারখানা স্থাপন করেন। কারখানা থেকে কালো ধোয়া নির্গত হয়। মেশিনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। তিনি গাছ কেটে কারখানার কাঁচামাল যোগান দেন।
ক. উম্মাহ শব্দের অর্থ কী?
খ. “আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে রত থাকে’ – ব্যাখ্যা করো।
গ. তারেক সাহেবের এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. জাফর সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর দিকটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মধ্য এশিয়ার একটি অঞ্চলে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে। কিন্তু নামাজের নিয়মকানুন সম্পর্কে দুটি দলের মধ্যকার বিরোধ সবাইকে ভাবিয়ে তোলে । তখন কমিটি উক্ত বিরোধ মীমাংসার জন্য বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব জনাব হাসিম উদ্দিনকে আমন্ত্রণ জানায়। তিনি প্রাঞ্জল ভাষা ও জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য বিখ্যাত। তাছাড়া তিনি ইলম ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। তার সম্পর্কে কমিটির অন্যতম সদস্য জনাব মাহতাব চৌধুরী বলেন, “জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক।”
ক. খিদমতে খালক কাকে বলে?
খ. পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের ভ্রাতৃত্ব রক্ষা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব হাসিম উদ্দিন সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর মন্তব্যের মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব নাজমুল হাসান সাহেব ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। মাঝপথে তার পশে বসা ভদ্রলোকটি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে নাজমুল সাহেব তাকে নিয়ে ট্রেন থেকে নেমে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। ভদ্রলোকটি উপযুস্ত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে গেলেন এবং বললেন, “আমার জন্য আপনার নিশ্চয়ই অনেক ক্ষতি হয়ে গেল।” নাজমুল সাহেব উত্তরে বললেন, “না, আপনিতো আমার ভাই। আপনার সেবা করা আমার দায়িত্ব।”
ক. উখওয়াত অর্থ কী?
খ. উম্মাহ বলতে কী বোঝ! ব্যাখ্যা কর।
গ. নাজমুল সাহেবের ভদ্রলোকটিকে ভাই বলার কারণ ব্যাখ্যা কর।
ঘ. নাজমুল সাহেবের গৃহীত পদক্ষেপটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব হাবিবুল্লাহ গভীর পাণ্ডিত্যের অধিকারী । ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি গবেষণা করেন। তিনি সত্যবাদী ও মিষ্টভাষী। কখনো কারো সাথে খারাপ আচরণ করেন না এবং কখনো কোনো বিষয়ে বাড়াবাড়ি করেন না। “দ্বীন গ্রহণের কোন জবরদস্তি নেই’- কুরআনের এ আয়াতকে তিনি যথার্থ অনুসরণ করেন।
ক. ‘উখওয়াত’ কাকে বলে?
খ. “খিদমতে খালক’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব হাবিবুল্লাহকে কী বলে আখ্যায়িত করা হবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত জনাব হাবিবুল্লাহ সাহেবের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : আজ ফরিদপুর কলেজের ছাত্রীরা টিফিন না খেয়ে সে টাকায় শাড়ি ও লুঙ্গি ক্রয় করে রোহিঙ্গাদের জন্য পাঠিয়ে দেয়। কলেজ শেষে আয়েশা বাসায় ফিরে দরজার কাছে একটি চড়ুই পাখির বাচ্চা পড়ে থাকতে দেখে সেটিকে সে পাখিটির বাসায় তুলে রাখে । তার মা বিষয়টি জানতে পেরে বলেন, “নিশ্চয় আকাশবাসী তোমার উপর দয়া করবেন।”
ক. উস্মাহ কী?
খ. পানিতে বর্জ্য নিক্ষেপে পরিবেশ দূষণ হয় – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রোহিঙ্গাদের প্রতি কলেজ ছাত্রীদের কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা করো।
ঘ. আয়েশার কাজটি চিহ্নিতপূর্বক তার বিষয়ে মায়ের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : আবুরাহ ও সালমান দুই বন্ধু। তারা দুজনেই এসএসসি পাস করল। তাদের হাতে অবসর সময় ছিল এবং সে সময়টাকে তারা ইসলাম প্রচার ও প্রসারের কাজে লাগাতে চাইলো । তাই তারা সিদ্ধান্ত নিলো যে, এমন জায়গায় যাবে যেখানে তারা দীনের কাজে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া একসাথে থাকার ফলে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে।
ক. ‘উখওয়াত’ অর্থ কী?
খ. তাবলিগ বলতে কী বোঝায়?
গ. ইসলাম প্রচার ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলো? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আবদুল্লাহ ও সালমানের উদ্যোগটি কতখানি কার্যকর বলে তুমি মনে করো?
সকল অধ্যায়গুলোর উত্তর ডাউনলোড করো নিচের লিংকে
►► অধ্যায় ১ : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
►► অধ্যায় ২ : ইসলাম ও ব্যক্তিজীবন
►► অধ্যায় ৩ : ইসলাম ও পারিবারিক জীবন
►► অধ্যায় ৪ : ইসলাম ও সমাজজীবন
►► অধ্যায় ৫ : ইসলামের অর্থব্যবস্থা
►► অধ্যায় ৬ : ইসলামি রাষ্ট্রব্যবস্থা
►► অধ্যায় ৭ : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post