ঈদ আনন্দ
—তাসনিম ইসলাম আনিকা
বর্তমানে চলছে এখন
ঈদের আগমন,
ঈদ এসেছে, ঈদ এসেছে
খুশিতে নাচে মন।
মজার মজার খাবার খেয়ে
মন ভরাবো স্বাদে,
ঈদ আনন্দ করব সেয়ার
গরিব দুঃখীর সাথে।
বন্ধু-বান্ধব আপনজনদের
করব ঈদে খোঁজ ,
বিলিয়ে দেব ভালোবাসা
পাশে থাকবো রোজ।
জাত-পাত আর গরিব দুঃখীর
হবে না ভেদাভেদ,
মিলেমিশে কাটাবো ঈদ
হবে না তারা বিচ্ছেদ।
ঈদ মানে নতুন আলো
ঈদ মানে খুশি,
ঈদ মানে সব মানুষের
মিষ্টি মুখের হাসি।
কবিতাটি লিখেছেন:
তাসনিম ইসলাম আনিকা
অষ্টম শ্রেণি,
ইছাইল সরকারি উচ্চ বিদ্যালয়।
Discussion about this post