অর্থনীতি ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : আরিফুল সাহেবের নিকট ৮০ লক্ষ টাকা আছে। তিনি ৫০ লক্ষ টাকা দিয়ে ঢাকায় একটি প্লট কিনেন। ১০ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার দ্রব্যসামগ্রী কিনেন । ১০ লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনেন এবং বাগানের চারাগাছ বাবদ আরো ১ লক্ষ টাকা ব্যয় করেন। বাকি টাকা মজুরি ও অন্যান্য ব্যয় বারাদ নিজের কাছে রেখে দেন।
ক. মূলধন কী?
খ. মূলধনের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক কী?
গ. উদ্দীপকের আলোকে আরিফুল সাহেবের স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি করো।
ঘ. উদ্দীপকের আরিফুল সাহেবের ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : ২০১৫ সালের জুলাই মাসে “ক” দেশের মোট ১০,০০০ কোটি টাকার মূলধন ছিল। ২০১৬ সালে দেশের মোট মূলধন বৃদ্ধি পেয়ে ১৪,০০০ কোটিতে দাঁড়ালো। উক্ত সময়ে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৫০০ কোটি টাকা। এদেশে বিনিয়োগ বৃদ্ধির পথে প্রধান বাধা হলো মূলধনের সমস্যা। এক্ষেত্রে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মূলধন গঠনের পথে বিদ্যমান সমস্যাসমূহ যেমন_ স্বল্প আয়, জানমালের নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত ব্যাংকিং, অশিক্ষা ইত্যাদি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক. মূলধন গঠন কী?
খ. অনুন্নত দেশে মূলধন গঠনের হার কম কেন?
গ. মূলধন গঠন ও নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিরাজমান সমস্যাসমূহ সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?
সৃজনশীল প্রশ্ন ৩ : সম্প্রতি রসুলগঞ্জ গ্রামে পল্লি সঞ্চয় ব্যাংকের একটি শাখা স্থাপিত হয়েছে। গ্রামটি একেবারে ছোট নয়। গ্রামের অধিকাংশ লোক প্রান্তিক চাষি ও মংস্যজীবী। উক্ত ব্যাংকের তরুণ কর্মরা গ্রামবাসীদের ভবিষ্যৎ দূরদৃষ্টি, সঞ্চয়ের উপকারিতা, জীবনযাত্রার মানোন্নয়ন, বেকারত্ব উপায়, সম্পদের সদ্বহার প্রভৃতি সম্পর্কে বোঝাতে লাগলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল উক্ত গ্রামের পুরুষ-মহিলারা তাদের স্বপ্প সয় ব্যাংকে জমাতে শুরু করেছেন। অল্প দিনের মধ্যে উত্ত ব্যাংকে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু হয়ে যায়।
ক. নিমজ্জমান মূলধন কাকে বলে?
খ. “মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট” ব্যাখ্যা করো।
গ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যাগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. কী কী বিষয়ের উপর ভিত্তি করে মূলধন গঠিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. “ক” তার সঞ্চিত ২০০ কোটি টাকা ও ব্যাংক ঋণের ৩০০ কোটি টাকায় একটি পোশাক কারখানা স্থাপন করলেন। সেখানে তিনি ১০ কোটি টাকায় কেনা জমির ওপর ৫০ কোটি টাকার ভবন নির্মাণ করেছেন। কারখানার জন্য ৩৫০ কোটি টাকার ভারি যন্ত্রপাতি, ২০ কোটি টাকার যানবাহন, যানবাহনের জন্য জ্বালানি ২ কোটি টাকা এবং কাপড় বাবদ ৬০ কোটি টাকা খরচ করলেন। তিনি দেখলেন তার কারখানায় ক্ষমতার মাত্র ৭০% ব্যবহৃত হচ্ছে। তিনি আরও ১০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।
ক. মূলধনের গতিশীলতা কাকে বলে?
খ. “সঞ্চয়ের সামর্থের ওপর মূলধন গঠনের সক্ষমতা নির্ভর করে।” ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে কারখানার স্থায়ী ও চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে মি. “ক” তার কারখানার জন্য আরও ঋণ নিয়ে মূলধন বৃদ্ধি করবেন কেন? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : হুমায়ুন কবির আইসক্রিম ফ্যাক্টরি স্থাপনে ৫০,০০,০০০ টাকার জমি ক্রয়, ১ লক্ষ টাকার পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট স্থাপন, ৫,০০০ টাকার আইসক্রিমের কাঠি ও বাক্স, ২ লক্ষ টাকার চিনি, দুধ ও রাসায়নিক উপাদান, ৩৫,০০০ টাকা শ্রমিকের বেতন, ১ লক্ষ টাকা কর্মচারীদের বাড়ি ভাড়ার জন্য বিনিয়োজিত করলেন। কিন্তু বছরের সবসময় এ ব্যবসা ভালো থাকে না। সম্প্রতি তিনি কুয়াকাটা বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং পূর্বে বিনিয়োজিত মূলধনের আংশিক স্থানান্তর করে পাচ তারকা আবাসিক হোটেল চালু করেন। বছরের সবসময় দেশি-বিদেশি অনেক পর্যটক সেখানে প্রায় ভরপুর থাকে। দিন দিন সেখানে আরও পর্যটক বৃদ্ধি পাচ্ছে।
ক. মূলধন গঠন কী?
খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের আলোকে হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত ধনের শ্রেণিবিভাগ নির্ণয় করো।
ঘ. মি. হুমায়ুন কবিরের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. করিম একটি নিটওয়্যার ফ্যাক্টরির মালিক। ২০১৫ সালের ১লা জানুয়ারিতে তার ফ্যাক্টরিতে মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা । প্রতি বছর ১০% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে । সরকার মূলধনের পরিমাণ জন্য শিক্ষার হার বাড়ানো, সঞ্জয়ের ওপর কর হার হ্রাস, কম সুদে ঋণদান ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে।
ক. স্থায়ী মূলধন কাকে বলে?
খ. মূলধন কেন একটি নিষ্ক্রিয় উপাদান?
গ. মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৩ হাজার কোটি টাকা হলেও ২০১৭ সালের ১লা জানুয়ারিতে ফ্যাক্টরির নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে মূলধন বৃদ্ধিতে সরকার গৃহীত কার্যক্রমগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে? আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : কামাল সাহেব স্বল্প পুঁজি নিয়ে ঢাকা শহরে একটি পোষ্ট শিল্প স্থাপন করে। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে লাভ করতে পারছিলেন ‘না। এমতাবস্থায় তিনি কাঁচামাল ও শ্রমের সহজলভ্যতার কারণে শহর ছেড়ে গ্রামে পোস্টরি শিল্প স্থানান্তর করেন। এতে গ্রামের কিছু- বেকার লোকেরও কর্মসংস্থান হয় এবং তিনিও লাভবান হন।
ক. মূলধন কী?
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনকে প্রভাবিত করে?
গ. কামাল সাহেবের গ্রামে লাভবান হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. কামাল সাহেবের শহরেও পোল্ট্রি শিল্পে লাভবান হওয়ার উপায় আছে কি? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : “সোনার বাংলা” একটি সিমেন্ট উৎপাদন কারখানা। উক্ত কারখানায় স্থায়ী মূলধন নিয়োগ করা হয় ৫০০. কোটি টাকা, কাঁচামাল ক্রয়ে নিয়োগ করে ২০০ কোটি টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২ কোটি টাকা ব্যয় করে উৎপাদন শুরু করার পরও দশ বছরে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্যভাবে মুনাফা অর্জন করতে পারে নি। পরবর্তীতে খালিদ জানতে পারেন যে, রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং তুলনামূলক স্বল্পব্যয়ী হওয়ায় যখন সিমেন্ট কারখানা বন্ধ করে সেখানে ‘মেধা’ জুস উৎপাদন কারখানা স্থাপন করেন। বর্তমানে ‘মেধা’ জুস দেশের বাইরেও সুনামের সাথে রপ্তানি হচ্ছে।
ক. মূলধন কী?
খ. করের মাধ্যমে মূলধনের যোগান কিভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বিভিন্ন প্রকার মূলধন চিহ্নত করে তার পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে মূলধনে কোন ধরনের গতিশীলতা পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : আবুল কালাম একজন ব্যবসায়ী। হরিদেবপুর বাজারে তার একটি কাপড়ের দোকান রয়েছে, যাতে তার বিনিয়োগের পরিমাণ ৪ লক্ষ টাকা। এক বছর ব্যবসা পরিচালনার পর হিসাব করে দেখেন তার মূলধন ৫ লক্ষ টাকা হয়েছে। পরবর্তী ছয় মাসে তিনি ৭০ হাজার টাকা মুনাফা লাভ করেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক থেকে ঝণ নিয়ে দোকানটি শহরে স্থানান্তর করবেন। তাছাড়া তার ২ লক্ষ টাকা স্থায়ী আমানত করা রয়েছে।
ক. অর্থনীতিতে মূলধন কাকে বলে?
খ. সঞ্চয় বাড়লেই মূলধন গঠন হয় না কেন?
গ. উদ্দীপকে মূলধনে কোন ধরনের গতিশীলতা পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক ঋণ না পেলেও আবুল কালামের পক্ষে দোকানটি শহরে স্থানান্তর করা সম্ভব- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : করিম সাহেব একটি সুতা কারখানার মালিক। ৫,০০,০০০ টাকার প্রাথমিক মূলধন নিয়ে উৎপাদন শুরু করেন। কাঁচামাল ক্রয় বাবদ ৫০,০০০ টাকা এবং যন্ত্রপাতির মেরামত বাবদ ৪০,০০০ টাকা ব্যয় করেন। সম্প্রতি সরকার সুদের হার হ্রাস, কাঁচামালের ওপর ভর্তুকি, কর অবকাশ এবং বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার মতো পদক্ষেপ গ্রহণ করায় করিম সাহেব তার মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলেন।
ক. মূলধন কী?
খ. দক্ষ মানবসম্পদ কিভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে? ব্যাখ্যা করো।
গ. করিম সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকার করিম সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে রাখে? ব্যাখ্যা করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post