এসএসসি ২০২৪ উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq
১. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ কী ধরনের রচনা?
ক. নাটক
খ. গল্প
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
২. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. যুগবাণী
ঘ. কুহেলিকা
৩. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. যুগবাণী
ঘ. কুহেলিকা
৪. আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের ওপর কত আনা শক্তি নির্ভর করছে?
ক. ছয় আনা
খ. আট আনা
গ. দশ আনা
ঘ. বারো আনা
৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির অন্তর্নিহিত লক্ষ্য কোনটি?
ক. উপেক্ষিতদের পরিচয়
খ. মহাত্মা গান্ধীর প্রশংসা
গ. সাম্য মৈত্রীর বন্দনা
ঘ. ভদ্র সম্প্রদায়ের বৈশিষ্ট্য উদ্ঘাটন
৬. ‘বোধ জাগিয়ে তোলার বাঁশি’কে এককথায় কী বলা যায়?
ক. প্রলয় বাঁশি
খ. সুরেলা বাঁশি
গ. বোধন বাঁশি
ঘ. মরণ বাঁশি
৭. ‘জাগো অগণন বন্দি ওঠোরে যত’ এ আহ্বান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?
ক. ভদ্রলোকদের
খ. নেতৃবৃন্দের
গ. ছোটলোকদের
ঘ. অহংকারীদের
৮. নজরুল রচিত ‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
ক. নাটক
খ. গল্প
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
৯. উপেক্ষিত শক্তির বোধন করলে কোনটি ঘটবে?
ক. অসাধ্য সাধিত হবে
খ. স্বাধীনতা আসবে
গ. স্বরাজ কায়েম হবে
ঘ. দুর্যোগ কেটে যাবে
১০. ‘অন্ধকারাচ্ছন্ন’ শব্দটির সমার্থক কোনটি?
ক. অমিয়াসিক্ত
খ. মসীময়
গ. মধ্যাসর
ঘ. আঁধারমানিক
১১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মূলকথা কী?
ক. সাম্যবাদ
খ. সংগ্রাম
গ. প্রকৃতিপ্রেম
ঘ. মুক্তিযুদ্ধ
১২. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের শেষ উক্তি কোনটি?
ক. কিসের লজ্জা, কিসের ক্লেশ!
খ. তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন
গ. ভাবিতে তোমার আত্মা কি শিহোরিয়া উঠিবে না
ঘ. কিসের দুঃখ, কিসের দৈন্য
১৩. দেশে যুগান্তর সাধনের জন্য কোনটি দরকার?
ক. উপেক্ষিত শক্তির জাগরণ
খ. শ্রমের পরিমাণ বৃদ্ধি
গ. অভিজাত শ্রেণির কর্মতৎপরতা বৃদ্ধি
ঘ. বেশি বেশি কারখানা নির্মাণ
১৪. দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. মহাত্মা গান্ধী
ঘ. রাজা রামমোহন রায়
১৫. মানুষকে মানুষ হয়ে ঘৃণা করা কিসের ধর্ম নয়?
ক. আত্মর
খ. মুসলমানের
গ. বাঙালির
ঘ. হিন্দুর
১৬. কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়েছে?
ক. পূর্ণ সামরিক মর্যাদায়
খ. রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়
গ. শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়
ঘ. সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়
১৭. ‘বোধন—বাঁশিতে সুর দেওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাঁশি বাজিয়ে মানুষকে সচেতন করা
খ. জ্বালাময়ী বক্তৃতা দেওয়া
গ. নীতিবোধ জাগ্রত করা
ঘ. দৈন্য দূর করা
১৮. ‘মসীময়’–এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. কলমের কালির
খ. মৌমাছির চোখের
গ. সামরিক শক্তির
ঘ. সবুজ প্রকৃতির
১৯. ‘বোধন’ শব্দটি নজরুল ইসলাম কোন অর্থে প্রয়োগ করেছেন?
ক. বাধ্যবাধকতা
খ. উদ্বুদ্ধকরণ
গ. অভিষেক
ঘ. উন্নয়ন
২০. কাজী নজরুল ইসলাম ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কোন মহাপুরুষের উদাহরণ টেনেছেন?
ক. কামাল আতাতুর্ক
খ. মহাত্মা গান্ধী
গ. হাজী মুহম্মদ মুহসীন
ঘ. স্বামী বিবেকানন্দ
২১. ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্রের নাম কী?
ক. বরজ
খ. গোলা
গ. কুলা
ঘ. ঢেঁকি
২২. ‘উপেক্ষিত শক্তি উদ্বোধন’ রচনায় লেখক ‘তথাকথিত’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
ক. যথোচিত
খ. সুনিশ্চিত
গ. অবহেলিত
ঘ. মনগড়া
২৩. ভারতের অসাধ্য সাধনের রূপকার কে ছিলেন?
ক. ভারতচন্দ্র
খ. মহাত্মা গান্ধী
গ. ভারতের সেনাবাহিনী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৪ . “আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে” এখানে ‘দশ আনা’ শব্দগুচ্ছ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক. সমগ্র
খ. সিংহ
গ. শতভাগ
ঘ. আপামর
২৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে বর্ণিত উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?
ক. বঙ্গবন্ধুর দিকে
খ. সরকারি বাসভবনের দিকে
গ. ধর্মালয়ের দিকে
ঘ. মহাত্মা গান্ধীর দিকে
২৬. তথাকথিত ‘ছোটলোক’ সম্প্রদায়ের অন্তর কিসের মতো?
ক. স্ফটিকের মতো
খ. কাচের মতো
গ. মার্বেলের মতো
ঘ. আয়নার মতো
২৭. কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের কোন শক্তি নেই –
ক. কর্মক্ষেত্রে নেমে কাজ করার
খ. আত্মনির্ভরশীল হওয়ার
গ. যুগোপযোগী শিক্ষা গ্রহণের
ঘ. নিজেদের অধিকার প্রতিষ্ঠার
২৮. কবি কাজী নজরুল ইসলামের উপাধি কোনটি?
ক. প্রেমের কবি
খ. প্রকৃতির কবি
গ. পল্লিকবি
ঘ. বিদ্রোহী কবি
২৯. ‘সঙ্কোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে – কাদের ক্ষেত্রে কথাটি সত্যি?
ক. তথাকথিত ছোটলোকদের
খ. ভদ্র সম্প্রদায়ের
গ. শিক্ষিত সমাজের
ঘ. দেশের শাসকদের
৩০. কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় অবস্থিত?
ক. বাংলা একাডেমি প্রাঙ্গণে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায়
গ. কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায়
ঘ. চুরুলিয়া গ্রামে
৩১. কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?
ক. ১৯৭৬
খ. ১৯৭৮
গ. ১৯৭০
ঘ. ১৯৭২
৩২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৮৫
গ. ১৮৮০
ঘ. ১৮৯৯
৩৩. কাজী নজরুল ইসলামের জন্ম কোন জেলায়?
ক. আসাম
খ. মেদিনীপুর
গ. কলকাতা
ঘ. বর্ধমান
৩৪. কোনটি আত্মার ধর্ম?
ক. মানুষকে ভালোবাসা
খ. ভেদবৈষম্য করা
গ. জ্ঞানচর্চা করা
ঘ. অধিকার আদায় করা
৩৫. তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?
ক. ঘুমন্ত মানুষ
খ. সত্যিকার মানুষ
গ. দায়িত্ববান মানুষ
ঘ. দুর্গত মানুষ
৩৬. ভদ্র সমাজের দেশে উন্নয়নের ভাবনার সমাপ্তি ঘটে কোনটি?
ক. কথাতে
খ. পরিকল্পনায়
গ. আয়োজনে
ঘ. সফলতায়
৩৭. লেখকের মতে আমরা কাদের উপেক্ষা করে আসছি?
ক. দশ আনা শক্তির ধারকদের
খ. তোষামোদকারীদের
গ. নিস্তেজ বুদ্ধিমানদের
ঘ. প্রবীণ মৃতপ্রায়দের
৩৮. দেশে যুগান্তর সাধনের জন্য কোনটি দরকার?
ক. অর্থনৈতিক মুক্তি আনয়ন
খ. নেতাদের প্রতিবাদমুখরতা ত্যাগ
গ. বিত্তবানদের উদার হওয়া
ঘ. উপেক্ষিত শক্তির জাগরণ
৩৯. হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্নবর্ণের লোককে কী বলা হয়?
ক. ব্রাহ্মণ
খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য
ঘ. চণ্ডাল
৪০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. সঞ্চিতা
খ. রিক্তের বেদন
গ. নজরুল রচনাবলী
ঘ. দুর্দিনের যাত্রী
৪১. তথাকথিত ছোটলোকদের বড় পরিচয় কোনটি?
ক. তাদের কিছুই নেই
খ. তারা নিরহংকার এবং নির্লোভ
গ. তারা ভদ্র এবং মার্জিত
ঘ. তারা সরল এবং উদার
৪২. উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিলে কী হবে?
ক. বিশ্ব ঠাট্টা করবে
খ. বিশ্ব একঘরে করবে
গ. বিশ্ব নমস্কার করবে
ঘ. বিশ্ব স্বপ্ন দেখবে
৪৩. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে কোন প্রেক্ষিতে?
ক. জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে
খ. কলুষিত আত্মার কষ্ট বোঝাতে
গ. ভদ্রলোকদের চরিত্র বোঝাতে
ঘ. জাতির যুগান্তর আনা বোঝাতে
৪৪. কাজী নজরুল ইসলামের মতে, শ্রমজীবী মানুষদের অবহেলা করার কারণে আজ আমাদের কী ঘটেছে?
ক. উন্নয়ন
খ. অধঃপতন
গ. উত্থান
ঘ. বিস্মৃতি
৪৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনার বর্ণনা মতে ভারতবাসীকে স্নোহর্দ্র বুকে কাছে টেনেছেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রামমোহন রায়
ঘ. মহাত্মা গান্ধী
৪৬. উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?
ক. প্রলয়শিখা প্রদীপ্ত করতে
খ. ঝঞ্ঝাকে আহ্বান জানাতে
গ. কণ্টক শয্যা গ্রহণ করতে
ঘ. বোধন বাঁশিতে সুর দিতে
৪৭. মহাত্মা গান্ধীর দিকে কারা হা হা করে ছুটেছিল?
ক. সমগ্র ভারতবাসী
খ. সমগ্র বিশ্ববাসী
গ. অভিজাত সম্প্রদায়ের লোকেরা
ঘ. তথাকথিত ছোটলোকেরা
৪৮. তথাকথিত ছোটলোকদের অন্তর কী রকম?
ক. আয়নার মতো ঝলমলে
খ. কাচের মতো স্বচ্ছ
গ. পাথরের মতো কঠিন
ঘ. কুসুমের মতো কোমল
৪৯. ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের
খ. অভিজাত জমিদার সম্প্রদায়ের
গ. হিন্দু সম্প্রদায়ের
ঘ. মুসলিম সম্প্রদায়ের
৫০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আভিজাত্য গৌরব ছিল না কার?
ক. লেখকের
খ. পাঠকের
গ. তথাকথিত ছোটলোকদের
ঘ. মহাত্মা গান্ধীর
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ উপেক্ষিত শক্তির উদ্বোধন mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post