উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ১ম অধ্যায় mcq : মানুষ জন্মগ্রহণ করার পর থেকে আমৃত্যু বিভিন্ন পণ্য ব্যবহার করে। মানুষ বিভিন্ন প্রয়োজনে তার চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরণের পণ্য বা সেবা ক্রয় ও ভোগ করে থাকে। ক্ষুধা নিবারণের জন্য খাবার ক্রয় করে, বাসস্থানের জন্য ঘর-বাড়ি ক্রয় করে আবার চিকিৎসার জন্য চিকিৎসা সেবা গ্রহণ করে।
পণ্য বা সেবা ভোগ করার জন্য মানুষ নির্দিষ্ট বাজার থেকে যাচাই-বাছাই করে প্রয়োজন অনুসারে ক্রয় ও ভোগ করে। লক্ষ্য করা যায় যে, পণ্য বা সেবার ধারণার সৃষ্টি থেকে শুরু করে, ক্রেতাদের মাঝে তা পরিচিতিকরণ, ক্রয়ে উৎসাহ প্রদান, পণ্য বণ্টন, মূল্য নির্ধারণ, ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান এবং বিক্রয়োত্তর সেবাসহ বিভিন্ন কাজের সাথে বিপণন বা বাজারজাতকরণ জড়িত।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. Marketing শব্দের অর্থ কী?
ক. বাজার
● বিপণন
গ. প্রচার
ঘ. প্রসার
২. বিপণন কার্যক্রম কখন থেকে শুরু হয়?
ক. উৎপাদনের পরে
খ. বিক্রয়ের পূর্বে
গ. বিক্রয়ের পরে
● উৎপাদনের পূর্বে
৩. বিপণনের যাবতীয় কার্যক্রম যাদের নিয়ে আবর্তিত হয়—
ক. পাইকার
খ. মধ্যস্থকারবারি
● ভোক্তা
ঘ. উৎপাদক
৪. কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কী বলে?
ক. অভাব
খ. চাহিদা
গ. আকাঙ্ক্ষা
● প্রয়োজন
৫. বিপণন প্রক্রিয়ায় প্রথমেই মানুষের দ্বারা কয়টি উপাদান অনুভূত হয়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬. সংস্কৃতি-ব্যক্তিত্ব মানুষের কী পূরণের পূর্বশর্ত হিসেবে কাজ করে?
ক. প্রয়োজন
● অভাব
গ. চাহিদা
ঘ. সন্তুষ্টি
৭. আধুনিক ব্যবসায়ের একটি মৌলিক অঙ্গ হলো—
ক. বিজ্ঞাপন
খ. প্রসার
গ. গণসংযোগ
● বিপণন
৮. পণ্য উৎপাদন হতে শুরু করে ভোগ পর্যন্ত সকল কাজ কিসের আওতাভুক্ত?
● বিপণনের
খ. ব্যবস্থাপনার
গ. ব্যক্তিক বিক্রয়ের
ঘ. বিনিময়ের
৯. অভাব যখন কোনো ব্যক্তির ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন সেটি কিসে রূপান্তরিত হয়?
ক. প্রয়োজনে
খ. মূল্যবোধে
● চাহিদায়
ঘ. সেবায়
১০. কোনটি মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে পারে?
● পণ্য
খ. অভিজ্ঞতা
গ. বিজ্ঞাপন
ঘ. তথ্য
১১. কোনো বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন হলো—
ক. ভ্যালু
● অভিজ্ঞতা
গ. বিপণন অর্পণ
ঘ. ক্রেতা সন্তুষ্টি
১২. কোনো পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং তার বিনিময়ে ব্যয়িত অর্থই হলো—
● ভ্যালু
খ. লেনদেন
গ. বিনিময়
ঘ. মান
১৩. কোনটি পণ্য বা সেবার মানের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত?
ক. অর্পণ
খ. বিনিময়
গ. অভিজ্ঞতা
● ক্রেতা সন্তুষ্টি
১৪. বিনিময়ের মৌলিক শর্ত কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৫. কোনটি আর্থিক মূল্যে পরিমাপযোগ্য?
ক. বিনিময়
● লেনদেন
গ. সেবা
ঘ. ঘটনা
১৬. লেনদেন হতে হলে কমপক্ষে কয়জন থাকতে হয়?
● ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
১৭. কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কী বলে?
● বাজার
খ. বিপণন
গ. বিনিময়
ঘ. লেনদেন
১৮. কিসের মাধ্যমে প্রকৃত ও সম্ভাব্য ক্রেতাকে বিন্যাস করা যায়?
ক. বিনিময়ের
খ. লেনদেনের
● বাজারের
ঘ. ভ্যালুর
১৯. কোন ব্যবস্থার পর থেকে মানুষের মাঝে আধুনিকতার ছোয়া আসে?
ক. বিজ্ঞাপন
● বিনিময়
গ. প্রসার
ঘ. লেনদেন
২০. সর্বপ্রথম কোথায় বিপণন শব্দটির উদ্ভব হয়?
ক. যুক্তরাজ্যে
খ. ফ্রান্সে
গ. অস্ট্রেলিয়ায়
● যুক্তরাষ্ট্রে
২১. বিশেষজ্ঞরা বিপণনকে কয়টি ধাপে বিভক্ত করেছেন?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২২. বিপণন যুগ কোনটি?
ক. ১৯৩০-১৯৫০
● ১৯৩১-১৯৫০
গ. ১৯৩১-১৯৪০
ঘ. ১৯৩১-১৯৫২
২৩. কোন যুগে বিজ্ঞাপনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায়?
ক. আদিম যুগে
খ. উৎপাদন যুগে
● বিক্রয় যুগে
ঘ. বিপণন যুগে
২৪. বর্তমান যুগকে বলা হয়—
● বিপণন যুগ
খ. উৎপাদন যুগ
গ. বিক্রয় যুগ
ঘ. শিল্পবিপ্লবের যুগে
২৫. বিক্রয় যুগের বিপণন উদ্দেশ্য কিসের মধ্যে সীমাবদ্ধ ছিল?
ক. ক্রয় প্রক্রিয়া
● বিক্রয় প্রক্রিয়া
গ. উৎপাদন প্রক্রিয়া
ঘ. বিনিময় প্রক্রিয়া
২৬. ক্রেতাদের সন্তুষ্টির ওপর নির্ভর করে প্রতিষ্ঠানের—
ক. ভ্যালু
খ. সুনাম
● অস্তিত্ব
ঘ. লক্ষ্য
২৭. কিসের মাধ্যমে মানুষ প্রয়োজন ও অভাব পূরণের সিদ্ধান্ত নেয়?
ক. লেনদেন
খ. চাহিদা
● বিনিময়
ঘ. সেবা
২৮. কাকে কেন্দ্র করে বিপণনের সব প্রচেষ্টা আবর্তিত হয়?
ক. উৎপাদনকারী
খ. বিক্রেতা
● ভোক্তা
ঘ. মধ্যস্থকারবারি
২৯. বিপণনে বর্তমানে ভোক্তাকে কী হিসেবে দেখা হয়?
● রাজা
খ. প্রজা
গ. পরিচালক
ঘ. নিয়ন্ত্রক
৩০. বিপণনের মাধ্যমে পরোক্ষভাবে পণ্যের কোন উপযোগ সৃষ্টি হয়?
ক. স্থানগত
খ. সময়গত
গ. স্বত্বগত
● রূপগত
৩১. কাদের সহায়তায় বিপণনকারী পণ্য ভোক্তাদের নিকট পৌঁছান?
ক. উৎপাদনকারী
● মধ্যস্থ ব্যবসায়ী
গ. হিসাবরক্ষক
ঘ. ব্যবস্থাপক
৩২. কোথায় ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয়?
● বাজারে
খ. পরিবহনে
গ. সমাবেশে
ঘ. মিটিংয়ে
৩৩. পণ্যের ধরন অনুযায়ী বাজার কয় ভাগে বিভক্ত?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৩৪. একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বা এলাকা নিয়ে কী গঠিত হয়?
ক. পরিবেশ
খ. সংগঠন
গ. ব্যবসায়
● বাজার
৩৫. পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরের সাথে সাথে কিসের পরিসমাপ্তি ঘটে?
● বিক্রয়
খ. বিপণন
গ. বাজার
ঘ. প্রসার
৩৬. বিপণনের কোন কাজটি চ্যালেঞ্জিং হিসেবে বিবেচিত হয়?
ক. ক্রয়
খ. প্রসার
গ. বিজ্ঞাপন
● বিক্রয়
৩৭. পণ্য বিক্রয়ের ফলে কোন উপযোগ সৃষ্টি হয়—
ক. স্থানগত
খ. সময়গত
● স্বত্বগত
ঘ. রূপগত
৩৮. বিক্রয়ে কয়টি পক্ষ জড়িত?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩৯. বিক্রেতার উদ্দেশ্য অর্জন এবং ক্রেতার সন্তুষ্টির বিধান নির্ভর করে—
ক. বিজ্ঞাপনের ওপর
খ. প্রসারের ওপর
গ. ব্যবস্থাপনার ওপর
● বিপণন দক্ষতার ওপর
৪০. আজকের এ পৃথিবী সভ্য ও আধুনিক হওয়ার পেছনে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. বাজারের
● বিপণনের
গ. ব্যবসায়ের
ঘ. বিক্রয়ের
৪১. যোগান আসে কার নিকট থেকে?
ক. পাইকার
খ. ব্যবস্থাপক
● উৎপাদনকারী
ঘ. সরকার
৪২. বৃহদায়তন উৎপাদন নির্ভর করে—
ক. ক্রয়ের ওপর
● বিক্রয়ের ওপর
গ. চাহিদার ওপর
ঘ. যোগানের ওপর
৪৩. প্রসারমূলক কর্মকারে মাধ্যমে বিক্রয় বৃদ্ধির ব্যবস্থা করলে যার ওপর প্রত্যক্ষ প্রভাব পড়ে?
ক. ক্রয়
খ. বিক্রয়
● উৎপাদন
ঘ. গণসংযোগ
৪৪. কোন ব্যবস্থার মাধ্যমে আমরা সুদূর সৌদি আরবের খেজুর খেতে পারি?
ক. পরিবহন ব্যবস্থা
● বিপণন ব্যবস্থা
গ. প্রসার ব্যবস্থা
ঘ. উৎপাদন ব্যবস্থা
৪৫. কিসের মাধ্যমে ক্রেতা উৎপাদিত পণ্য সম্পর্কে জানতে পারে?
● বিজ্ঞাপন
খ. প্রসার
গ. বিপণন
ঘ. অভিজ্ঞতা
৪৬. উন্নয়নশীল দেশে বাণিজ্যিক শৃঙ্খলা রক্ষার প্রধান হাতিয়ার কোনটি?
ক. উৎপাদন ব্যবস্থা
● বিপণন ব্যবস্থা
গ. যোগাযোগ ব্যবস্থা
ঘ. গণসংযোগ ব্যবস্থা
৪৭. বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. ব্যবসা
খ. আমদানি
গ. রপ্তানি
● কৃষি
৪৮. কোনটি উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্যের বণ্টন নিশ্চিত করে?
ক. বাজার
খ. ব্যবসায়
● বিপণন
ঘ. গুদামজাতকরণ
৪৯. EPZ-এর পূর্ণরূপ কী?
ক. Export Posting Zone
● Export Processing Zone
গ. Expart Processing Zone
ঘ. Extra Processing Zone
৫০. বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ বিপণন থেকে আসে?
ক. প্রায় ২০ শতাংশ
খ. প্রায় ২২ শতাংশ
● প্রায় ২৫ শতাংশ
ঘ. প্রায় ২৮ শতাংশ
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post