উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২য় অধ্যায় mcq : সাধারণভাবে মানুষ যেখানে বাস করে তার চারপাশের সবকিছুকে একসাথে পরিবেশ বলে। অর্থাৎ পরিবেশ হলোমানুষের জীবনধারা এবং কার্যাবলির উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থা।অন্যভাবে বলা যায়, কোন মানুষের উপর কতকগুলো পারিপার্শ্বিক অবস্থা যেমন ভূ-প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, খনিজদ্রব্য, নদ-নদী, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি প্রভাব বিস্তার করে এবং ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এই ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে পরিবেশ বলে। উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বলতে বাংলাদেশের খাল, বিল, মাঠ ঘাট, রাস্তা, বাড়ি, ঘর থেকে আরম্ভ করে সমস্ত প্রাকৃতিক বিষয়কে বোঝাবে। পরিবেশ ব্যক্তি জীবনের সাথে সাথে সাংগঠনিক, রাষ্ট্রীয় ও সমাজ জীবনেও ব্যাপক প্রভাব বিস্তার করে
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. বিপণন পরিবেশ কয় ভাগে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২. আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু নিয়েই গঠিত-
ক. বাজার
খ. ব্যবসায়
● পরিবেশ
ঘ. সমাজ
৩. কোন পরিবেশ ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের সমন্বয়?
ক. সামাজিক পরিবেশ
খ. রাজনৈতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
● বিপণন পরিবেশ
৪. কোনটি বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে?
● ক্রেতাসাধারণ
খ. রাজনৈতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. অর্থনৈতিক পরিবেশ
৫. ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো অবস্থান করে–
ক. বাজারের কাছাকাছি
খ. ভোক্তার কাছাকাছি
গ. প্রতিযোগীর কাছাকাছি
● কোম্পানির কাছাকাছি
৬. কোনটি সুষ্ঠু ও সঠিকভাবে না হলে প্রতিষ্ঠানের উৎপাদন কার্য বাধাগ্রস্ত হয়?
ক. ব্যবস্থাপনা
খ. প্রেষণা
গ. সংগঠিতকরণ
● কাঁচামাল সরবরাহ
৭. কে প্রকৃত ভোক্তার নিকট পণ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করে?
ক. সরবরাহকারী
খ. উৎপাদনকারী
গ. সরকার
● মধ্যস্থ কারবারি
৮. ভোক্তাকে ঘিরেই কোনটির সার্বিক কর্মকা পরিচালিত হয়?
ক. ব্যাংক
খ. বিমা
● বিপণন
ঘ. সংগঠন
৯. কোনটি পরিবেশের প্রধান শক্তি?
ক. সরবরাহকারী
খ. মধ্যস্থ কারবারি
গ. কাঁচামাল
● জনগণ
১০. বাজারে জনসংখ্যার সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যানকে কী বলে?
ক. অর্থনৈতিক পরিবেশ
● জনসংখ্যাগত পরিবেশ
গ. প্রযুক্তিগত পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ
১১. কোন পরিবেশ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয়ের ধরনকে প্রভাবিত করে?
ক. রাজনৈতিক পরিবেশ
খ. সাংস্কৃতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
● অর্থনৈতিক পরিবেশ
১২. কোনো পণ্যের দাম হঠাৎ বেড়ে গেলে ভোক্তার ক্রয়ক্ষমতা—
ক. বেড়ে যাবে
● কমে যাবে
গ. স্থির থাকবে
ঘ. পরিবর্তন হবে
১৩. কোন পরিবেশ বিপণন কর্মকাকে পরোক্ষভাবে প্রভাবিত করে?
ক. অর্থনৈতিক পরিবেশ
খ. জনসংখ্যাগত পরিবেশ
● প্রাকৃতিক পরিবেশ
ঘ. প্রযুক্তিগত পরিবেশ
১৪. কোন পরিবেশের প্রভাবে নতুন নতুন পণ্য ও বাজার সৃষ্টি হয়?
ক. জনসংখ্যাগত পরিবেশ
খ. সাংস্কৃতিক পরিবেশ
● প্রযুক্তিগত পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
১৫. কিসের কল্যাণে ভোক্তারা নতুন ও আকর্ষণীয় পণ্যসামগ্রী ভোগ করতে পারছে?
ক. অর্থের
● প্রযুক্তির
গ. সরবরাহকারীর
ঘ. রাজনীতির
১৬. পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিপণনকারীকে কার নিয়মনীতি মেনে চলতে হয়?
ক. উৎপাদনকারীর
খ. আমদানিকারকের
● সরকারের
ঘ. রপ্তানিকারকের
১৭. কাদের সাহায্যে বিপণনকারী তার পণ্য চূড়ান্ত ক্রেতার নিকট বিক্রয় এবং বণ্টনের ব্যবস্থা করে?
● বিপণন মধ্যস্থ কারবারি
খ. সরবরাহকারী
গ. উৎপাদনকারী
ঘ. ব্যবস্থাপক
১৮. বাজার কিসের উপর নির্ভরশীল?
ক. উৎপাদক
খ. পণ্য
গ. কাঁচামাল
● জনসংখ্যা
১৯. সামষ্টিক পরিবেশের উপাদানগুলো অবস্থান করে—
ক. কোম্পানির কাছাকাছি
● কোম্পানির বাইরে
গ. কোম্পানির ভেতরে
ঘ. কোম্পানির পেছনে
২০. কোন পরিবেশের উপাদানগুলো কম পরিবর্তনশীল?
● ব্যষ্টিক পরিবেশ
খ. আইনগত পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. প্রযুক্তিগত পরিবেশ
২১. কোম্পানির বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধান করা কোন বিভাগের কাজ?
ক. অর্থায়ন বিভাগের
খ. ক্রয় বিভাগের
গ. বিপণন বিভাগের
● গবেষণা ও উন্নয়ন বিভাগের
২২. একটি কোম্পানিতে কোন বিভাগ বিভিন্ন কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করে?
ক. অর্থায়ন বিভাগ
● উঁচুতর ব্যবস্থাপনা বিভাগ
গ. ক্রয় বিভাগ
ঘ. হিসাব বিভাগ
২৩. ক্রয়কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে বিভাগ অন্যান্য বিভাগের সাথে সুসম্পর্ক বজায় রাখে—
ক. উৎপাদন বিভাগ
খ. হিসাব বিভাগ
গ. বিপণন বিভাগ
● ক্রয় বিভাগ
২৪. পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যোগানের কাজটি কোন বিভাগের?
● ক্রয় বিভাগের
খ. উৎপাদন বিভাগের
গ. হিসাব বিভাগের
ঘ. অর্থায়ন বিভাগের
২৫. উৎপাদন বিভাগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত—
ক. অর্থায়ন বিভাগ
খ. হিসাব বিভাগ
গ. ক্রয় বিভাগ
● বিপণন বিভাগ
২৬. বিভিন্ন বিভাগকে বিবেচনা করে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করে—
ক. উৎপাদন বিভাগ
খ. গবেষণা ও উন্নয়ন বিভাগ
● বিপণন বিভাগ
ঘ. ক্রয় বিভাগ
২৭. কোন মধ্যস্থ কারবারি তাদের কাজের বিনিময়ে কমিশন পেয়ে থাকে?
ক. মার্চেন্ট মধ্যস্থ কারবারি
খ. আর্থিক মধ্যস্থ কারবারি
● প্রতিনিধি মধ্যস্থ কারবারি
ঘ. বিপণন সেবা সংস্থা
২৮. বিপণনকারীর পণ্যসমূহ সঠিক সময়ে সঠিকভাবে বাজারে পৌঁছাতে সাহায্য করে?
ক. বস্তুগত বণ্টন প্রতিষ্ঠান
খ. পাইকার
গ. আর্থিক মধ্যস্থ কারবারি
● বিপণন সেবা সংস্থা
২৯. কে বিপণনকারীর প্রয়োজনের সময় ঝুঁকির নিশ্চয়তা প্রদান করে?
ক. প্রতিনিধি
খ. দালাল
● আর্থিক মধ্যস্থ কারবারি
ঘ. বিপণন সেবা সংস্থা
৩০. বাজারে সাধারণত কয় ধরনের ক্রেতা লক্ষ করা যায়?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬
৩১. যেসব ভোক্তা নিজের বা পরিবারের ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাকে বলে—
● ভোক্তা বাজার
খ. সরকারি বাজার
গ. ব্যবসায় বাজার
ঘ. পুনঃবিক্রেতার বাজার
৩২. কোন বাজারের ভোক্তারা পণ্য ক্রয়ের পর তা পুনরায় প্রক্রিয়াজাত করেন?
ক. পুনঃবিক্রেতার বাজার
খ. ভোক্তা বাজার
গ. সরকারি বাজার
● ব্যবসায় বাজার
৩৩. যে প্রতিষ্ঠান পুনরায় বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে বলে–
ক. ভোক্তা বাজার
খ. সরকারি বাজার
গ. আন্তর্জাতিক ৰাজার
● পুনঃবিক্রেতার বাজার
৩৪. কোন বাজারের ক্রেতারা জনকল্যান ও সেবা প্রদানের জন্য পণ্যসামগ্রী ক্রয় করে?
● সরকারি বাজার
খ. ব্যবসায় বাজার
গ. পুনঃবিক্রেতার বাজার
ঘ. আন্তর্জাতিক বাজার
৩৫. কোনটি ব্যষ্টিক পরিবেশের স্পর্শকাতর উপাদান?
ক. কোম্পানি
● জনগোষ্ঠী
গ. সরবরাহকারী
ঘ. মধ্যস্থ কারবারি
৩৬. কাদের ইচ্ছা-অনিচ্ছার উপর বিপণন কার্যক্রমের গতিশীলতা নির্ভর করে?
ক. সরবরাহকারী
খ. উৎপাদনকারী
● জনগোষ্ঠী
ঘ. মধ্যস্থ কারবারি
৩৭. কোম্পানির বিপণন পরিবেশ কিসের সমন্বয়ে গঠিত?
● জনগোষ্ঠী
খ. সরকার
গ. সরবরাহকারী
ঘ. পাইকার
৩৮. কারা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে?
ক. সাধারণ জনগোষ্ঠী
খ. গণমাধ্যম জনগোষ্ঠী
গ. অভ্যন্তরীণ জনগোষ্ঠী
● নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী
৩৯. কোম্পানির প্রতিবেশী ও কমিউনিটি সংগঠনকে বলে–
ক. সাধারণ জনগোষ্ঠী
খ. সরকারি জনগোষ্ঠী
● স্থানীয় জনগোষ্ঠী
ঘ. অভ্যন্তরীণ জনগোষ্ঠী
৪০. সর্বস্তরের জনগণকে নিয়ে কোন জনগোষ্ঠী গঠিত হয়?
● সাধারণ জনগোষ্ঠী
খ. স্থানীয় জনগোষ্ঠী
গ. গণমাধ্যম জনগোষ্ঠী
ঘ. সরকারি জনগোষ্ঠী
৪১. যে জনগোষ্ঠী কোম্পানির সুনামের উপর সরাসরি প্রভাব বিস্তার করে—
● সাধারণ জনগোষ্ঠী
খ. গণমাধ্যম জনগোষ্ঠী
গ. সরকারি জনগোষ্ঠী
ঘ. স্থানীয় জনগোষ্ঠী
৪২. মানুষ এক স্থান থেকে অন্য স্থানে এসে বসতি স্থাপন করাকে বলে—
ক. পারিবারিক জীবনে পরিবর্তনশীলতা
খ. বয়সকাঠামোর পরিবর্তনশীলতা
● ভৌগোলিক স্থানান্তর
ঘ. পারিবারিক স্থানান্তর
৪৩. কাকে ভোক্তাদের আয়ের পরিবর্তনসমূহের দিক খেয়াল রেখে বিপণন কার্যক্রম পরিচালনা করতে হবে?
ক. উৎপাদনকারীকে
● বিপণনকারীকে
গ. ব্যবস্থাপককে
ঘ. সরবরাহকারীকে
৪৪. একই ধরনের পণ্য বা সেবা পাওয়ার ক্ষেত্রে ভোক্তা ভিন্ন ভিন্ন খরচের জন্য প্রস্তুত থাকে। এটা নির্ভর করে ভোক্তার–
ক. আয়ের উপর
● ব্যয়ের উপর
গ. জীবনধারণের
ঘ. রুচির উপর
৪৫. জনগণের মধ্যে সঞ্চয়প্রবণতা বাড়লে কোনটির ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়?
ক. ব্যবস্থাপকের
খ. জনগণের
গ. সরকারের
● ব্যাংকের
৪৬. কোনটি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে?
● অর্থনৈতিক গতিশীলতা
খ. পারিবারিক গতিশীলতা
গ. সঞ্চয় প্রবণতা
ঘ. বাকিতে বিক্রয়
৪৭. কোনটির ফলে প্রাকৃতিক সম্পদের উপর বিরূপ প্রভাব পড়ছে?
● মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি
খ. শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি
গ. বাজার বৃদ্ধি
ঘ. খনিজসম্পদ অপচয়
৪৮. অনবায়নযোগ্য শক্তিকে বলে—
● শক্তি সম্পদ
খ. প্রাকৃতিক সম্পদ
গ. খনিজসম্পদ
ঘ. অপ্রাকৃতিক সম্পদ
৪৯. অনবায়নযোগ্য শক্তির মধ্যে কোনটি অন্যতম?
ক. গ্যাস
খ. কয়লা
● তেল
ঘ. মাটি
৫০. কখন হিরোশিমা ও নাগাসাকি শহর পারমাণবিক বোমায় বিস্ফোরিত হয়?
ক. প্রথম বিশ্বযুদ্ধে
● দ্বিতীয় বিশ্বযুদ্ধে
গ. শিল্পবিপ্লবের পর
ঘ. মধ্য যুগে
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post