উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৩য় অধ্যায় mcq : সাধারণ লোকজন বিপণন কার্য বলতে শুধুমাত্র ক্রয় ও বিক্রয়কেই বুঝে থাকে। কিন্তু প্রকৃতপক্ষেবিপণন কার্যের পরিধি অনেক বিস্তৃত। বিপণন কার্যাবলীকে এমন কতগুলো কাজ বা সেবার সমষ্টি হিসেবে সংজ্ঞায়িত করা যায় যা উৎপাদকের নিকট থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য বা সেবার প্রবাহ পরিচালিত করার প্রক্রিয়ায় সম্পাদিত হয়ে থাকে।
অর্থাৎ উৎপাদক ও ভোক্তার মধ্যে পণ্য ও সেবার আদান-প্রদানে যেসব কার্যাবলি জড়িত থাকে সেগুলো বিপণন কার্যের আওতায় পড়ে। একটি বিপণন কার্য উৎপাদক নিজে কিংবা মধ্যস্থ ব্যবসায়ী (পাইকার, খুচরা ব্যবসায়ী, আড়তদার) বা ভোক্তারা সম্পাদন করতে পারে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. অর্থের বিনিময়ে কোনো কিছুর মালিকানা গ্রহণ করাকে কী বলে?
● ক্রয়
খ. বিক্রয়
গ. পরিবহন
ঘ. বিজ্ঞাপন
২. বিপণনের অন্যতম কাজ হলো—
ক. বিজ্ঞাপন দেওয়া
খ. ভোক্তার সন্তুষ্টি
● পরিবেশ বিশ্লেষণ
ঘ. পরিবহন ব্যবস্থা
৩. কোনটির মাধ্যমে পণ্যের মালিকানা বা স্বত্ব হস্তান্তর হয়?
● ক্রয়ের মাধ্যমে
খ. পরিবহনের মাধ্যমে
গ. বিক্রয়ের মাধ্যমে
ঘ. গুদামজাতকরণের মাধ্যমে
৪. সহজ বিক্রয়ের প্রধান হাতিয়ার কোনটি?
ক. পরিবহন
খ. গুদামজাতকরণ
● উত্তম ক্রয়
ঘ. বিজ্ঞাপন
৫. পণ্যের বিক্রয়মূল্য কোনটির ওপর নির্ভর করে?
ক. বিজ্ঞাপনের ওপর
● ক্রয়মূল্যের ওপর
গ. পরিবহনের ওপর
ঘ. পণ্যের তথ্যের ওপর
৬. কোনটির কাজ সঠিকভাবে সম্পাদন করলে বিক্রয়ের কাজ সহজ হবে?
● ক্রয়ের কাজ
খ. পরিবহনের কাজ
গ. বিজ্ঞাপনের কাজ
ঘ. পণ্যের তথ্যের কাজ
৭. বেশি পরিমাণে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কিছু নিম্নমানের এবং ভেজাল পণ্যও দেখা যায় তা পরবর্তীকালে কী হিসেবে গণ্য হয়?
ক. অবচয় হিসেবে
খ. মজুদ হিসেবে
গ. সম্পদ হিসেবে
● মুনাফা হিসেবে
৮. কোনটির খরচ কমানো গেলে স্বল্প দামে পণ্য বিক্রয় করা সম্ভব হবে?
ক. বিজ্ঞাপনের
খ. পরিবহন ব্যয়ের
● পণ্য ক্রয়ের
ঘ. মূলধন ব্যয়ের
৯. ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নত হবে—
● নিয়মিত পণ্য সরবরাহে
খ. পণ্য বিজ্ঞাপনে
গ. অধিক মুনাফায়
ঘ. ঋণের সুবিধায়
১০. বিপণনের মূল কাজ কোনটির মাধ্যমে শুরু হয়?
ক. বিক্রয়ের মাধ্যমে
● ক্রয়ের মাধ্যমে
গ. পরিবহনের মাধ্যমে
ঘ. তথ্যের মাধ্যমে
১১. কোনটির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়?
ক. ক্রয়ের
খ. গুদামজাতকরণের
● বিক্রয়ের
ঘ. পরিবহনের
১২. সামগ্রিক বিপণন কার্যক্রমের সফলতা কোনটির ওপর নির্ভর করে?
ক. ক্রয়ের ওপর
খ. তথ্যের ওপর
গ. বিজ্ঞাপনের ওপর
● বিক্রয়ের ওপর
১৩. কোনটি প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহকে গতিশীল রাখে?
ক. ক্রয়
● বিক্রয়
গ. পরিবহন
ঘ. বিজ্ঞাপন
১৪. মুনাফা বৃদ্ধির পূর্বশর্ত কোনটি?
ক. ক্রয়
খ. পরিবহন
● বিক্রয়
ঘ. বিজ্ঞাপন
১৫. পণ্যের কী বেশি হলে বৃহদায়তন উৎপাদন সম্ভব হয়?
● বিক্রয়
খ. ক্রয়
গ. বিজ্ঞাপন
ঘ. ব্যয়
১৬. প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এসব অর্থের যোগান আসে–
ক. পণ্য ক্রয়ের মাধ্যমে
● পণ্য বিক্রয়ের মাধ্যমে
গ. পণ্য বিজ্ঞাপনের মাধ্যমে
ঘ. পণ্য গুদামজাতকরণে
১৭. প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস হচ্ছে–
ক. ক্রয়
খ. বিজ্ঞাপন
● বিক্রয়
ঘ. ঋণ গ্রহণ
১৮. কোনটি যেকোনো দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে?
ক. মূলধন
খ. ক্রয়
● শিল্পায়ন
ঘ. পরিবহন
১৯. কোনগুলো কোম্পানি ধীরে ধীরে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে বাজারে প্রবেশ করে?
ক. পুরাতন কোম্পানি
● নতুন কোম্পানি
গ. সেবা কোম্পানি
ঘ. আর্থিক কোম্পানি
২০. কোনটি স্থানগত উপযোগ সৃষ্টি করে?
ক. গুদামজাতকরণ
● পরিবহন
গ. ক্রয়
ঘ. বিক্রয়
২১. কোনটির মাধ্যমে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বজায় থাকে?
ক. ক্রয়ের
খ. বিক্রয়ের
গ. বিজ্ঞাপনের
● পরিবহনের
২২. উৎপাদন ও ভোগের স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি?
ক. বিক্রয়
খ. ক্রয়
● পরিবহন
ঘ. বিজ্ঞাপন
২৩. পণ্য উৎপাদিত হয় কোনো একটি নির্দিষ্ট স্থানে, কিন্তু এর ভোগ বা ব্যবহার চলে দেশব্যাপী। এটা সম্ভব হয়—
● ক্রয়ের মাধ্যমে
খ. বিক্রয়ের মাধ্যমে
গ. পরিবহনের মাধ্যমে
ঘ. গুদামজাতকরণের মাধ্যমে
২৪. কোন ব্যবস্থা উৎপাদন ব্যয় হ্রাসে বিশেষ ভূমিকা রাখে?
ক. বিজ্ঞাপন
খ. সঠিক বিক্রয়
● সুষ্ঠু পরিবহন
ঘ. প্রসার
২৫. অবিরাম পণ্য সরবরাহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রেখে ভোক্তার উন্নতমানের পণ্য প্রাপ্তিতে কোনটির ভূমিকা অপরিসীম?
ক. ক্রয়
খ. বিক্রয়
গ. বিজ্ঞাপন
● পরিবহন
২৬. পরিবহন সময় মতো পণ্য সরবরাহ করার ফলে—
● মূল্য স্থির থাকে
খ. মূল্য পরিবর্তন হয়
গ. পণ্যের উপযোগিতা কমে
ঘ. মূল্য বৃদ্ধি পায়
২৭. কোনটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে?
● গুদামজাতকরণ
খ. পরিবহন
গ. ক্রয়
ঘ. বিক্রয়
২৮. পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার জন্য কোনটির সাহায্য নেওয়া হয়?
ক. পরিবহনের
● গুদামজাতকরণের
গ. বিজ্ঞাপনের
ঘ. বিক্রয়ের
২৯. পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কোনটির গুরুত্ব অপরিসীম?
● পরিবহনের
খ. গুদামজাতকরণের
গ. বিক্রয়ের
ঘ. বিজ্ঞাপনের
৩০. কোনটির মাধ্যমে পণ্যের পরিবহন ব্যয় হ্রাস করা যায়?
ক. অধিক ক্রয়
খ. অধিক বিক্রয়
● গুদামজাতকরণের
ঘ. বিজ্ঞাপনের
৩১. কোনটির মাধ্যমে পচনশীল পণ্যকে রক্ষা করা যায়?
ক. ক্রয়ের মাধ্যমে
খ. পরিবহনের মাধ্যমে
● গুদামজাতকরণের মাধ্যমে
ঘ. বিক্রয়ের মাধ্যমে
৩২. ক্রেতার পছন্দের ভিত্তিতে পণ্যের মান নির্ধারণকে কী বলে?
● প্রমিতকরণ
খ. পর্যায়িতকরণ
গ. বিভাজন
ঘ. সংরক্ষণ
৩৩. কিসের ফলে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারিত হয়?
ক. বিজ্ঞাপনের
খ. বিক্রয়ের
● প্রমিতকরণের
ঘ. পণ্যের তথ্যের
৩৪. আন্তর্জাতিক বাজারে পণ্যরপ্তানির জন্য কোনটি প্রয়োজন?
ক. পণ্যের পর্যায়িতকরণ
● পণ্যের প্রমিতকরণ
গ. পণ্য বিক্রয়
ঘ. পণ্য পরিবহন
৩৫. কোন পণ্য সবসময় একই দামে বিক্রয় করা হয়?
● প্রমিতকরণকৃত পণ্য
খ. পর্যায়িতকরণকৃত পণ্য
গ. বিজ্ঞাপনকৃত পণ্য
ঘ. সুবিধাকৃত পণ্য
৩৬. কোনটি পণ্য ক্রয়-বিক্রয়ের কাজকে সহজ করে?
ক. পরিবহন
● প্রমিতকরণ
গ. পর্যায়িতকরণ
ঘ. বিজ্ঞাপন
৩৭. কোনটি বিপণনকারীর মধ্যে নৈতিকতাবোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে?
ক. পণ্যের তথ্য
খ. বিজ্ঞাপন
● প্রমিতকরণ
ঘ. পর্যায়িতকরণ
৩৮. পর্যায়িতকরণের মূল ভিত্তি হচ্ছে—
ক. শ্রেণিবদ্ধকরণ
● প্রমিতকরণ
গ. পরিবহন
ঘ. গুদামজাতকরণ
৩৯. পণ্যের প্রতি গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি করার জন্য কী প্রয়োজন হয়?
ক. প্রমিতকরণ
খ. পর্যায়িতকরণ
● মোড়কীকরণ
ঘ. নকশা করা
৪০. পণ্য উত্তমভাবে মোড়কীকরণ করা থাকলে ক্রেতারা পণ্যের কোন বিষয়ে নিশ্চয়তা পায়?
● মান ও সুরক্ষার
খ. মূল্যের
গ. কমিশন
ঘ. মালিকানা
৪১. বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হলো—
ক. ক্রয় বৃদ্ধি করা
খ. পণ্যের তথ্য বৃদ্ধি করা
● বিক্রয় বৃদ্ধি করা
ঘ. পণ্যের ব্যয় বৃদ্ধি করা
৪২. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
● বিজ্ঞাপন
খ. প্রমিতকরণ
গ. অধিক বিক্রয়
ঘ. পর্যায়িতকরণ
৪৩. পণ্য ও ব্র্যান্ডের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে কোনটির বিকল্প নেই?
ক. পরিবহনের
খ. প্রমিতকরণের
● বিজ্ঞাপনের
ঘ. পর্যায়িতকরণের
৪৪. বিপণন কিসের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করছে—
● গবেষণার
খ. ইন্টারনেটের
গ. মৌখিক
ঘ. তথ্যের
৪৫. বিপণন কিসের কল্যাণ সাধনে কাজ করে থাকে?
ক. রাজনৈতিক
● সামাজিক
গ. ধর্মীয়
ঘ. সাংস্কৃতিক
৪৬. বিপণন কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—
i. ক্রয়
ii. বিক্রয়
iii. বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৭. বাজার তথ্য বলা হয়—
i. ভোক্তাদের রুচি সম্পর্কিত তথ্যকে
ii. উৎপাদন সম্পর্কিত তথ্যকে
iii. ক্রেতার চাহিদা সম্পর্কিত তথ্যকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. ক্রয় হচ্ছে—
i. পণ্য অনুসন্ধান করা
ii. পণ্য মূল্যায়ন করা
iii. পণ্য সংশোধন করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. বিক্রয়োত্তর সেবার মধ্যে উলেল্লখযোগ্য হলো—
i. ওয়ারেন্টি
ii. গ্যারান্টি
iii. হোম ডেলিভারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৫০. সুদক্ষ ক্রয়কার্য বাজারে পণ্যের নিয়মিত সরবরাহে ভূমিকা রাখে। এর ফলে ক্রেতা—
i. সঠিক সময়ের পণ্য পায়
ii. পণ্যের সঠিক মূল্য পায়
iii. মানসম্পন্ন পণ্য পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
►► আরো দেখো: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post